আসসালামুয়ালাইকুম !!!!! আবার ফিরে এলাম আপনাদের জন্য !!!!!! পড়ার চাপে অনেকদিন পোস্ট করা হয় না তাই আজকে অনেক দিন পরে পোস্ট করতে বসলাম । তো কেমন আছেন আপনারা সবাই ? আমি ভালো আছি । অনেকদিন ধরে টাইপ করি না... একটু ভুল হতে পারে ...... তার জন্য মাফ করবেন । এবং কমেন্ট করবেন নাহলে পোস্ট করার আগ্রহ থাকে না ।
তো আজকে আপনাদের জন্য নিয়ে এলাম ডেভিল মে ক্রাই ৫ এর রিভিউ । ডেভিল মে ক্রাই সিরিজ আমাদের অনেকেরই পছন্দ । এই গেমের প্রতি অনেকের আসক্তি ও আছে । আজকে আপনাদের যেই গেমের কথা বলছি তা এই সিরিজ এর পঞ্চম গেম তবে এই গেমটির কাহিনী সিরিজের প্রথম গেমের রিমেক 😀 😛 ...... গেমটি দুই নামে জানা যায় Devil may cry 5 / Devil may cry (remake) । আগে থেকেই বলে রাখলাম গেমটি ১৮ +
প্রকাশক: ক্যাপকম গেমস
ডেভেলপার: ক্যাপকম
ধরন: অ্যাকশান , অ্যাডভেঞ্চার
মুক্তি পেয়েছে: মার্চ ২০১৩
ইঞ্জিন: আনরিয়েল মন্ট্রিয়েল
অপারেটিং সিস্টেম: উইন্ডোজ ভিস্তা/৭/৮/৮.১
প্রসেসর: ইন্টেল ডুয়াল কোর
র্যাম: ২ জিবি
গ্রাফিক্স কার্ড: AMD HD 3000 SERIES
অপারেটিং সিস্টেম: উইন্ডোজ ভিস্তা/৭/৮/৮.১
প্রসেসর: ইন্টেল কোর টু ডুও
র্যাম: ৮ জিবি
ডেভিল মে ক্রাই ৫ আগের সব ডেভিল মে ক্রাই থেকে পুরো আলাদা । এতে ব্যাবহার করা হয়েছে অনেক উন্নতমানের গ্রাফিক্স । এইবার এই গেমের সিরিজ এ পাগল ক্যামেরা বাদ দেওয়া হয়েছে 😀 । গেমের গেমপ্লে বেশ ভালো ( আগের গুলো তো আর খারাপ ছিলো না :V ) । গেম খেলার সময় একটি জিনিস গেমারদের মাথা খারাপ করে দিবে তা হলো নতুন ড্যান্টে 😛 । নতুন দ্যান্টে আমার আমার একদম ভালো লাগে নি ।আগের টাই ভালো ছিল ।
গেমের গ্রাফিক্স উন্নত করায় , গেমপ্লে আর ও ভালো লাগবে গেমার দের । গেমে খেলার সময় যেই ব্যাকগ্রাউন্ড মিউজিক দিবে তা শুনে গেম খেলতে আরো মজা আসবে এই গেরেন্টি আমি দিতে পারি ।
এবার আসি কাহিনি তে আসি । ডেভিল মে ক্রাই ৫ এ ড্যান্টে নিজের অনেক প্রস্নের উত্তর চাচ্ছিল । সে অনেক সময় ডেমন ওয়ার্ল্ড এ চলে যেত । এটা কেনো হচ্ছে জানতে চাচ্ছিল সে । তারপর সে জানতে পারে তার বাবা ছিলো একটি ডিমন ও তার মা ছিল অ্যাঞ্জেল । তারা প্রেমে পরে বিয়ে করে এবং তাদের দুটো ছেলে হয় । ড্যান্টে ও ভারজিল । এদের বলা হয় নেফিলাম মানে অর্ধেক ডিমন অর্ধেক অ্যাাঞ্জেল । তাদের চাচা ছিলো ডিমন দের রাজা । সে হঠাৎ জানতে পারে এই ব্যাপারে এবং সে ভবিষ্যৎ এ দেখে তার মৃত্যু একটি নেফিলাম এর হাতেই হবে । সে ভয় পেয়ে যায় এবং তার ভাই ও ভাই এর বউ কে খুন করে । খুন হওয়ার আগে দুই মা বাবা তাদের সন্তান দের সৃতি মুছে দেয় । একটি জিনিস মান্ডাস জানতো না যে তাদের দুটো ছেলে হয়েছিল । তারা শুধু ডান্টে কে চিন্তো তাই তার উপর হামলা চালাত । ভারজিল তার ভাই কে খুজে বের করে তাকে সব বলে । তাদের কে সাহায্য করতো ভারজিল এর অ্যাসিস্টেন্ট ক্যাট । শেষ পর্যন্ত দুই ভাই মিলে মান্ডাস কে ধংস করে এবং পৃথিবী কে বাচায় । কিন্তু হঠাৎ ভারজিল বলে উঠে তারা দুই ভাই মিলে পৃথিবী তে রাজত্ব করবে । তবে ড্যান্টে এই প্রস্তাব এ রাজি হয় না । মারামারি হয় ডুই ভাই এর মদ্ধে । গেমটি খেলে মজা পাবেন নিশ্চয়ই
http://kickass.to/devil-may-cry-5-t7494095.html
গ্রুপ
পেজ
https://www.facebook.com/games.world.bangladesh
আমি sugata। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 50 টি টিউন ও 233 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ । এই গেমটি অনেক আগেই শেষ করা হয়েছে । এই গেমটির নাম ডেভিল মে ক্রাই ৫ নয়, এটার নাম Devil May Cry Virgil’s Downfall । এটা তে ডেভিল মে ক্রাই ৫ + ভারজিল এর কাহিনী উল্লেখিত । এই গেমটির ডান্টের এক কাহিনী এবং ভারজিলের এক কাহিনী । তাছাড়া ডান্টের ২ মিশনে ডান্টের কসটিউম বদলানো যায় । ওখানে পুরান ডান্তে পাবেন । তবুও এত কষ্ট করে লেখার জন্য ধন্যবাদ ।