হাই! কেমন আছো তোমরা? টেকটিউনস এর সর্বপ্রথম ২০০ পর্বের চেইন টিউন হতে যাচ্ছে আমার গেমস জোন! গেমস জোন এর ২০০ পর্বের পূর্তি আগে ভাগেই শুরু করে দিলাম। গেমস জোনের বিগত যাবতীয় পর্ব একে একে ১০টি টিউনের মাধ্যমে আবারো রিভাইস দিবো। হয়তো বিগত পর্বগুলোতে রয়েছে অনেক ভুল, অনেক ডাউনলোড লিংক ডেডও হয়ে গিয়েছে। তাই এগুলো ঠিক করার জন্যই আগামী কয়েকটি পর্বকে আমি সাজিয়েছি গেমস জোনের “ফিরে দেখা” ট্রাডেজি নিয়ে। আসো আজকে চলে যাই গেমস জোনের ১ম পর্বে।
গেমস জোনের ১ম পর্বের টিউনের বিষয় ছিলো এটি। অনেক দিন ধরেই সুইফশেডার সফটওয়্যারটির লিংক ডেড হয়ে রয়েছে। আজ আবারো নতুন করে টিউন করছি সফটটি নিয়ে;
হ্যাঁ ঠিক শুনেছেন>>>>>>>
আমরা যারা গেমস খেলি তারা অনেকেই জানেন যে, যেকোন গেম আমাদের পিসিতে চালার পিছনে Direct X প্রযুক্তির Shader Model / Pixel Shader এর ভূমিকাটি মূখ্য থাকে। আমাদের দেশের পেন্টিয়াম ৪ এ সর্বোচ্চ Shader Model / Pixel Shader 2.0 পর্যন্ত সার্পোট করে থাকে। আর আপনি Shader Model / Pixel Shader 2.0 দিয়ে সর্বোচ্চ ২০০৫ সাল পর্যন্ত রিলিজ কৃত গেম সমূহ খেলতে পারবেন। কারণ ২০০৬ থেকে গেম সমুহে Shader Model / Pixel Shader 3.0 এর ব্যবহার শুরু হয়েছে। যার কারণে অনেক পিসিতেই NFS:Carbon, FIFA 09, Hitman Blood Money, THE GODFATHER 2, THE HOUSE OF THE DEAD 4, Delta Force Xtreme 2, Grand Theft Auto IV, WWE RAW VS SMACKDOWN 2010 ইত্যাদি গেমস সমূহ চলেই না।
এজন্য অনেকেই অনেক রকম কনসোল ব্যবহার করেন। Shader Model / Pixel Shader 3.0 এর কনসোল অবশেষে বাহির হয়েছে। যার নাম Switf Shader 3.0, যার সাহায্যে আপনি Shader Model / Pixel Shader 3.0 এর গেম সমূহ আপনার পিসিতে খেলতে পারবেন।
Download Link of “Switfshader 3.0”: (3.6 MB)
http://ankit123418.hpage.com/get_file.php?id=1167249&vnr=480036
অথবা,
http://forum.ucweb.com/forum.php?mod=attachment&aid=NjIyNzl8OThmMWViMGJ8MTM4OTY4NTk1N3wwfDIxMzgz
টরেন্ট:
http://www.thepiratebay.sx/torrent/7079614/
ফাইলটি ডাউনলোড করার পর, আপনার পিসিতে যে গেমটি/গেমস;সমূহ চলে না তার/তাদের ডাইরেক্টরিতে (যেখানে গেমটি ইনস্টল করেছেন) সেখানে আপনার পিসি যদি ৩২বিট এর হয় তবে x86 ফোল্ডার থেকে d3d9.dll ফাইলটি কপি করুন আর আপনার পিসি যদি ৬৪বিট এর হয় তবে x64ফোল্ডার থেকে d3d9.dll ফাইলটি কপি করুন । এবার গেমটি চালু করুন আর মজা দেখুন।
এরপরও যদি গেমটি না চলে অথবা স্লো চলে তবে নিচের পদ্ধতি অনুসরণ করুনঃ
গেমের ডাইরেক্টরিতে দেখবেন Swifshader.ini নামের একটি ফাইল আছে, ফাইলটি Notepad এর সাহায্যে ওপেন করুন।
এখানে [Capabilities] অপশনে আপনার পিসিতে Shader Model / Pixel Shader এর যেই ভার্সনটি সাপোর্ট করে সেটি লিখুন। এখন প্রশ্ন হল কিভাবে বুঝবেন যে আপনার পিসিতে শ্যাডার মডেলের কোন ভার্সনটি বর্তমান আছে>>>>>
তাহলে নিচের ডাউনলোড লিংক থেকে GPU-Z সফটওয়্যারটি ডাউনলোড করে নিন
GPU-Z Download Link:
http://www.techpowerup.com/downloads/SysInfo/GPU-Z/
এরপর জিপ ফাইলটি আনজিপ করে GPU-Z আইকনে ডাবল ক্লিক করে এ্যাপ্লিকেশনটি ওপেন করুন। এখানে দেখুন Graphics Card ডায়ালগ বক্সে Direct X Support অপশনে বর্তমান ডাইরেক্ট এক্স এবং শেডার মডেলের ভার্সনটি দেওয়া আছে।
এখানে DirectX Support: 9.0/ SM2.0 এর অর্থ হল আমার পিসিতে ডাইরেক্স এক্স এর ৯ তম ভার্সন এবং শেডার মডেল এর ২ তম ভার্সন বিদ্যমান।
এখন Swifshader.ini ফাইলের [Capabilities] অপশনে লিখুনঃ
[Capabilities]
PixelShaderVersion=20
VertexShaderVersion=20
TextureMemory=256
Identifier=0
এখানে আপনার পিসিতে শেডার মডেল যদি ১.৫ সাপোর্ট করে তবে লিখুনঃ
[Capabilities]
PixelShaderVersion=15
VertexShaderVersion=15
TextureMemory=256
Identifier=0
এখানে আপনার পিসিতে শেডার মডেল যদি ১ সাপোর্ট করে তবে লিখুনঃ
[Capabilities]
PixelShaderVersion=10
VertexShaderVersion=10
TextureMemory=256
Identifier=0
এখানে TextureMemory অপশনে আপনার গেমটি চালাতে যেটুকু মেমরির দরকার হয় সেটি লিখুন (যা আপনি গেমের সিডিতে কনফিগারেশন এ জানতে পারবেন)। ধরুন আপনি NFS: THE RUN গেমটি খেলতে চান তবে TextureMemory অপশনে লিখুন ২০৪৮ । কারণ গেমটি চালাতে ২জিবি মেমোরির প্রয়োজন হয়।
[Capabilities]
PixelShaderVersion=20
VertexShaderVersion=20
TextureMemory=2048
Identifier=0
[Caches] অপশনটি পরিবর্তন না করাই ভাল।
[Quality] অপশন এ গেমটির সর্বোচ্চ পারফরমেন্স পাওয়ার জন্য সবগুলো লাইনের = চিহ্নের পর ০ দিয়ে রাখুনঃ
[Quality]
TextureSampleQuality=0
MipmapQuality=0
PerspectiveCorrection=0
TranscendentalPrecision=0
TransparencyAntialiasing=0
[Processor] অপশন এ গেমটির সর্বোচ্চ পারফরমেন্স পাওয়ার জন্য সবগুলো লাইনের = চিহ্নের পর ০ দিয়ে রাখুনঃ
[Processor]
ThreadCount=0
EnableSSE3=0
EnableSSSE3=0
EnableSSE4_1=0
[Optimization] অপশনটি পরিবর্তন না করাই ভাল।
[Testing] অপশন এ Shadow Mapping=3 অপশনে ০ লিখুন যদি গেমে কোন ছায়া না চান। অনেক পিসিতে শুধুমাত্র ছায়ার কারণে অনেক গেমস স্লো চলে।
এরপর ফাইলটি সেভ করে বেরিয়ে আসুন। এরপর গেমটি ওপেন করুন। গেমটির স্পিড অনেকাংশে বেড়ে যাবে।
আপডেটঃ আপনি যদি উপরের কনফিগ করারে জামেলা মনে করেন তাহলে আগে থেকেই কনফিগ করা একটি ফাইল ডাউনলোড করে ব্যবহার করতে পারেন:
hotfile(.)com/dl/120772641/5bb089d/SwiftShader.ini.html
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!
শেষ লিঙ্ক টা কাজ করে না।
বলে hotfile.com কপিরাইট ল vaiolate করসে দেখে permanently Shut down হয়ে গেছে।
যাই হোক, সুন্দর টিউন।