গেমিং গ্যালারি [পর্ব -০৮] ::চলুন দেখে নেই এক্সবক্স ওয়ান এর রিভিউ

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গেমিং গ্যালারি

আসসালামুয়ালাইকুম,

কেমন আছো সবাই ? আসা করি ভালো আছো । আমি ভালো নাই 🙁 । কেনো তা আর বললাম না

আজকের রিভিউ এক্সবক্স ১ নিয়ে

Microsoft এর জনপ্রিয় গেম কনসোল Xbox । গত বছর ২০১৩সালের ২২ নভেম্বর xbox সিরিজের নতুন কনসোল XBOX ONE বাজারে এসেছে । এটি xbox সিরিজের তৃতীয় কনসোল । এটা অষ্টম প্রজন্মের গেমিং কনসোল । এর পূর্বের কনসোল Xbox 360 বের হয়েছিল ২০০৫ এ । কথা ছিল বের হবে xbox 720 কিন্তু microsoft ২০১৩ এর ২১ মে জানায় যে তাদের নতুন কনসোলের নাম Xbox One । Xbox One এর প্রতিদ্ধন্দী Sony এর PS4 এবং Nintedo এর Wii U । Microsoft xbox one এ 24 ঘন্টা ইন্টারনেটে যুক্ত থাকার বাধ্যকতা রাখতে চেয়েছিল কিন্তু গ্রাহক এবং বিভিন্ন ডেভেলপারদের সমালোচনায় তারা এ পরিকল্পনা বাতিল করে । Microsoft জানিয়েছে Xbox One মূলত গেমিং কনসোল হলেও এটাকে Apple TV এর মত home entertainment device হিসেবেও ব্যাবহার করা যাবে ।

হার্ডওয়্যার

Xbox One এ প্রসেসর হিসেবে AMD JAGUAR APU ব্যাবহার করা হয়েছে । এতে দুইটি কোয়াড কোর মডুলার রয়েছে অর্থ্যাৎ 4Core x2 = 8core । এর ক্লক স্পিড 1.75 Ghz । xbox one এ AMD এর তৈরি GPU ব্যাবহার করা হয়েছে ; যাতে রয়েছে 12 টি কম্পিউটিং ইউনিট , প্রতি ইউনিটে 64 টি কোর , মোট 12X64=768 Core ; এর ক্লক স্পিড 853mhz । Xbox One এর GPU ডেষ্কটপের Radeon HD7790 এর মত পারফর্মেন্স দেয় । XBOX ONE এ 8GB DDR3 68.3GB/s bandwide এর র্র্যাম ব্যাবহার করা হয়েছে ( এর 5GB গেমের জন্য এবং বাকি 3GB অন্যান্য প্রসেসিং এ ব্যাবহৃত হবে ) । এছাড়া 32MB এর একটি ESRAM আছে এর ব্যান্ডওয়াইড 109 GB/s । Xbox One এ blue ray dvd drive , 500GB Hard disk ( প্রয়োজনে আপগ্রেড করা যাবে ) , WiFi , Ethernet আছে । এছাড়া External Hard disk সমর্থন করে ।

কন্ট্রোলার

xbox One এর কন্ট্রোলারের তেমন পরিবর্তন আনা হয়নি । Menu view এর বদলে START এবং BACK বাটন যুক্ত করা হয়েছে ।এছাড়া নতুন ভাইব্রেশন পদ্ধতি দেয়া হয়েছে ।

কাইনেক্ট

এটা Xbox এর অন্যতম আকর্ষন । এটায় 1080p ক্যামেরা রয়েছে । এটা দ্বারা গেম খেলার সময় হার্ট বিপ ট্রাকিং , QR code scan , ভয়েস কমান্ড দেয়া যাবে । শীঘ্রই Windows PC তে ব্যাবহারযোগ্য কাইনেক্ট বাজারে ছাড়বে ।

সুবিধাসমূহ

xbox one 4K রেজুলেশন ( 3840 X 2160 ) বা 2160p সাপোর্ট করে । এতে 7.1 surround sound সাপোর্ট করে । এতে HD TV অথবা Monitor এর সাথে যুক্ত করতে HDMI 1.4 পোর্ট রয়েছে । আলাদা কোন DVI অথবা Sound পোর্ট নেই । Xbox smart glass নামে এক ধরনের সার্ভিস রয়েছে যার মাধ্যমে Windows , android , ios সাপোর্টেড SMART PHONE বা TAB কে সেকেন্ড স্কিন হিসেবে ব্যাবহার করা যাবে । Xbox one এ বিভিন্ন App ব্যাবহার করা যাবে ( music , video , skype , internet explorer ) । XBOX ONE multi tasking সাপোর্ট করে ।

অপারেটিং সিষ্টেম

Xbox One এ Windows বেসড XBOX OS ব্যাবহার করা হয়েছে । তবে এটা Windows থেকে আলাদা । XBOX one প্রথম বার চালু করতে ইন্টারনেট চেকিংয়ের প্রয়োজন হয় এর পরে আর ইন্টারনেট চেকিংয়ের প্রয়োজন হয় না ।

XBOX ONE 3 মিলিওনের উপর বিক্রি হয়েছে । USA তে এর দাম 499$ , ইউরোপে 499€ , বৃটেনে 429£ ।

শেষ কথা

গেমিং গ্যালারি গেমস ওয়ার্ল্ড এরই একটি অংশ ।গেম খেলার সময় অনেকেই সমস্যায় পরতে পারেন বা কোন গেমের সম্পর্কে জানতে চান তবে ইন্টারনেট এতই সুবিশাল যে আর কি বলার !!! কোন টা ঠিক আর কোনটা ভুল তা জানাই যায় না । এর জন্য আমরা কিছু টিউনার মিলে খুলেছি গেমস ওয়ার্ল্ড । এটি টেক্টিউন্স ও টিউনারপেজের এরমাত্র গেমিং পেজ ও গ্রুপ । এই গ্রুপ এ পাবেন আপনাদের সব সমস্যার সমাধান । তো এখনি জয়েন করুন
গ্রুপ

https://www.facebook.com/groups/gamesworldfans/

পেজ

https://www.facebook.com/games.world.bangladesh

Level 0

আমি sugata। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 50 টি টিউন ও 233 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

good tune…. 🙂

    Level 0

    @net_freak: ধন্যবাদ