হ্যালো? গেমস জোনের ২০০ তম পর্বের পূর্তি উপলক্ষে গেমস জোনের বেষ্ট ১০টি পর্ব আমি আবার রিটিউন করছি। আজ সেই রিটিউনের ২য় খন্ডে নিয়ে এসেছি রেইজ গেমটি নিয়ে।
আজকের গেমস জোনে থাকছে আমার প্রিয় একটি শুটিং গেম। আজকের গেম রেইজ।
রেইজ একটি ফার্স্ট পারসন একশন রোল প্লেয়িং শুটিং গেম ডেভেলপ করেছে আইডি সফটওয়্যার। আইডি সফটওয়্যার তাদের ডুম এবং কোয়াক গেমস সিরিজের জন্য বিখ্যাত এবং জনপ্রিয়। গেমটি আইডি সফটওয়্যারের নতুন ওপেন’জিএল বেইসড আইডি টেক ৫ ইঞ্জিণ দিয়ে তৈরি। অক্টোবর ২০১১ তে রিলিজ কৃত। গেমটি সেই ২০০৭ সাল থেকে ৫ বছর সময় নিয়ে নিমার্ণ করা হয়েছে। গেমটি নিকট ভবিষ্যৎ এর উপর নিমির্ত। যেখানে পৃথিবীর উপর ৯৯৯৪২ এপ্রোপিস আক্রমণ করে। গেমটি ম্যাড মাক্স ২ ছবির কাহিনীর মতো এবং ফলআউট এবং বর্ডারল্যান্ডস গেমসগুলোর মতই শুটিং গেমপ্লে এবং বার্নআউট এবং মোটরস্ট্রম গেমসগুলোর মতই রেসিং গেমপ্লে রয়েছে রেইজ গেমটিতে।
নির্মাতা:
আই.ডি. সফটওয়্যার
প্রকাশক:
বেথেসডা সফটওয়ার্ক’স,
স্কোয়ার ইনিক্স এবং
ম্যাক এর জন্য এ্যাসপার মিডিয়া।
পরিচালক:
টিম উলিটিস
অভিনয় নির্মাণে:
স্টেপেন মার্টিনিয়ার
লেখক:
রড এইবেননেথি
ইঞ্জিণ:
আই.ডি টেক ৫
ভার্সন:
১.০.২৯.৭১২
প্রকাশ করা হয়েছে:
মাইক্রোসফট উইন্ডোজ,
ম্যাক ওএস এক্স,
প্লে-স্টেশন ৩,
এক্সবক্স ৩৬০
প্রকাশিত হয়েছে:
অক্টোবর ০৪ থেকে ২৭, ২০১১।
ধরণ:
ফাস্ট-পারসন শুটার,
রোল প্লেয়িং গেম
খেলার ধরণ:
সিঙ্গেল এবং মাল্টিপ্লেয়ার
প্রকাশ হয়েছে:
ডিভিডি,
ব্লু-রেয় ডিক্স এবং
ডিভিডি-ডি এলএস তে।
গেমটি খেলতে যা যা লাগবে:
কমপক্ষে:
কোর ২ ডুয়ো ২.৪ গিগাহাটর্স প্রসেসর,
উইন্ডোজ এক্স.পি (সার্ভিস প্যাক ৩ ) অপারেটিং সিস্টেম,
২ গিগাবাইট র্যাম
২৫৬ মেগাবাইট এনভিডিয়া জিফোর্স ৮৮০০ অথবা এটিআই এইচডি ৪২০০ গ্রাফিক্স কার্ড,
২৫ গিগাবাইট হার্ডডিক্স এর খালি জায়গা।
ভালভাবে খেলতে হলে:
কোর ২ কোয়াড ২.৮ গিগাহাটর্স গতির প্রসেসর,
উইন্ডোজ সেভেন ৬৫ বিট অপারেটিং সিস্টেম,
৪ গিগাবাইট র্যাম
৫১২ মেগাবাইট এনভিডিয়া জিফোর্স ৯৮০০ জিটিএক্স অথবা এটিআই রাডিয়ন এইচডি ৫৫৫০ গ্রাফিক্স কার্ড,
২৫ গিগাবাইট হার্ডডিক্স এর খালি জায়গা।
অতিরিক্ত:
অনলাইনে খেলার জন্য একটি স্ট্রিম একাউন্ট এবং ডাইরেক্ট এক্স ১০ সাথে শেডার মডেল ৩.০।
ট্রেইলার ভিডিও:
http://www.youtube.com/watch?v=6fa44gInV0M
http://www.youtube.com/watch?v=fnwTGNzqIVA
প্লট:
রেইজ গেমটির স্টোরি, আগষ্ট ২৩, ২০২৯ সাল। যেখানে একটি বিশাল এসট্রয়েড ৯৯৯৪২ এপ্রোপিস পৃথিবীতে আক্রমণ করে এবং পৃথিবীর প্রায় ৯৫% মানুষ এতে প্রাণ হারায়। বেঁেচ থাকা অল্প কিছু মানুষ নিয়ে শুরু হয় পৃথিবীর নতুন যাত্রা।
২১৩৫ সালে, আক্রমণের ১০৬ বছর পর, গেমটির প্লেয়ার “আর্ক সুরভাইবর” কে একটি আন্ডারগ্রাউন্ড শেল্টার এ দেখা যায়। এইসব আন্ডারগ্রাউন্ড শেল্টার গুলো ইডেন প্রজেক্ট এর ফলাফল। আন্ডারগ্রাউন্ড গুলোর ভেতরে প্রজনণ ক্ষমতা বাড়ানো ক্রাইজোনেটিক পড রয়েছে সিল করা অবস্থায়। এগুলো দিয়ে ভবিষ্যৎ তের দুযোর্গ এ মানুষের বংশ বিস্তার করবে, এমনটাই আশা করছে আর্ক বাসীরা। কিন্তু' কারিগরি ক্রটির কারণে আন্ডারগ্রাউন্ড শেল্টার গুলোতে বিশাল বিস্কোফরণ ঘটে এবং সম্পূর্ণ ইডেন প্রজেক্ট ধ্বংস হয়ে যায়। এর সাথে সাথেই শেল্টার এর সকল শ্রমিক মারা যায়, সকল ইকুয়িপমেন্ট ও ধ্বংস হয়ে যায়। একমাত্র প্লেয়ার বেঁেচ থাকে। তবে প্লেয়ার এর স্মৃতি শক্তি হারিয়ে যায়। জ্ঞান ফিরার পর সে সম্পূর্ণ একা এবং তার নিজের নামটিও সে ভুলে গেছে। সে গুহাটির প্রবেশ পথে আসতেই তার উপর গোষ্ট ক্ল্যান এর সদস্যরা তার উপর আক্রমণ করে। তাকে সে অবস'ায় একজন ওয়েস্টল্যান্ড শেল্টার “ড্যান হাগার” তাকে বাঁচায় এবং প্লেয়ার কে তার শেল্টার এ নিয়ে আসে। সেখানে এ ড্যান প্লেয়ার কে জানায় যে আর্ক জঙ্গিরা প্লেয়ার কে অজানা কারণে মারার জন্য খুঁজছে। এর ড্যান প্লেয়ার কে একটি ন্যানোট্রিটিস ইনজেকশন লাগায় এবং এর কারণে প্লেয়ার এর মধ্যে কিছু সুপার হিউম্যান ক্ষমতা এসে পড়ে। এরপর প্লেয়ার কাছের একটি শহর ওয়েলস্পিরিং এ চলে যায়। সেখানে গিয়ে সে তার নিজের পরিচয় খুজঁতে থাকে। শহরে তার ভাল ভাল কাজের মাধ্যমে সে ভাল জনপ্রিয়তা পায় এবং একসময় সে জানতে পারে যে আর্ক সরকারের একটি অমানুষিক রিসার্চ এর কারণে শেল্টাল গুলোতে ফেটেছে এবং এলিয়েন জাতি মুটেন্টস কে রিলিজ করেছে। এরপর প্লেয়ার সাধারণ আর্ক বাসীদের সাথে নিয়ে সরকার এবং এলিয়েন জাতির বিরুদ্ধে আর্ক কে রক্ষা করার জন্য যুদ্ধে নামে। গেমটি শেষ হয় বেচেঁ থাকা আর্কবাসীদের নিয়ে। এক নতুন শুরুতে . .. . . . . . . .
গেম-প্লে:
গেমটিতে ফাস্ট পারসন শুটার এবং ড্রাইভিং এই দুটির মিশ্রণ রয়েছে। যেখানে গাড়ির সাহায্যে এক মিশন হতে অন্য মিশনে যাওয়া যায়। ফাইটিং স্কিল ফাস্ট পারসন বেইসেড। এটা একটু হার্ড ই। অস্ত্র গুলোর মধ্যে রয়েছে বুমেরাং, ফায়ারআর্মস, ক্রাসব্রউ এবং বিভিন্ন রকমের মিলিটারী অস্ত্র। বিভিন্ন অস্ত্রের জন্য ডিফল্ট গুলির ধরণ ছাড়াও অনেক ধরণ রয়েছে। যা আপনার পছন্দ মতো সাজিয়ে নিতে পারবেন। যেমন ক্রসব্রউ এর প্রাইমারি গুলির ধরণ হচ্ছে মেটাল তীর। তবে এখানে আপনি ইলেট্রিক তীর, বোম তীর সহ অনেক ধরণের তীর ব্যবহার করতে পারবেন। গেমটিতে দুই ধরণের শত্রু পাবেন। একটি ধরণ আপনাকে মিলিটারীদের মতো দুর থেকে গুলি ছুড়বে এবং আরেকটি দল মিলি অস্ত্রের সাহায্যে আপনার সাথে ফাইট করবে মুখোমুখি। এছাড়াও রেসিং ইভেন্ট ও রয়েছে গেমটিতে। যেখানে সাধারণ রেসিং, চেকপয়েন্ট রেসিং এবং অস্ত্র রেসিং (ডেড ড্রাইভার এর মতো) রয়েছে। রেসিং এর প্রথম স্থান অর্জন করাতে আপনি বিভিন্ন অস্ত্র এবং স্কিল আপগ্রেড করতে পারবেন।
রেইজ গেমটি তে অল্প কিছু আর.পি.জি গেমিং উপাদান ও পাওয়া যায়। গেমটি সাইড মিশনও রয়েছে।
মাল্টিপ্লেয়ার:
রেইজ গেমটি তে দুই ধরণের মাল্টিপ্লেয়ার মোড রয়েছে।
১। রোড রেইজ: এখানে সর্বোচ্চ ৪ জন খেলতে পারবেন। গেমটি ফ্রি-ফর-অল গেমিং রুল অনুসরণ করবে। এখানে প্লেয়ারদের কাজ হল একটি এরিয়ার বিভিন্ন স্থান হতে পয়েন্ট সংগ্রহ করে এবং অন্যান্য প্লেয়ারদের কে মেরে তাদের পয়েন্ট কেড়ে নিয়ে গোল স্পট এ ১০ সেকেন্ড দাড়িঁয়ে থাকতে হবে।
২। লেজেন্ড অফ ওয়েস্টল্যাড: এখানে ২ জন মিলে কো-অপারেটিভ ভাবে স্টোরি মিশন বা ক্যাম্পেইন মিশন গুলো আপনি খেলতে পারবেন।
Overall Score: 88% | |
Aggregate scores | |
Aggregator | Score |
Review scores | |
Publication | Score |
B[54] | |
7/10[55] | |
9.5/10[56] | |
8/10[57] | |
35/40[58] | |
4/5[59] | |
9/10[60] | |
8/10[62] | |
9.0/10[64] | |
8.5/10[65] |
গেমটি রিলিজের প্রথম দিনেই ১১,৩২০ কপি প্লে-স্টেশন ৩ এর জন্য এবং ৭,৮০০ কপি এক্সবক্স ৩৬০ এর বিক্রি হয়।
ডাউনলোড:
DVD 1:
ftp://serv2.2fun.ge/games/Rage/Rage.CD1.rar
DVD 2:
ftp://serv2.2fun.ge/games/Rage/Rage.CD2.rar
DVD 3:
ftp://serv2.2fun.ge/games/Rage/Rage.CD3.rar
Missing Files:
ftp://serv2.2fun.ge/games/Rage/Missing%20Files.rar
Cr@ck:
ftp://serv2.2fun.ge/games/Rage/CRACK.rar
> গেমস জোন শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা হয়েছে। এর উপাদান সমূহের দ্বারা কেউ মনে কষ্ট কিংবা আঘাত পেলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানাচ্ছি।
> গেমস জোনে ব্যবহৃত বাংলা কভার, ওয়ালপেপারসমূহ সর্ম্পূণ ভাবে লেখকের নিজস্ব সৃস্টি। এর সাথে আসল গেমটির কোনো সর্ম্পক নেই
> গেমস জোন এর সাথে উক্ত গেমসগুলোর কোনো সরাসরি সম্পৃত্ত নেই এবং থাকবে না।
> গেমস জোন এর গেমসগুলোর রিলিজ তারিখ, নির্মাতা, প্রকাশক, মুক্তির তারিখ, সিস্টেম রিকোয়ারমেন্টস এবং চিটকোড তথ্য গুলো বিভিন্ন ওয়েবসাইট হতে সংগৃহকৃত। লেখক এখানে শুধুমাত্র বাংলায় লিখেছেন।
> ডাউনলোড লিংক এবং এর ফাইলসমূহ সর্ম্পূণ ভাবে অন্য সাইট হতে কপিকৃত। লেখকের সাথে ডাউনলোড লিংক এর কোনো সম্পৃত্ততা নেই।
> সর্বপরি গেমস জোন লেখক গেমওয়ালার ব্যক্তিগত কর্ম মাত্র। এর সাথে এই ব্লগের কোনো সর্ম্পক নেই এবং গেমস জোনের সকল তথ্য (ডাউনলোড লিংক ব্যাতিত) এর জন্য শুধুমাত্র লেখক গেমওয়ালা দায়ী থাকবে।
> গেমস জোন একটি সর্ম্পূণ ফ্রি গেমস রিভিউ এবং প্রিভিউ টিউন। তাই এর যেকোনো উপদান স্বাধীনভাবে “ব্যক্তিগত” উদ্দেশ্যে যে কেউ ব্যবহার করতে পারবে। তবে গেমস জোন কে “করপোরেট” ভাবে কখনোই ব্যবহার করা যাবে না।
> বর্তমানে গেমস জোন লেখক এর দ্বারা নিচের ব্লগ সমূহে টিউন করা হচ্ছে:
> অনলাইন ডিভিডি সার্ভিসটি অনলাইন ডিভিডি শপ “পপকর্ণ” এর দ্বারা পরিচালিত হচ্ছে এবং এই বিষয়ের কোনো প্রকারের দায়িত্ব গেমস জোন নিবে না।
> গেমস জোন সংক্রান্ত যেকোনো সমস্যা, পরামর্শ, অভিযোগ এবং অন্যান্য যে কোনো বিষয়ের জন্য গেমস জোন এর ফেসুবক পেইজ http://www.facebook.com/games.zone.bd তে যোগাযোগ করুন অথবা সরাসরি লেখক গেমওয়ালার সাথে যোগাযোগ করতে পারেন http://www.facebook.com/talented.fahad
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!