গেমস ওয়ার্ল্ড [পর্ব-৩০] :: বিভিন্ন মাল্টিপ্লেয়ার অনলাইন গেমসের ওয়েবসাইট হ্যাক করলো DERP !

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গেমস ওয়ার্ল্ড

কিছুদিন আগেই হঠাৎ DDoS অ্যাটাকের মাধ্যমে বিখ্যাত বিভিন্ন ওয়েবসাইট এবং তাদের সংশ্লিষ্ঠ সার্ভার হ্যাক করলো নতুন প্রভাবশালী হ্যাকার টিম DERP । 

তারা ইতিমধ্যে বিখ্যাত মাল্টিপ্লেয়ার অনলাইন গেমসের ওয়েবসাইট লিগ অফ লেজেন্ড হ্যাক করে তাদের সাফল্য এবং প্রভাব দুইটিই দেখিয়েছে । শুধু তাই নয় মজাদার অনলাইন গেমস ডোটা টু ,  জনপ্রিয় গেমস প্রকাশক কোম্পানি ইলেকট্রনিকস আর্টস , ক্লাব পেঙ্গুইন এবং ব্যাটেল ডট নেট তারা হ্যাক করেছে ।

তারা তাদের কার্যক্রমের নতুন তথ্য তাদের টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে জানাচ্ছে । তাদের টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে বুঝা যাচ্ছে যে , তাদের দলের প্রধানের নাম
PhantomL0rd ।  ৩১ ডিসেম্বর আমেরিকার সময় ৩টা  ১২ মিনিটে ফ্যান্টম লর্ড ডোটা টু  হ্যাকের কথা নিশ্চিত করে । এর আগে তারা লিগ অফ লেজেন্ড  এবং ব্যাটেল ডট নেট হ্যাকের সিদ্ধান্ত প্রকাশ করে ।  তারপর সেই রাতেই ইলেকট্রনিকস আর্টস এবং ক্লাব পেঙ্গুইনের ওয়েবসাইট হ্যাকের কথা নিশ্চিত করে DERP ।

অনেকের মনেই হয়তো প্রশ্ন জেগেছে DDoS অ্যাটাক কি । DDoS অ্যাটাক এর পূর্ণাঙ্গ রুপ হচ্ছে  Distributed Denial of Service অ্যাটাক  । এটি এক ধরনের DoS আক্রমণ । সহজ ভাষায় , এই আক্রমনের সময় একটি সিস্টেম অন্য অনেক গুলো সিস্টেমকে তার নিজের আয়ত্তে নিয়ে আসে । তারপর ওই সিস্টেমগুলো দ্বারা একটি চিহ্নিত সিস্টেমকে আক্রমণ করা হয় । ফলে সহজে বুঝা যায় না কোন সিস্টেম এই অপকর্মের সাথে জড়িত । ওই সিস্টেম গুলো বিভিন্ন ভাইরাসের মাধ্যমে হ্যাকাররা নিজেদের কবলে নিয়ে আসে ।

শুধু তাই নয় তারা তাদের নতুন টার্গেটের কথা প্রকাশ করেছে এবং কিছুক্ষণ আগের একটি খবরের মাধ্যমে আমি জানতে পেরেছি , তারা তাদের কার্যক্রম কিছুদিন বন্ধ রাখার পর আবার আবার শুরু করেছে । তারা প্লেস্টেশন নেটওয়ার্কের মতো নামীদামি সাইটকে হ্যাক করেছে । যদিও কিছু সময় সেই সাইট  বন্ধ করে রাখতে সক্ষম হয়েছে । এছাড়াও তারা প্লেস্টেশন নেটওয়ার্কের সাথে সম্পর্কিত বিভিন্ন ওয়েবসাইট ডাউন করিয়ে দিয়েছে । আর সে গুলো হচ্ছে ডিসি ইউনিভার্স অনলাইন , প্ল্যানেটসাইট টু , Free Realms , Everquest । খবরটি জানার পর এসব ওয়েবসাইটে আমি ঢুকার চেষ্টা করি । কিন্তু দেখতে পারি যে , ওয়েবসাইট গুলো এখনো ডাউন হয়ে আছে ।

ফলে DERP আবার কোন ওয়েবসাইটে হামলা করবে তা বলা সম্ভব হচ্ছে না । তাই সব নামিদামী ওয়েবসাইট গুলোর এডমিন এবং মালিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে ।

যদি কেউ DERP এর প্রধান হ্যাকার ফ্যান্টম লর্ডকে টুইটারে ফলো করতে ইচ্ছুক হোন তাহলে এই লিংকে যেতে পারেন https://twitter.com/PhantomL0rd

http://wac.7725.edgecastcdn.net/807725/website/wp-content/uploads/2013/12/ku-xlarge-13.jpg

http://www.gamerheadlines.com/wp-content/uploads/2013/12/Dota-2.jpg

http://www.vpwallpapers.com/wp-content/uploads/2013/10/planetside-2-2.jpg
planetside 2

বিশেষ দ্রষ্টব্য

  • গেমস ওয়ার্ল্ড এর টিউন শুধুমাত্র টেকটিউনস , টিউনারপেজে এবং পিসি হেল্পলাইন বাংলাদেশে প্রকাশিত হয় । এছাড়াও গেমস ওয়ার্ল্ডের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া হয় https://www.facebook.com/games.world.bangladesh
  • গেমস খেলতে গিয়ে মাঝে মাঝে বিভিন্ন সমস্যায় পড়তে হয় । তাই আমি ও কিছু টিউনার মিলে গেমস সম্পর্কিত একটি ফেসবুক গ্রুপ খুলেছি । যেখানে আপনি গেমস সম্পর্কিত মজার মজার জিনিস শেয়ার করতে পারবেন । এবং যেকোন সমস্যার কথাও বলতে পারেন । তাই এখনই যোগদান করুন গেমস ওয়ার্ল্ড ফ্যানসে .
  • ধন্যবাদ কষ্ট করে টিউনটি পড়ার জন্য ।

Level New

আমি নভোজিত দাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 61 টি টিউন ও 156 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি Novojit das dipta । টেকটিউনে dj ndd forever নামে পরিচিত । গেমস ওয়ার্ল্ড নামে চেইন টিউন করছি । যা গেমস সম্পর্কিত । আমাকে ফেসবুকে পাবেন এই লিংকে https://www.facebook.com/novojitdas.dipta । গেমস ওয়ার্ল্ডের সাথে সব সময় থাকতে যোগদান করুন ঃ https://www.facebook.com/groups/gamesworldfans/ আর https://www.facebook.com/games.world.bangladesh


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

তথ্যটা শেয়ার করার জন্য ধন্যবাদ।

Level 0

খুব ভালো পোস্ট হইছে । পছন্দ হইছে

Level 0

like it..