আসসালামুয়ালাইকুম,
কেমন আছো সবাই ? আসা করি ভালো আছো । আমি ভালো নাই 🙁 । কেনো তা আর বললাম না
আজকের রিভিউ এক্সবক্স ১ নিয়ে
Microsoft এর জনপ্রিয় গেম কনসোল Xbox । গত বছর ২০১৩সালের ২২ নভেম্বর xbox সিরিজের নতুন কনসোল XBOX ONE বাজারে এসেছে । এটি xbox সিরিজের তৃতীয় কনসোল । এটা অষ্টম প্রজন্মের গেমিং কনসোল । এর পূর্বের কনসোল Xbox 360 বের হয়েছিল ২০০৫ এ । কথা ছিল বের হবে xbox 720 কিন্তু microsoft ২০১৩ এর ২১ মে জানায় যে তাদের নতুন কনসোলের নাম Xbox One । Xbox One এর প্রতিদ্ধন্দী Sony এর PS4 এবং Nintedo এর Wii U । Microsoft xbox one এ 24 ঘন্টা ইন্টারনেটে যুক্ত থাকার বাধ্যকতা রাখতে চেয়েছিল কিন্তু গ্রাহক এবং বিভিন্ন ডেভেলপারদের সমালোচনায় তারা এ পরিকল্পনা বাতিল করে । Microsoft জানিয়েছে Xbox One মূলত গেমিং কনসোল হলেও এটাকে Apple TV এর মত home entertainment device হিসেবেও ব্যাবহার করা যাবে ।
Xbox One এ প্রসেসর হিসেবে AMD JAGUAR APU ব্যাবহার করা হয়েছে । এতে দুইটি কোয়াড কোর মডুলার রয়েছে অর্থ্যাৎ 4Core x2 = 8core । এর ক্লক স্পিড 1.75 Ghz । xbox one এ AMD এর তৈরি GPU ব্যাবহার করা হয়েছে ; যাতে রয়েছে 12 টি কম্পিউটিং ইউনিট , প্রতি ইউনিটে 64 টি কোর , মোট 12X64=768 Core ; এর ক্লক স্পিড 853mhz । Xbox One এর GPU ডেষ্কটপের Radeon HD7790 এর মত পারফর্মেন্স দেয় । XBOX ONE এ 8GB DDR3 68.3GB/s bandwide এর র্র্যাম ব্যাবহার করা হয়েছে ( এর 5GB গেমের জন্য এবং বাকি 3GB অন্যান্য প্রসেসিং এ ব্যাবহৃত হবে ) । এছাড়া 32MB এর একটি ESRAM আছে এর ব্যান্ডওয়াইড 109 GB/s । Xbox One এ blue ray dvd drive , 500GB Hard disk ( প্রয়োজনে আপগ্রেড করা যাবে ) , WiFi , Ethernet আছে । এছাড়া External Hard disk সমর্থন করে ।
xbox One এর কন্ট্রোলারের তেমন পরিবর্তন আনা হয়নি । Menu view এর বদলে START এবং BACK বাটন যুক্ত করা হয়েছে ।এছাড়া নতুন ভাইব্রেশন পদ্ধতি দেয়া হয়েছে ।
এটা Xbox এর অন্যতম আকর্ষন । এটায় 1080p ক্যামেরা রয়েছে । এটা দ্বারা গেম খেলার সময় হার্ট বিপ ট্রাকিং , QR code scan , ভয়েস কমান্ড দেয়া যাবে । শীঘ্রই Windows PC তে ব্যাবহারযোগ্য কাইনেক্ট বাজারে ছাড়বে ।
xbox one 4K রেজুলেশন ( 3840 X 2160 ) বা 2160p সাপোর্ট করে । এতে 7.1 surround sound সাপোর্ট করে । এতে HD TV অথবা Monitor এর সাথে যুক্ত করতে HDMI 1.4 পোর্ট রয়েছে । আলাদা কোন DVI অথবা Sound পোর্ট নেই । Xbox smart glass নামে এক ধরনের সার্ভিস রয়েছে যার মাধ্যমে Windows , android , ios সাপোর্টেড SMART PHONE বা TAB কে সেকেন্ড স্কিন হিসেবে ব্যাবহার করা যাবে । Xbox one এ বিভিন্ন App ব্যাবহার করা যাবে ( music , video , skype , internet explorer ) । XBOX ONE multi tasking সাপোর্ট করে ।
Xbox One এ Windows বেসড XBOX OS ব্যাবহার করা হয়েছে । তবে এটা Windows থেকে আলাদা । XBOX one প্রথম বার চালু করতে ইন্টারনেট চেকিংয়ের প্রয়োজন হয় এর পরে আর ইন্টারনেট চেকিংয়ের প্রয়োজন হয় না ।
XBOX ONE 3 মিলিওনের উপর বিক্রি হয়েছে । USA তে এর দাম 499$ , ইউরোপে 499€ , বৃটেনে 429£ ।
গ্রুপ
পেজ
আমি sugata। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 50 টি টিউন ও 233 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
good tune…. 🙂