-------------------------- بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ --------------------------
সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন ।
গেম পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে । ছোট বাচ্চা থেকে বড়রা সবাই গেমের জন্য পাগল । কিন্তু সবগুলো গেমস কি আমাদের জন্য উপকারী? বেশির ভাগ গেমস আমাদের মস্তিষ্কের উপর খুব খারাপ প্রভাব ফেলে । কথাটি আমরা সবাই জানি কিন্তু গেমস থেকে দুরে থাকা আমাদের জন্য অসম্ভব ব্যাপার । আমি তাই বিকল্প কিছু ভাবছিলাম । শিক্ষা এবং বিনোদন দুইটাই যেন একসাথে হয় এমন একটা গেমস আমার কাছে ছিল তাই আজ আপনাদের সাথে তাই শেয়ার করলাম।
গেমসটির নাম সেতেরা। গেমসটি নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন। সাইজ মাত্র ৫৯০ কেবি
ডাউনলোড হয়ে গেলে ভেতরে একটা জিপ ফাইল পাবেন। Extract করলে Seterra.exe নামে একটা ফাইল পাবেন। Seterra.exe তে ক্লিক করলে গেমসটি চালু হবে [ কোন সেটাপ দেওয়ার প্রয়োজন নেই ] এবং নিচের মতো উইন্ডো আসবে।
সেখান থেকে যে কোন একটা মহাদেশ সিলেক্ট করে Start বাটনে ক্লিক করুন। তাহলে নিচের মতো উইন্ডো আসবে।
এখানে কোন একটি দেশের নাম দেওয়া থাকবে এবং আপনাকে খুজতে বলা হবে যে দেশটি কোথায় আছে । বের করতে পারলেই পয়েন্ট । এভাবে খেলতে থাকুন আর জানতে থাকুন, শিখতে থাকুন বিশ্ব মানচিত্রের অলিগলি।
টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। আর আপনাদের যাদের টেকটিউনসে একাউন্ট নেই তারা আমার ব্যক্তিগত ফেসবুক পেজ লিংক থেকে আমার টিউনে কমেন্ট করতে পারবেন। পেজে লাইক দিয়ে আমার সকল টিউন বিষয়ে আপডেট থাকুন। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।
আপনাদের সাহায্যার্থে আমি আছি........
ফেসবুক | টুইটার | গুগল-প্লাস
আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।
thanks