আসসালামুয়ালাইকুম,
কেমন আছেন আপনারা সবাই ? আশা করি ভালো আছেন। আমি ভাল আছি
আবার লিখতে বসে গেলাম 😀
এবার আপনাদের জন্য এনেছি Intel CORE I7-4960X এর রিভিউ
জনপ্রিয় প্রসেসর নির্মাতা প্রতিষ্ঠান Intel সম্প্রতি বাজারে ছেড়েছে তাদের তৈরি সবচেয়ে শক্তিশালী ডেস্কটপ প্রসেসর Intel CORE I7 4960X। এটি মূলত Intel এর তৈরি Core I7 3970X এর আপডেট ভার্সান। Core i7 4960x বাজারে এসেছে গত সেপ্টেম্বর মাসে।এটি Core i7 Extreme সিরিজের প্রসেসর , এই সিরিজের প্রসেসরের কোড নেম Ivy Bridge-E। এই সিরিজের প্রসেসরের গঠন সাধারন Core i7 সিরিজ থেকে আলাদা ; এই সিরিজের সাথে Core I7 এর চেয়ে Intel xeon সিরিজের প্রসেসরের সাথে মিল বেশি। Core i7 4960x 22nm প্রযুক্তিতে তৈরি। এতে ৬টি কোর ১২টি থ্রেড আছে। এতে 15MB Level 3 cache আছে। এর Clock speed 3.6 Ghz প্রয়োজন মত সর্বোচ্চ 4.0 Ghz হয়ে যাবে। এতে Intel Turbo boost technology আছে। এর Bus Speed 5 GT পার সেকেন্ড। এটি সর্বোচ্চ 130W বিদ্যুৎ খরচ করবে।এর জন্য LGA2011 সকেটের মাদারবোর্ড প্রয়োজন ; Core i7 extreme সিরিজের সব প্রসেসরের জন্যই LGA2011 সকেটের মাদারবোর্ড প্রয়োজন। Core i7 4960x এর CPU Mark স্কোর 14291 , Pc mark 7 স্কোর 6099 , Cinebench video rendering স্কোর 11.85। সব মিলিয়ে অসাধারন এক প্রসেসর এই Core i7 4960x কিন্তু এর দাম বড্ড বেশি 1050$ (ডলার)।
Essentials | ||
Status | Launched | |
Launch Date | Q3'13 | |
Processor Number | i7-4960X | |
# of Cores | 6 | |
# of Threads | 12 | |
Clock Speed | 3.6 GHz | |
Max Turbo Frequency | 4 GHz | |
Intel® Smart Cache | 15 MB | |
DMI2 | 5 GT/s | |
Instruction Set | 64-bit | |
Instruction Set Extensions | SSE4.2, AVX, AES | |
Embedded Options Available | No | |
Lithography | 22 nm | |
Max TDP | 130 W | |
Recommended Customer Price | BOX : $1059.00 TRAY: $999.00 |
Memory Specifications | ||
Max Memory Size (dependent on memory type) | 64 GB | |
Memory Types | DDR3-1333/1600/1866 | |
# of Memory Channels | 4 | |
Max Memory Bandwidth | 59.7 GB/s | |
ECC Memory Supported ‡ | No |
Expansion Options | ||
PCI Express Revision | 3.0 | |
Max # of PCI Express Lanes | 40 |
Package Specifications | ||
Max CPU Configuration | 1 | |
TCASE | 66.8°C | |
Package Size | 52.5mm x 45.0mm | |
Sockets Supported | FCLGA2011 | |
Low Halogen Options Available | See MDDS |
Advanced Technologies | ||
Intel® Turbo Boost Technology ‡ | Yes | |
Intel® vPro Technology ‡ | No | |
Intel® Hyper-Threading Technology ‡ | Yes | |
Intel® Virtualization Technology (VT-x) ‡ | Yes | |
Intel® Virtualization Technology for Directed I/O (VT-d) ‡ | Yes | |
Intel® VT-x with Extended Page Tables (EPT) ‡ | Yes | |
Intel® 64 ‡ | Yes | |
Idle States | Yes | |
Enhanced Intel SpeedStep® Technology | Yes | |
Intel® Demand Based Switching | No | |
Thermal Monitoring Technologies | Yes | |
Intel® Identity Protection Technology ‡ | Yes | |
Intel® Smart Response Technology | Yes |
Intel® Platform Protection Technology | ||
Trusted Execution Technology ‡ | No | |
Execute Disable Bit ‡ | Yes |
সবাই কে পড়ার জন্য ধন্যবাদ। কৃতজ্ঞতাঃ >BALE<
https://www.facebook.com/groups/gamesworldfans/
পেজ
আমি sugata। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 50 টি টিউন ও 233 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালো তথ্য। আচ্ছা কম্পিউারের কোন সমস্যায় পড়লে আমাকে জাতে পারেন যে কেউ হেল্প করার চেষ্টা করব।