বর্তমান জেনারেশনের হার্ডওয়্যার এবং পরবর্তী প্রজন্মের হার্ডওয়্যারের গেমসের মধ্যে পার্থক্য খুঁজতে চাও? তাহলে আজকের গেমটি তোমার জন্য!
মাইক্রোসফট এর গেমস মানেই ব্যতিক্রম গেমস! সেখানে অবশ্যই থাকবে প্রযুক্তিগত চমক। যেমনটি আমরা HALO, GEARS OF WAR ইত্যাদি গেমসমূহে দেখেছি। আজকের গেমস জোনে নিয়ে এসেছে ফোর্জা মটরস্পোর্ট এর নতুন ৫ম সংস্করণটি নিয়ে।
ফোর্জা মটরস্পোর্ট ৫ একটি রেসিং ভিডিও গেম নির্মাণ করেছে Turn 10 Studios এবং প্রকাশ করেছে মাইক্রোসফট স্টুডিও। গেমটি মাইক্রোসফটের গেমস কনসোল এক্সবক্স ওয়ানের একটি এক্সকুসিভ গেম। গেমটি নভেম্বর ২২, ২০১৩ সালে মুক্তি পায়। গেমটি এনাউন্স করা হয় মে ২১, ২০১৩ সালের এক্সবক্স ওয়ানের এনাউন্সমেন্টের সাথে।
নির্মাতাঃ
টার্ন ১০ স্টুডিওস
প্রকাশকঃ
মাইক্রোসফট স্টুডিওস
সিরিজঃ
ফোর্জা মটরস্পোর্ট
খেলা যাবেঃ
শুধুমাত্র এক্সবক্স ওয়ান গেমিং কনসোলে
ধরণঃ
রেসিং সিমুলেটর
খেলার ধরণঃ
সিঙ্গেল-প্লেয়ার, স্পিলিট স্ক্রিণ, অনলাইন মাল্টিপ্লেয়ার
টেইলার ভিডিওঃ
http://www.youtube.com/watch?v=UQl5sXaLKIE
গেমটিতে প্রাথমিক রয়েছে ৫০টি কোম্পানির ২০০টি গাড়ি। রয়েছে ১৪টি ভিন্ন ভিন্ন রাস্তা। উল্লেখ্য যে, ফোর্জা মটরস্পোর্ট ৪ গেমটি ৮০টি কোম্পানির ৫০০টি গাড়ি এবং ২৭টি ভিন্ন ভিন্ন রাস্তা ফিচার করেছিল।
DLC এর মাধ্যমে প্রতি মাসে ১০টি করে গাড়ি ডাউনলোড করা যাবে প্রথম ১২ মাসে। তার গেমটিতে গাড়ি রয়েছে ৩২০টি।
ফোর্জা মটরস্পোর্ট ৪ এর তুলনায় কম সংখ্যক গাড়ি এবং রাস্তা থাকলেও মাইক্রোসফট এর নতুন গেমিং কনসোল এক্সবক্স ওয়ানের জন্য গেমটিতে থাকছে গ্রাফিক্স এর চমক।
এক্সবক্স ওয়ানের জন্য রেসিং গেম এর উপযুক্ত টাইটেল হচ্ছে ফোর্জা মটরস্পোর্ট ৫। প্লে-স্টেশন ৪ এর সাথে টেক্কা দিতে ফোর্জা মটরস্পোর্ট ৫ গেমটিই যথেষ্ট। এখানে মাইক্রোসফট এর ক্লাউড টেকনোলজির চমৎকার ব্যবহার রয়েছে।
ফোর্জা মটরস্পোর্ট ৫ গেমটি ১০৮০পি রেজুলেশনে ৬০FPS গতিতে চলবে। যা সিরিজের প্রথম গেম যেখানে ১০৮০পি রেজুলেশন ফিচার করা হয়েছে। মাইক্রোসফট এর ক্লাউড টেকনোলজির জন্যই এত উচ্চ রেজুলেশনেও ৬০FPS দিতে সক্ষম হবে গেমটি। ওদিকে গেমটির গ্রাফিক্স মারাত্বক! বিশেষ করে গাড়ির ভিতরের ক্যামেরা ভিউটি!
গেমটির বেষ্ট এবং ইউনিক ফিচার হচ্ছে ড্রাইভাটার (Drivatar). আমি সিওর এর ফিচারটি ভবিষ্যৎ এর যাবতীয় রেসিং গেমস অবশ্যই কপি করবে! লুল
গেমটিতে তোমার প্লেয়ার চরিত্রে রয়েছে ডাইনামিক লাইফ টাইম। প্রতি ৩০ ঘন্টায় এক বছর হিসেবে তোমার প্লেয়ার ক্যারেক্টারের বয়স বাড়বে। অসাম একটি ফিচার!
গেমটির একটি দুর্বল জিনিষ হচ্ছে এর গাড়ি এবং রাস্তা সল্পতা! ২০০ গাড়ি থাকা সত্বেও সল্প!! বলে কি! আসলে সিরিজের আগের গেম ফোর্জা মটরস্পোর্ট ৪ তে প্রায় ৫০০টি গাড়ির সমাহার ছিলো।
গেমটির গাড়ি ড্যামেজ ফিচার অনেকটা গ্রিড ২ গেমটির মতো। তবে অবশ্যই আরো গ্রাফিক্যালি উন্নত।
আর হ্যান্ডেলিং এর কথা কি বলবো! গেমটি গাড়ি হ্যান্ডেলিং এ দুটি অপশন পাওয়া যাবে। একটি হচ্ছে ড্রাইভার অপর হচ্ছে কিড (Kid)। ড্রাইভার হচ্ছে রিয়েল গাড়ি চালানো মজা মানে অনেক কঠিন। ড্রাইভার মোডে অটো গিয়ার থাকছে না। আর কিড হচ্ছে অন্যান্য রেসিং গেমস এর মতোই সহজ হ্যান্ডেলিং এর।
অবশেষে বলতে চাই, গেমটি এর গ্রাফিক্স এর জন্য জনপ্রিয় ! আর গেমটিতে McLaren কোম্পানি নতুন সুপারকার P1 ফিচার করা হয়েছে। McLaren P1 VS McLaren F1 এর রেস দেখতে চাও! এখনি বসে পড়ো ফোর্জা মটরস্পোর্ট ৫ গেমটি নিয়ে।
অথবা, গেমটি ঘরে বসেই সুলভ মুল্যে পেতে চাইলে চলে আসো “গেমস জোন” এর অনলাইন ডিভিডি শপে: http://www.facebook.com/games.zone.bd
> গেমস জোন শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা হয়েছে। এর উপাদান সমূহের দ্বারা কেউ মনে কষ্ট কিংবা আঘাত পেলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানাচ্ছি।
> গেমস জোনে ব্যবহৃত বাংলা কভার, ওয়ালপেপারসমূহ সর্ম্পূণ ভাবে লেখকের নিজস্ব সৃস্টি। এর সাথে আসল গেমটির কোনো সর্ম্পক নেই
> গেমস জোন এর সাথে উক্ত গেমসগুলোর কোনো সরাসরি সম্পৃত্ত নেই এবং থাকবে না।
> গেমস জোন এর গেমসগুলোর রিলিজ তারিখ, নির্মাতা, প্রকাশক, মুক্তির তারিখ, সিস্টেম রিকোয়ারমেন্টস এবং চিটকোড তথ্য গুলো বিভিন্ন ওয়েবসাইট হতে সংগৃহকৃত। লেখক এখানে শুধুমাত্র বাংলায় লিখেছেন।
> ডাউনলোড লিংক এবং এর ফাইলসমূহ সর্ম্পূণ ভাবে অন্য সাইট হতে কপিকৃত। লেখকের সাথে ডাউনলোড লিংক এর কোনো সম্পৃত্ততা নেই।
> সর্বপরি গেমস জোন লেখক গেমওয়ালার ব্যক্তিগত কর্ম মাত্র। এর সাথে এই ব্লগের কোনো সর্ম্পক নেই এবং গেমস জোনের সকল তথ্য (ডাউনলোড লিংক ব্যাতিত) এর জন্য শুধুমাত্র লেখক গেমওয়ালা দায়ী থাকবে।
> গেমস জোন একটি সর্ম্পূণ ফ্রি গেমস রিভিউ এবং প্রিভিউ টিউন। তাই এর যেকোনো উপদান স্বাধীনভাবে “ব্যক্তিগত” উদ্দেশ্যে যে কেউ ব্যবহার করতে পারবে। তবে গেমস জোন কে “করপোরেট” ভাবে কখনোই ব্যবহার করা যাবে না।
> বর্তমানে গেমস জোন লেখক এর দ্বারা নিচের ব্লগ সমূহে টিউন করা হচ্ছে:
> অনলাইন ডিভিডি সার্ভিসটি অনলাইন ডিভিডি শপ “পপকর্ণ” এর দ্বারা পরিচালিত হচ্ছে এবং এই বিষয়ের কোনো প্রকারের দায়িত্ব গেমস জোন নিবে না।
> গেমস জোন সংক্রান্ত যেকোনো সমস্যা, পরামর্শ, অভিযোগ এবং অন্যান্য যে কোনো বিষয়ের জন্য গেমস জোন এর ফেসুবক পেইজ http://www.facebook.com/games.zone.bd তে যোগাযোগ করুন অথবা সরাসরি লেখক গেমওয়ালার সাথে যোগাযোগ করতে পারেন http://www.facebook.com/games.zone.bd
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!