গেমিং গ্যালারি [পর্ব -০৬] :: ডেমন ওয়ার্ল্ড এ গিয়ে মারামারি করবো !!!! ডেভিল মে ক্রাই ৫ রিভিউ

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গেমিং গ্যালারি

আসসালামুয়ালাইকুম !!!!! আবার ফিরে এলাম আপনাদের জন্য !!!!!! পড়ার চাপে অনেকদিন পোস্ট করা হয় না তাই আজকে অনেক দিন পরে পোস্ট করতে বসলাম । তো কেমন আছেন আপনারা সবাই ? আমি ভালো আছি  । অনেকদিন ধরে টাইপ করি না... একটু ভুল হতে পারে ...... তার জন্য মাফ করবেন । এবং কমেন্ট করবেন নাহলে পোস্ট করার আগ্রহ থাকে না ।

তো আজকে আপনাদের জন্য নিয়ে এলাম ডেভিল মে ক্রাই ৫ এর রিভিউ । ডেভিল মে ক্রাই সিরিজ আমাদের অনেকেরই পছন্দ । এই গেমের প্রতি অনেকের আসক্তি ও আছে । আজকে আপনাদের যেই গেমের কথা বলছি তা এই সিরিজ এর পঞ্চম গেম তবে এই গেমটির কাহিনী সিরিজের প্রথম গেমের রিমেক 😀 😛 ...... গেমটি দুই নামে জানা যায় Devil may cry 5 / Devil may cry (remake)  । আগে থেকেই বলে রাখলাম গেমটি ১৮ +

প্রকাশক: ক্যাপকম গেমস

ডেভেলপার: ক্যাপকম

ধরন: অ্যাকশান , অ্যাডভেঞ্চার

মুক্তি পেয়েছে: মার্চ ২০১৩

ইঞ্জিন: আনরিয়েল মন্ট্রিয়েল

সিস্টেম রিকয়ারমেন্টস

মিনিমাম

অপারেটিং সিস্টেম: উইন্ডোজ ভিস্তা/৭/৮/৮.১

প্রসেসর: ইন্টেল ডুয়াল কোর

র‍্যাম: ২ জিবি

গ্রাফিক্স কার্ড: AMD HD 3000 SERIES

ম্যাক্সিমাম

অপারেটিং সিস্টেম: উইন্ডোজ ভিস্তা/৭/৮/৮.১

প্রসেসর: ইন্টেল কোর টু ডুও

র‍্যাম: ৮ জিবি

গ্রাফিক্স কার্ড: AMD HD 7000 SERIES

চরিত্রসমূহ

স্টরিলাইন

ডেভিল মে ক্রাই ৫ আগের সব ডেভিল মে ক্রাই থেকে পুরো আলাদা । এতে ব্যাবহার করা হয়েছে অনেক উন্নতমানের গ্রাফিক্স । এইবার এই গেমের সিরিজ এ পাগল ক্যামেরা বাদ দেওয়া হয়েছে 😀 । গেমের গেমপ্লে বেশ ভালো ( আগের গুলো তো আর খারাপ ছিলো না :V ) । গেম খেলার সময় একটি জিনিস গেমারদের মাথা খারাপ করে দিবে তা হলো নতুন ড্যান্টে  😛 । নতুন দ্যান্টে আমার আমার একদম ভালো লাগে নি ।আগের টাই ভালো ছিল ।

গেমের গ্রাফিক্স উন্নত করায় , গেমপ্লে আর ও ভালো লাগবে গেমার দের । গেমে খেলার সময় যেই ব্যাকগ্রাউন্ড মিউজিক দিবে তা শুনে গেম খেলতে আরো মজা আসবে এই গেরেন্টি আমি দিতে পারি ।

এবার আসি  কাহিনি তে আসি । ডেভিল মে ক্রাই ৫ এ ড্যান্টে নিজের অনেক প্রস্নের উত্তর চাচ্ছিল । সে অনেক সময় ডেমন ওয়ার্ল্ড এ চলে যেত । এটা কেনো হচ্ছে জানতে চাচ্ছিল সে । তারপর সে জানতে পারে তার বাবা ছিলো একটি ডিমন ও তার মা ছিল অ্যাঞ্জেল । তারা প্রেমে পরে বিয়ে করে এবং তাদের দুটো ছেলে হয় । ড্যান্টে ও ভারজিল । এদের বলা হয় নেফিলাম মানে অর্ধেক ডিমন অর্ধেক অ্যাাঞ্জেল । তাদের চাচা ছিলো ডিমন দের রাজা । সে হঠাৎ জানতে পারে এই ব্যাপারে এবং সে ভবিষ্যৎ এ দেখে তার মৃত্যু একটি নেফিলাম এর হাতেই হবে । সে ভয় পেয়ে যায় এবং তার ভাই ও ভাই এর বউ কে খুন করে । খুন হওয়ার আগে দুই মা বাবা তাদের সন্তান দের সৃতি মুছে দেয় । একটি জিনিস মান্ডাস জানতো না যে তাদের দুটো ছেলে হয়েছিল । তারা শুধু ডান্টে কে চিন্তো তাই তার উপর হামলা চালাত । ভারজিল তার ভাই কে খুজে বের করে তাকে সব বলে । তাদের কে সাহায্য করতো ভারজিল এর অ্যাসিস্টেন্ট ক্যাট । শেষ পর্যন্ত দুই ভাই মিলে মান্ডাস কে ধংস করে এবং পৃথিবী কে বাচায় । কিন্তু হঠাৎ ভারজিল বলে উঠে তারা দুই ভাই মিলে পৃথিবী তে রাজত্ব করবে । তবে ড্যান্টে এই প্রস্তাব এ রাজি হয় না । মারামারি হয় ডুই ভাই এর মদ্ধে । গেমটি খেলে মজা পাবেন নিশ্চয়ই

স্ক্রিনশট

ডাউনলোড লিঙ্ক

http://kickass.to/devil-may-cry-5-t7494095.html

শেষ কথা

গেমিং গ্যালারি গেমস ওয়ার্ল্ড এরই একটি অংশ ।গেম খেলার সময় অনেকেই সমস্যায় পরতে পারেন বা কোন গেমের সম্পর্কে জানতে চান তবে ইন্টারনেট এতই সুবিশাল যে আর কি বলার !!! কোন টা থিক আর কন্টা ভুল তা জানাই যায় না । এর জন্য আমরা কিছু টিউনার মিলে খুলেছি গেমস ওয়ার্ল্ড । এটি টেক্টিউন্স ও টিউনারপেজের এরমাত্র গেমিং পেজ ও গ্রুপ । এই গ্রুপ এ পাবেন আপনাদের সব সমস্যার সমাধান । তো এখনি জয়েন করুন
গ্রুপ

https://www.facebook.com/groups/gamesworldfans/

পেজ

https://www.facebook.com/games.world.bangladesh

Level 0

আমি sugata। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 50 টি টিউন ও 233 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ । এই গেমটি অনেক আগেই শেষ করা হয়েছে । এই গেমটির নাম ডেভিল মে ক্রাই ৫ নয়, এটার নাম Devil May Cry Virgil’s Downfall । এটা তে ডেভিল মে ক্রাই ৫ + ভারজিল এর কাহিনী উল্লেখিত । এই গেমটির ডান্টের এক কাহিনী এবং ভারজিলের এক কাহিনী । তাছাড়া ডান্টের ২ মিশনে ডান্টের কসটিউম বদলানো যায় । ওখানে পুরান ডান্তে পাবেন । তবুও এত কষ্ট করে লেখার জন্য ধন্যবাদ ।

    Level 0

    @আশফাক আদিব: হাহাহাহা … আপনি হয়ত ডিএলসি মানে বুঝেন না । ভারজিল এর ছবি দিসি সে ডেভিল মে ক্রাই ৫ এর ক্যারেক্টার হিসাবে এবং গেমের নাম ডেভিল মে ক্রাই ই । ডেভিল মে ক্রাই ৫ হচ্ছে শুধু একটি ডিএলসি । এবং কস্টিউম বদলানো যায় সেটাও ডিএলসি , তবে কস্টিউম বদলালে চেহারা বদলায় না 😛

ওহ আপনি পুরো ডেভিল মে ক্রাই ৫ এর রিভিউ দিছেন । তবে একটা Devil May Cry Virgil’s Downfall এর ছবি দিছেন । এজন্য আমি Confused । আমাকে ক্ষমা করেন ।

রিভিউয়ের স্টাইলটা অনেক ভালো লাগলো 😀 । সুন্দর রিভিউ ।

    Level 0

    @dj ndd forever: ধন্যবাদ

Good 😀 Nice Review 🙂

    Level 0

    @নাফিস রেজা: থ্যাঙ্কস