নিড ফর স্পিড এর ১৫তম সংস্করণ “ওর্য়াল্ড” নিয়ে লিখতে বসলাম আজ। গেমটি একটি অনলাইন মাল্টিপ্লেয়ার গেম এবং সিরিজের প্রথম ফ্রিমিয়াম অনলাইন মাল্টিপ্লেয়ার গেম যা শুধামাত্র মাইক্রোসফট উইন্ডোজ ভিক্তিক পিসিতেই খেলা যাবে। গেমটিতে রয়েছে প্রায় ১৫০+ গাড়ির সমাহার।
নির্মাতাঃ
ইএ ব্ল্যাক বক্স
কুইকলাইম গেমস
ইএ সিঙ্গাপুর
প্রকাশ করেছে:
ইলেক্ট্রনিক আর্টস
সিরিজ:
নিড ফর স্পিড
ইঞ্জিণ:
পরিবর্তিত EAGL 3
খেলা যাবে:
শুধুমাত্র মাইক্রোসফট উইন্ডোজে
মুক্তি পেয়েছে:
জুলাই ২৭, ২০১০ সালে
ধরণঃ
মাল্টিপ্লেয়ার অনলাইন রেসিং
খেলার ধরণ:
মাল্টিপ্লেয়ার
সিস্টেম রিকোয়ারমেন্টসঃ
মিমিমামঃ
উইন্ডোজ এক্সপি (সার্ভিস প্যাক ৩) ৩২ বিট অপারেটিং সিস্টেম,
ডুয়াল কোর ২.৪ গিগাহার্জ গতির প্রসেসর,
১ গিগাবাইট র্যাম,
এটিআই রাডিয়ন এক্স১৩০০ কিংবা ইটেল জিএমএ ৯৫০ অথবা জির্ফোস ৬৮০০ গ্রাফিক্স কার্ড,
৬ গিগাবাইট ফ্রি হার্ডডিক্স স্পেস,
ডাইরেক্ট এক্স ৯.০সি
অফিসিয়ালঃ
উইন্ডোজ সেভেন অপারেটিং সিস্টেম,
কোর ২ ডুয়ো ২.০ গিগাহার্জ গতির প্রসেসর,
২ গিগাবাইট র্যাম,
রাডিয়ন এইডি ২০০০ কিংবা জির্ফোস ৭৬০০ গ্রাফিক্স কার্ড,
৬ গিগাবাইট ফ্রি হার্ডডিক্স স্পেস,
ডাইরেক্ট এক্স ১০
***৫১২কেবিপিএস ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ***
ওয়ার্ল্ড গেমটির গেমপ্লে ২০০৫ সালের মোষ্ট ওয়ান্টেড এবং ২০০৬ সালে কার্বন গেমটির থেকে আনা হয়েছে। যেটি বেআইনী স্ট্রিট রেসিং, ঝুঁকিপূর্ণ স্টান্ট, পুলিশের ধাওয়া ইত্যাদি ফিচার করবে। তবে গেমটি যেহেতু মাল্টিপ্লেয়ার ফিচার সার্পোট করে সেহেতু ভালো গতির নেট কানেক্টশন অবশ্যই লাগবে। ওয়ার্ল্ড গেমটির পটভূমি “ট্রি-সিটি” কে ফিচার করা হয়েছে। এটি একটি ফিকশনাল সিটি যা মোষ্ট ওয়ান্টেড এবং কার্বনের রকর্পোট এবং পালমন্ট সিটির উপর ভিক্তি করে নির্মিত হয়েছে। গেমটিতে বর্তমানে অফিসিয়ালী ১০০টির বেশি গাড়ি ফিচার করা হয়েছে এবং ২০১৩ সাল পর্যন্ত আরো ৫০+ গাড়ি ডাউনলোড এর ব্যবস্থা রাখা হয়েছে। উল্লেখ্য যে, এটি একটি ফ্রিমিয়াম গেম। মানে এটি একটি ফ্রি গেম! তবে এর কিছু কিছু ফিচার এর মজা নিতে হলে এবং গাড়িসমূহ ডাউনলোডের ক্ষেত্রে ডলার দিয়ে পয়েন্ট কিনতে হয়।
গেমটির কাহিনীতে প্লেয়ার এক একটি রেস জিতে এগিয়ে যেতে থাকে। এছাড়াও গেমটিতে রয়েছে ফ্রি-রম সুবিধা। তবে ফ্রি-রম মোডে কোনো পুলিশ থাকছে না।
গেমটি নিচের ইভেন্টসমূহ রয়েছে খেলার জন্যঃ
> ড্রাগ (মাল্টিপ্লেয়ারে শুধু)
> সার্কিট
> মিটিং প্লেস
> পারসূট আউটরান (সিঙ্গেলপ্লেয়ার শুধু)
> স্প্রিন্ট
> টিম ইস্কেপ (মাল্টিপ্লেয়ার শুধু)
গেমটিতে কনসেপ্ট গাড়ি, কনভার্টিবল গাড়ি, ফিকশনাল গাড়ি, গ্রান্ড টুরার, হ্যাচব্যাকস, হাইপার গাড়ি, মাসল গাড়ি, রেস গাড়ি, স্যালনস, স্পোর্টস গাড়ি, SUVs, টিউনারস এবং ভিনটেইজ গাড়ি ইত্যাদি ভেদাভেদের গাড়িসমূহ রয়েছে। এইসমস্ত গাড়িগুলো গাড়ি ডিলারের কাছ থেকে ক্যাশ কিংবা স্পিডবুষ্ট পয়েন্ট দিয়ে খরিদ করতে হবে।
গেমটিতে সিরিজের অনেকদিন পর রিয়েল ড্যামেজ সিস্টেম ফিচার করা হয়েছে। অতিরিক্ত ড্যামেজ গাড়ির জন্য অমঙ্গল। মানে অতিরিক্ত ড্যামেজ গাড়ির পারফরমেন্স কমিয়ে দেবে। মজার ব্যাপার হলো, গেমটিতে ইনসুরেন্স সিস্টেম রয়েছে! ২৫০ স্পিডবুষ্ট পয়েন্ট দিয়ে ইনসুরেন্স খরিদ করলে এক সপ্তাহ পর্যন্ত গাড়ির ড্যামেজ গাড়ির পারফরমেন্সে প্রভাব ফেলবে না।
এছাড়াও গেমটির আফটারমার্কেট স্টোর থেকে গাড়ির বিভিন্ন পারফরমেন্টস পার্টস খরিদ করা যাবে। তবে রেন্টকৃত গাড়িসমূহে স্টিকার কিংবা Vinyls লাগানো যাবে না । তাছাড়া্ প্রতি গাড়িতে লাইসেন্স প্লেট, লোয়ারিং কিটস, নিওনস, চাকা ইত্যাদি নিজস্ব ভাবে সাজিয়ে নেওয়া যাবে। আর বডি কিটস, হুডস এবং স্পোয়লার সমূহ নির্দিষ্ট গাড়িভেদে ভিন্ন ভিন্ন হবে।
গেমটিতে টোটাল ১২টি পাওয়ার-আপস রয়েছে যাদের এক একটির কাজ এক এক রকম। উল্লেখ্য যে, এই ১২ টি পাওয়ার আপস রেস এবং পুলিশ পারসূট; উভয় মোডে ব্যবহার করা যাবে।
প্যাচ সংস্করণঃ যেহেতু এটি একটি ফ্রিমিয়াম গেম, তাই অফিসিয়ালী গেমটির প্যাচ রিলিজ হচ্ছে প্রতিনিয়তই। বর্তমানে গেমটির প্যাচ ৫.০ সংস্করণ নেটে পাওয়া যাচ্ছে।
ডাউনলোডঃ
ftp://serv2.2fun.ge/games/Need%20For%20Speed%20World/Need%20For%20Speed%20World.rar
> গেমস জোন শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা হয়েছে। এর উপাদান সমূহের দ্বারা কেউ মনে কষ্ট কিংবা আঘাত পেলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানাচ্ছি।
> গেমস জোনে ব্যবহৃত বাংলা কভার, ওয়ালপেপারসমূহ সর্ম্পূণ ভাবে লেখকের নিজস্ব সৃস্টি। এর সাথে আসল গেমটির কোনো সর্ম্পক নেই
> গেমস জোন এর সাথে উক্ত গেমসগুলোর কোনো সরাসরি সম্পৃত্ত নেই এবং থাকবে না।
> গেমস জোন এর গেমসগুলোর রিলিজ তারিখ, নির্মাতা, প্রকাশক, মুক্তির তারিখ, সিস্টেম রিকোয়ারমেন্টস এবং চিটকোড তথ্য গুলো বিভিন্ন ওয়েবসাইট হতে সংগৃহকৃত। লেখক এখানে শুধুমাত্র বাংলায় লিখেছেন।
> ডাউনলোড লিংক এবং এর ফাইলসমূহ সর্ম্পূণ ভাবে অন্য সাইট হতে কপিকৃত। লেখকের সাথে ডাউনলোড লিংক এর কোনো সম্পৃত্ততা নেই।
> সর্বপরি গেমস জোন লেখক গেমওয়ালার ব্যক্তিগত কর্ম মাত্র। এর সাথে এই ব্লগের কোনো সর্ম্পক নেই এবং গেমস জোনের সকল তথ্য (ডাউনলোড লিংক ব্যাতিত) এর জন্য শুধুমাত্র লেখক গেমওয়ালা দায়ী থাকবে।
> গেমস জোন একটি সর্ম্পূণ ফ্রি গেমস রিভিউ এবং প্রিভিউ টিউন। তাই এর যেকোনো উপদান স্বাধীনভাবে “ব্যক্তিগত” উদ্দেশ্যে যে কেউ ব্যবহার করতে পারবে। তবে গেমস জোন কে “করপোরেট” ভাবে কখনোই ব্যবহার করা যাবে না।
> বর্তমানে গেমস জোন লেখক এর দ্বারা নিচের ব্লগ সমূহে টিউন করা হচ্ছে:
> গেমস জোন সংক্রান্ত যেকোনো সমস্যা, পরামর্শ, অভিযোগ এবং অন্যান্য যে কোনো বিষয়ের জন্য গেমস জোন এর ফেসুবক পেইজ http://www.facebook.com/games.zone.bd তে যোগাযোগ করুন অথবা সরাসরি লেখক গেমওয়ালার সাথে যোগাযোগ করতে পারেন fb.com/talented.fahad
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!
এই গেম টি কি অফলাইন এ খেলা যাবে? যদি জাই তো কিভাবে??????