প্রথমেই সবাইকে একটি সুখবর দিয়ে আজকের টিউন শুরু করছি 😀 । যদিও ইতিমধ্যে অনেকেই জেনে গেছেন । তারপরও যারা জানেন না তাদেরকে জানানোর জন্যই বলছি , জিটিএ ফাইভের পিসি ভার্সন এই বছরের মার্চের ১২ তারিখে বের হচ্ছে 😎 ।
আজকে যে গেমসটির কথা বলতে যাচ্ছি আমার মতে সেটি মূলত অ্যাকশন অ্যাডভেঞ্চার এবং ওপেন ওয়ার্ল্ড গেমস । যদিও ডেভেলপাররা দাবি করছে গেমসটি থার্ড পারসন , অ্যাকশান অ্যাডভেঞ্চার , ওপেন ওয়ার্ল্ড ছাড়াও অনুসন্ধান এবং যানবাহন সংঘর্ষপূর্ণ । তাই গেমসটি কি ধরনের বলতে গেলে একটি বড় সংজ্ঞা রচনা করতে হবে বলে আমার মনে হচ্ছে । যাইহোক , মোট কথা গেমসটি অ্যাকশন অ্যাডভেঞ্চার , ওপেন ওয়ার্ল্ড , অনুসন্ধানী এবং যানবাহন সংঘর্ষপূর্ণ একটি গেমস ।
গেমসটির গেমপ্লে ট্রেইলার দেখে আমি তো পাগল হয়ে গেছি !! । এখন গেমসটি রিলিজ পাওয়ার অপেক্ষায় আছি । ট্রেইলার ভিডিওটি দেখলে আপানারও ভালো লাগবে । তাই পোস্টের মাঝে ভিডিওটি অ্যাড করে দিলাম ।
এখন গেমসটির প্লাটফর্ম সম্পর্কিত কথায় আসি । আপনারা কি মনে করছেন অন্য গেমসের মতো এই গেমসটিরো পিসি ভার্সন নেই ? না ,তা একদমই নয় । গেমসটির পিসি ভার্সন বের হবে । তাই তো অনেক আনন্দ নিয়ে আবার লিখতে বসলাম । শুধু পিসির জন্য নয় গেমসটি প্লেস্টেশন থ্রি , প্লেস্টেশন ফোর এবং এক্সবক্স ৩৬০ ও এক্সবক্স ওয়ানের জন্যও রিলিজ পাবে । তবে কবে নাগাদ গেমসটি গেমারদের হাতে আসবে সেটি নিশ্চিত করতে পারেনি ওয়ার্নার ব্রোস ইন্টারঅ্যাক্টিভ ইন্টারটেইনমেন্ট । কিন্তু ২০১৪ এর শেষ দিকে বা মাঝে আসতে পারে বলে ধারনা করা হচ্ছে । ও আরেকটি কথা বলতে ভুলে গেছি , গেমসটি নির্মাণ করছে Avalanche Studios এবং প্রকাশ করবে ওয়ার্নার ব্রোস ইন্টারঅ্যাক্টিভ ইন্টারটেইনমেন্ট
হ্যাঁ , এরকম প্রশ্ন অনেকের থাকতে পারে । তাই প্রথমেই ম্যাড ম্যাক্স সম্পর্কে অল্প ধারনা দেওয়া প্রয়োজন ।
ম্যাড ম্যাক্স মূলত একটি মুভি । এটি একটি জনপ্রিয় অস্ট্রেলিয়ান অ্যাকশন মুভি । ম্যাড ম্যাক্স এর প্রথম মুভিটি ১৯৭৯ এ বের হয় । ১৯৮৫ সালের পর এই মুভির কোন পার্ট বানানো হয়নি । তবে এই সিরিজের নতুন মুভি বানানো হচ্ছে , যেটি ১৫ মে ২০১৫ তে বের হবে । যেহেতু আজকে কোন মুভির প্রিভিউ লিখতে বসি নাই তাই ওই দিকে আর গেলাম না ।
তবে এই গেমসটিই যে ম্যাড ম্যাক্স সিরিজের প্রথম গেমস তা নয় , ম্যাড ম্যাক্স সিরিজের প্রথম গেমস ১৯৯০ সালে বের হয় । যেটি ম্যাড ম্যাক্স টু মুভির উপর ভিত্তি করে বানানো হয়েছিলো । তবে গেমসটি তেমন বাজার মাত করতে পারেনি । তবে মনে হয় ম্যাড ম্যাক্সের জন্য একটি সুন্দর সময় আবার ফিরে আসছে ।
গেমসটির গেমপ্লে সম্পর্কে বলার আগেই বলতে চাই যে গেমসটি Avalanche স্টুডিও বানাচ্ছে । Avalanche স্টুডিও নামটা পরিচিত লাগছে ? হ্যাঁ , লাগবেই তো কারন আমাদের প্রিয় জাস্ট কজ সিরিজ তারাই বানিয়েছে । জাস্ট কজ একটি জনপ্রিয় গেমস মনে হয় তা নিয়মিত গেমারদের আর বলা লাগবে না । যারা জাস্ট কস খেলেছেন তারা এতোক্ষণে বুঝেই গেছেন যে একটি ভালো গেমস আপনাদের কাছে আসার অপেক্ষা করছে ।
ডেভেলপাররা জানিয়েছে , গেমসটির প্রধান চরিত্র ম্যাক্সের সাথে মুভির ম্যাক্সের চেহারার মিল নেই । ফলে সম্পূর্ণ ব্যাতিক্রম এবং আধুনিক ম্যাক্সকে পাবে গেমাররা ।
গেমসের মূল আকর্ষণ হলো ম্যাক্সের গাড়ি । গেমাররা নিজের মতো করে তাদের গাড়ি সাজাতে বা ডিজাইন করতে পারবে এবং গাড়ির উন্নয়ন করতে পারবে । যেহেতু ম্যাক্সকে টপ ডগের লোকজনদের সাথে মারামারি করতে হবে , তাই গেমারকে তার নিজের গাড়িকে যথেষ্ট শক্তিশালী করে তুলতে হবে । গাড়ির মধ্যে অস্ত্র সংযুক্ত থাকবে । তাই গেমসে গাড়ির অংশের দিকে ভালো নজর রাখেছে ডেভেলপাররা । গেমসে ম্যাক্স মানে গেমারকে গাড়ি দিয়ে মারামারি করতে হবে । শুধু তাই নয় গেমারকে গোলাগুলি করে শত্রুর গাড়িকে ধ্বংস করতে হবে ।
গেমসটি ওপেন ওয়ার্ল্ড , তাই গেমাররা তার নিজের মতো অনেক জায়গায় ঘুরে বেড়াতে পারবে । স্টোরিলাইন আশির দশকের হলেও গেমাররা সুন্দর গ্রাফিক্স উপভোগ করতে পারবে , কারন গেমসটিতে নির্মাণে ফিজিক্স ইঞ্জিন ব্যবহার করা হয়েছে ।
গাড়ির দ্বারা যুদ্ধ করতে গেমাররা অনেক মজা পাবে বলে আমার মনে হয় । কারন ম্যাক্স তার হারপুন-গান দিয়ে সুন্দর টার্গেট করতে পারবে । ফলে শত্রুর গাড়ি ক্রাশ খাবে । এছাড়াও ফুয়েল ট্যাঙ্কে মেরে গাড়ি ধ্বংস করতে পারবে । গাড়ি থেকে নিজের বুদ্ধি এবং কৌশল দ্বারা শত্রুর গাড়িকে নষ্ট করতে পারবে ম্যাক্স বা গেমাররা ।
এছাড়াও সাধারন মারপিটে অংশগ্রহন করতে হবে গেমারকে । যেমন : পিস্তল , শটগান ব্যাবহার করে শ্ত্রুকে আক্রমন । ছুরি এবং অন্যান্য সাধারন সরঞ্জাম ব্যবহার করে মারামারি করতে হবে । আরেকটি কথা , তা হলো গেমসটি থার্ড পারসন । এছাড়াও কিছু গোয়েন্দার কাজ করতে হবে ।
ম্যাক্সের প্রিয় গাড়ি ভি-এইট ইন্টারসেপ্টার চুরি হওয়া মধ্য দিয়ে গেমসটির ঘটনা শুরু হবে । ভি-এইট ইন্টারসেপ্টার গাড়িটি ম্যাক্সের প্রানের মতো প্রিয় , তাই সে তার গাড়ি ফিরিয়ে আনার জন্য কাজে লেগে পরে । ফিরিয়ে আনার জন্য ম্যাক্সের একটি নতুন গাড়ির প্রয়োজন পড়লো । তাই ম্যাক্স চামবাকেট নামক একটি টিমের প্রধানের সাথে দেখা করলো । তাদের টিমে ম্যাক্স যোগদান করে । লিডার তাকে মেগনাম নামক একটি গাড়ি দেয় । যা দিয়ে সে তার নিজের গাড়ি ফিরিয়ে আনতে বের হয়ে পড়ে ।
মেগনাম নামক গাড়ি পাওয়ার পরই ম্যাক্স গ্যাসটাউন নামক একটি জায়গায় যাবে , যাওয়ার পথে ম্যাক্স দ্যা জো সাথে সংঘর্ষে জড়াবে । জো কে মারার মাধ্যমে ম্যাক্স ট্যালন নামক একটি অস্ত্র পাবে । এবং টপ ডগ সাথে শত্রুতা শুরু হবে । তারপর পথে ম্যাক্সকে অনেকের সাথে যুদ্ধ করতে হবে । অস্ট্রেলিয়ার আউটব্যাক নামক জায়গায় সে অনেকের সাথে যুদ্ধ এবং সংঘর্ষ করবে , শুধু শত্রু নয় সে তার বন্ধুদের সাথেও সংঘর্ষে জড়াবে ।
অবশেষে সে এমন এক জায়গায় এসে পোঁছাবে , যেখানে সে পেতে পারে তার কাঙ্খিত জিনিস !
আমি নভোজিত দাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 61 টি টিউন ও 156 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি Novojit das dipta । টেকটিউনে dj ndd forever নামে পরিচিত । গেমস ওয়ার্ল্ড নামে চেইন টিউন করছি । যা গেমস সম্পর্কিত । আমাকে ফেসবুকে পাবেন এই লিংকে https://www.facebook.com/novojitdas.dipta । গেমস ওয়ার্ল্ডের সাথে সব সময় থাকতে যোগদান করুন ঃ https://www.facebook.com/groups/gamesworldfans/ আর https://www.facebook.com/games.world.bangladesh
Upcoming PC version GTA V এর জন্য PC system requirments কি হতে হবে সেটি জানতে চাচ্ছি।
জানালে উপকৃত হব।