চীন! বিশ্বের এক কোণার একটি জনবহুল দেশ! চীনদের যাবতীয় ভৌতিক বিষয়য়াবলি খুবই চমৎকার হয়। যেমন চীনের ভৌতিক মুভি, নাটক ইত্যাদি। যেমন The Ring, The Eye, The Gauge ইত্যাদি মুভি। অপরদিকে গেমসের জগতে চীনের ভৌতিক গেমস যেমন Resident Evil আর আজকের গেমস অন্যতম। তাই আজকের গেমস জোনের নিয়ে এসেছি একটি ভৌতিক গেম। আজকের গেম এ্যামনেশিয়া দ্যা ডার্ক ডিসেন্ট।
এ্যামনেশিয়া: দ্যা ডার্ক ডিসেন্ট একটি সুরভাইবাল হরর ভিডিও গেম নির্মাণ করেছে ফ্রিকশনাল গেমস এবং প্রকাশ করেছে টিএইচকিউ। গেমটি একটি চাইনিজ নির্মাতাদের তৈরি গেম যা মাইক্রোসফট উইন্ডোজ, ম্যাক ওএস এক্স এবং লিনাক্স এর জন্য মুক্তি পেয়েছে ২০১০ সালের শুরুর দিকে।
গেমটি সুরভাইবাল হরর এর সাথে প্রচুর পরিমাণে পাজল উপাদানও রয়েছে। গেমটি ড্যানিয়েল নামের প্লেয়ার চরিত্রকে ফিচার করে যেখানে সে একটি নিষিদ্ধ এবং পরিত্যাক্ত একটি রাজপ্রাসাদের উন্মোচনে যায়। সেখানে তাকে মুখোমুখি হতে হয় বিভিন্ন দৈত্যদের এবং বিভিন্ন পাজলের সমাধানও করতে হয়।
নির্মাতাঃ
ফ্রিকশনাল গেমস
প্রকাশকঃ
টিএইচকিউ
সিরিজ:
এ্যামনেশিয়া
ইঞ্জিণঃ
HPL Engine 2
খেলা যাবেঃ
পিসিতে
মুক্তি পেয়েছেঃ
২০১০-২০১১ সালের বিভিন্ন সময়ে
ধরণঃ
সুরভাইবাল হরর,
পাজল,
ফার্স্ট পারসন
খেলার ধরণঃ
সিঙ্গেল প্লেয়ার
সিস্টেম রিকোয়ামেন্টসঃ
ডুয়াল কোর প্রসেসর,
২ গিগাবাইট র্যাম.
জির্ফোস ৯৪০০ জিটি অথবা রাডিয়ন এইচডি ৫৪৫০ গ্রাফিক্স কার্ড,
৩ গিগাবাইট ফ্রি হার্ডডিক্স স্পেস,
উইন্ডোজ এক্সপি (সার্ভিস প্যাক ৩) অপারেটিং সিস্টেম,
ডাইরেক্ট এক্স ৯ সাথে শেডার মডেল ৩.০
নির্মাতাদের আগের গেমসগুলোর মতোই এ্যামনেশিয়া: দ্যা ডার্ক ডিসেন্ট একটি ফার্স্ট পারসন ফিচারের হরর গেম। গেমটিতে প্রচুর পরিমাণে ফিজিক্স-বেইসড পাজল রয়েছে যেমন লক করা দরজা খোলা, মেশিন ঠিক করা ইত্যাদি। গেমটিতে ড্যানিয়েল এর Sanity কে তোমার অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এটি অনেকটি “ভয়” মিটারের মতো। বেশিক্ষণ অন্ধকারে থাকলে, কিংবা দৈত্যদের সামনে বেশিক্ষণ থাকলে ড্যানিয়েল এর Sanity আস্তে আস্তে কমতে থাকে এবং ড্যানিয়েলের স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। আর একই সাথে Sanity যতই কমবে ড্যানিয়েলে হ্যালুসিনেশন ততই বাড়বে। যা তুমি কখনোই বাড়াতে চাইবে না!
Sanity বাড়ানো সহজ উপায় হচ্ছে আলো। ড্যানিয়েল তার সাথে সবসময় একটি হারিকেন টাইপের ল্যাম্ব সাথে রাখে তবে এটির কেরোসিন ফুরিয়ে গেলে তা আবারো রিফিল করতে হয়। এছাড়াও আলো অন্যান্য উৎস যেমন মোমবাতি ইত্যাদি জ্বালিয়েও ড্যানিয়েল তার Sanity বাড়াতে পারবে। তাছাড়াও যেকেনো মিশন কমপ্লিট করেও Sanity পুরোদমে বাড়ানো যায়।
গেমটি অনেকটা আউটলাস্ট গেমটির মতো। যেমন গেমটিতে ড্যানিয়েলকে কোনো প্রকারের অস্ত্র ব্যবহার করে না। দৈত্যের মুখোমুখি হলে ড্যানিয়েলকে অবশ্যই তার দৃষ্টির সীমানা থেকে পালাতে হবে। দৈত্যের হাটাচলার স্পিড খুবই বেশি এবং এরা খুবই শক্তিশালী জীব!
সংক্ষিপ্ত কাহিনীচক্রঃ
১৮৩৯ সালের আগস্ট মাস। লন্ডনের যবুক ড্যানিয়েল এর জ্ঞান ফিরে Prussian Brennenburg Castle তে। সে এ্যামনেশিয়া রোগে ভুগছে। এটি এমন একটি রোগ যেখানে রোগী তার জীবনের প্রায় ৯৫% মেমোরী ভূলে যায়। ঠিক এমনি ভাবে, ড্যানিয়েলের মনে আছে শুধু একুটুই যে, তার নাম ড্যানিয়েল, সে মেইফেয়ারে বসবাস করে এবং কোনো কিছু থাকে ধাওয়া করে আসছে।
জ্ঞান ফিরার কিছুক্ষণ পর সে তার নিজের লেখা একটি নোট খুঁজে পায়। সেখানে লেখা রয়েছে যে, সে নিজেই তার মেমোরী ক্লিন করে নিয়েছে এবং তাকে রাজপ্রাসাধের ভিতরের ব্যারোন “এলেক্সজেন্ডারকে” হত্যা করতে হবে।
সে বেরিয়ে পড়ে সেই ভৌতিক রাজপ্রাসাদে। রাজপ্রাসদের ডিসকোভারি করতে করতে সে পদে পদে তার নিজের লেখা নোটসমূহ খুঁজে পায় এবং প্রতিবার অতীতের ভিশন দেখতে পায়।
কিছুক্ষণের মধ্যেই সে বুঝতে পারে যে প্রাসাদে সে শুরু একা নেই। তার সাথে রয়েছে অলৌকিক দৈত্য যারা মানুষের গন্ধ বুঁঝতে পারে। আর সেখানে তার প্রতিরোধের একমাত্র উপায় হচ্ছে পালিয়ে থাকা!
গেমটির এক পর্যায়ে ড্যানিয়েলের অতীতের কিছু কথা মনে পড়ে। সে একসময় একটি প্রত্নতাত্তিক উন্মোচন দলের সদস্য ছিল। তারা আফ্রিকার একটি টম্ব “The Tomb of Tin Hinan” এর খোঁজ করছিল। সেখানে তারা একটি orb খুঁজে পায় এবং তা নিয়ে তারা ইংল্যান্ডে ফিরে আসে। কিছুদিনের মধ্যেই দলের অন্যান্য সদস্যদের ভয়াভয় উপায়ে খুন হয়। এরই মধ্যে ড্যানিয়েলের কাছে একটি রহস্যজনক চিঠি আসে । Prussiab Baron এলেক্সজেন্ডার তাকে চিঠিটি পাঠিয়েছিল। চিঠিতে এলেক্সজেন্ডার উল্লেখ করে যে ড্যানিয়েলের পূর্ণ প্রটেক্টশন সে দিতে পারবে “যদি” সে তার প্রাসাদে অবস্থান করে। ড্যানিয়েলের আর অন্য কোনো উপায় নেই বাঁচতে হলে তাকে অবশ্যই ওই প্রসাদে যেতেই হবে।
প্রসাদের আথিতেয়তায় ড্যানিয়েল খুবই সন্তুষ্ট হয়। কিন্তু ওদিকে ড্যানিয়েলের কাছে থাকা orb টি নিয়ে যায় এলেক্সজেন্ডার এবং কালো যাদু বিদ্যার সাহায্যে ওইসব ভয়ংকর দৈত্যদের নিয়ে আসে প্রাসাদে। শুরু হয় ড্যানিয়েলের ভয়ংকর যাত্রা।
ডাউনলোডঃ
ftp://serv2.2fun.ge/games/Amnesia%20The%20Dark%20Descent/Amnesia%20The%20Dark%20Descent.rar
অথবা, ঘরে বসেই গেমটি সুলভ মুল্যে পেতে চলে আসো গেমস জোনের অনলাইন ডিভিডি শপে: http://www.facebook.com/games.zone.bd
> গেমস জোন শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা হয়েছে। এর উপাদান সমূহের দ্বারা কেউ মনে কষ্ট কিংবা আঘাত পেলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানাচ্ছি।
> গেমস জোনে ব্যবহৃত বাংলা কভার, ওয়ালপেপারসমূহ সর্ম্পূণ ভাবে লেখকের নিজস্ব সৃস্টি। এর সাথে আসল গেমটির কোনো সর্ম্পক নেই
> গেমস জোন এর সাথে উক্ত গেমসগুলোর কোনো সরাসরি সম্পৃত্ত নেই এবং থাকবে না।
> গেমস জোন এর গেমসগুলোর রিলিজ তারিখ, নির্মাতা, প্রকাশক, মুক্তির তারিখ, সিস্টেম রিকোয়ারমেন্টস এবং চিটকোড তথ্য গুলো বিভিন্ন ওয়েবসাইট হতে সংগৃহকৃত। লেখক এখানে শুধুমাত্র বাংলায় লিখেছেন।
> ডাউনলোড লিংক এবং এর ফাইলসমূহ সর্ম্পূণ ভাবে অন্য সাইট হতে কপিকৃত। লেখকের সাথে ডাউনলোড লিংক এর কোনো সম্পৃত্ততা নেই।
> সর্বপরি গেমস জোন লেখক গেমওয়ালার ব্যক্তিগত কর্ম মাত্র। এর সাথে এই ব্লগের কোনো সর্ম্পক নেই এবং গেমস জোনের সকল তথ্য (ডাউনলোড লিংক ব্যাতিত) এর জন্য শুধুমাত্র লেখক গেমওয়ালা দায়ী থাকবে।
> গেমস জোন একটি সর্ম্পূণ ফ্রি গেমস রিভিউ এবং প্রিভিউ টিউন। তাই এর যেকোনো উপদান স্বাধীনভাবে “ব্যক্তিগত” উদ্দেশ্যে যে কেউ ব্যবহার করতে পারবে। তবে গেমস জোন কে “করপোরেট” ভাবে কখনোই ব্যবহার করা যাবে না।
> বর্তমানে গেমস জোন লেখক এর দ্বারা নিচের ব্লগ সমূহে টিউন করা হচ্ছে:
> অনলাইন ডিভিডি সার্ভিসটি অনলাইন ডিভিডি শপ “পপকর্ণ” এর দ্বারা পরিচালিত হচ্ছে এবং এই বিষয়ের কোনো প্রকারের দায়িত্ব গেমস জোন নিবে না।
> গেমস জোন সংক্রান্ত যেকোনো সমস্যা, পরামর্শ, অভিযোগ এবং অন্যান্য যে কোনো বিষয়ের জন্য গেমস জোন এর ফেসুবক পেইজ http://www.facebook.com/games.zone.bd তে যোগাযোগ করুন অথবা সরাসরি লেখক গেমওয়ালার সাথে যোগাযোগ করতে পারেন http://www.facebook.com/talented.fahad
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!