গেমস ওয়ার্ল্ড [পর্ব-২৯] :: Star Wars: Battlefront (প্রিভিউ)

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গেমস ওয়ার্ল্ড

বছরের প্রথমে নতুন কিছু দিয়ে শুরু করার চিন্তা ভাবনা করছিলাম  । কিন্তু কি নিয়ে লিখলে ভালো হবে তা নিয়ে চিন্তা করছিলাম । চিন্তা করতে করতে মনে পড়লো যে  , অনেক দিন গেমসের প্রিভিউ লিখি না । তাই বসে গেলাম  স্টার ওয়ার্স : ব্যাটেলফ্রন্টের  প্রিভিউ লিখতে ।

স্টার ওয়ার্স : ব্যাটেলফ্রন্ট একটি আসন্ন ফাস্টপারসন শুটিং গেম। গেমটি তৈরি করছে EA Digital Illusions Creative Entertainment (DICE বা ডাইস) এবং পাবলিশিং করবে ইলেকট্রনিকস আর্টস  (EA) । গেমটি ফ্রস্টবাইট থ্রি গেমিং ইঞ্জিন দিয়ে তৈরি করা হচ্ছে। গেমটি প্লে স্টেশন ফোর , এক্সবক্স ওয়ান , পিসি এই তিনটি কনসোলের জন্য তৈরি হচ্ছে । । গেমের রিলিজের নির্দিষ্ট কোন তারিখ এখনো পাওয়া যায়নি , তবে গেমটি ২০১৫ সালে বের হবে বলে জানানো হয়েছে । তবে বিভিন্ন ওয়েবসাইট বলছে যে গেমসটি ২০১৫ সালের গ্রীষ্মকালে বের হবে ।

তবে সবচেয়ে মজার বিষয় , ডাইসের প্রধান প্রযোজক গেমসটি নিয়ে ভীত আছেন । তার কাছে কারন জানতে চাওয়া হলে তিনি বলেন ,  “ আসলে ব্যাটেলফ্রন্ট একটি বড় ধরনের প্রোজেক্ট । তার উপর গেমসটির নির্মাণের দায়িত্ব আমাদের উপর । আর আমার ভয় হচ্ছে গেমারদের নিয়ে । কারন ডাইস গেমসটি বানাচ্ছে এই কথা তারা মাথায় রেখে , তারা একটি উচ্চ প্রত্যাশা করবে । তবে আমরা গেমসটি সুন্দর করার জন্য যথাসাধ্য চেষ্টা করবো । ''

২০১৩ সালে জুন মাসের ১০ তারিখে  ইলেকট্রনিকস আর্টস গেমটির E3 শোতে উপস্থাপন করে ।   ইলেকট্রনিকস আর্টস কোম্পানির বার্ষিক সভায় তাদের  শেয়ারহোল্ডারদের প্রধান অফিসার Blake Jorgensen (ব্লেক জরজেনসেন) ২০১৫ সালের মার্চ থেকে জুন  মাসের মধ্যে বের হওয়ার ইঙ্গিত দিয়েছেন । যখন স্টার ওয়ার্সের অষ্টম এপিসোড  আসবে ধারনা করা হচ্ছিল , তখনই এই গেমটির কথা প্রকাশ হয় । গেমটিতে এর আগের দুইটি পর্ব বেশ কিছু ওয়েপন ও আরো বেশ কিছু জিনিস নেওয়া হয়েছে । ডাইস গেমটির একটি ট্রেইলারও বের করছে । গেমের স্টোরি ও সিস্টেম রিকোয়ারমেন্ট সম্পর্কে কোম্পানি এখনো কিছু প্রকাশ করেনি ।

http://www.cheats.co/blog/wp-content/uploads/2013/08/star-wars-battlefront1.jpg

ট্রেইলার

স্ক্রিনশট

http://i1.cdnds.net/13/11/618x286/gaming-star-wars-first-assault-screenshot.jpg

http://www.battlefronthq.com/wp-content/uploads/2013/08/star-wars-battlefront-release-date-2015-jj-abrams-episode-vii-7-ps4-xbox-one-pc-fansite-630x390.jpg

http://game.mthai.com/wp-content/uploads/2013/08/star-wars-battlefront-1.jpg

http://images.eurogamer.net/2013/articles/1/6/0/3/1/3/5/137530906611.jpg

http://i.newsarama.com/images/i/000/118/104/original/star-wars-battlefront.jpg?1384975468

http://thehothspot.files.wordpress.com/2013/08/funny.jpg

বিশেষ দ্রষ্টব্য

  • গেমস ওয়ার্ল্ড এর টিউন শুধুমাত্র টেকটিউনস , টিউনারপেজে এবং পিসি হেল্পলাইন বাংলাদেশে প্রকাশিত হয় । এছাড়াও গেমস ওয়ার্ল্ডের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া হয় https://www.facebook.com/games.world.bangladesh
  • গেমস খেলতে গিয়ে মাঝে মাঝে বিভিন্ন সমস্যায় পড়তে হয় । তাই আমি ও কিছু টিউনার মিলে গেমস সম্পর্কিত একটি ফেসবুক গ্রুপ খুলেছি । যেখানে আপনি গেমস সম্পর্কিত মজার মজার জিনিস শেয়ার করতে পারবেন । এবং যেকোন সমস্যার কথাও বলতে পারেন । তাই এখনই যোগদান করুন গেমস ওয়ার্ল্ড ফ্যানসে .
  • ধন্যবাদ কষ্ট করে টিউনটি পড়ার জন্য ।

Level New

আমি নভোজিত দাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 61 টি টিউন ও 156 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি Novojit das dipta । টেকটিউনে dj ndd forever নামে পরিচিত । গেমস ওয়ার্ল্ড নামে চেইন টিউন করছি । যা গেমস সম্পর্কিত । আমাকে ফেসবুকে পাবেন এই লিংকে https://www.facebook.com/novojitdas.dipta । গেমস ওয়ার্ল্ডের সাথে সব সময় থাকতে যোগদান করুন ঃ https://www.facebook.com/groups/gamesworldfans/ আর https://www.facebook.com/games.world.bangladesh


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো!