গেমস ওয়ার্ল্ড [পর্ব-২৩] :: Dead Rising 2 + ডাউনলোড লিংক

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গেমস ওয়ার্ল্ড

অনেক দিন পর আবার টিউন শুরু করলাম । আজকে আমার একটা প্রিয় গেমস নিয়ে টিউন করছি । প্রথমেই বলে নেই যে , আমি আগে জম্বি গেমসের ভক্ত ছিলাম না । আমার কাছে জম্বি গেমস তেমন মজা লাগতো না । তবে যখন ডেড রাইজিং টু খেললাম তখন থেকে আমার মনোভাব অন্য রকম । তারপর আমি আমার ওই সব বন্ধুদের গেমসটি খেলতে বললাম , যারা জম্বি গেমসের নাম শুনলে পালায় বা বমি বমি ভাব করে । তারপর তাদের মধ্যে থেকে যে সাড়া পেলাম তার প্রেরণা নিয়েই আজকের টিউন শুরু করলাম ।

প্রথমেই বলতে চাই এই গেমসটি অন্যসব জম্বি গেমসের মতো না । এই গেমসে জম্বিদের তেমন গুরুত্ব দেওয়া হয়নি । জম্বিদের ঠেলে ঠেলে গেমারকে বিভিন্ন মিশনে যেতে হবে । আর প্রত্যেকটা মিশনে ভিন্ন কাজ করতে হবে গেমার কে । দয়া করে এই গেমসটিকে হাউস অফ দ্যা ডেড , ইভিল ডেড এবং লেফট ফর ডেডের সাথে তুলনা করে এই গেমসটিকে লজ্জা দিবে না । কারন এই গেমস সম্পূর্ণ ব্যাতিক্রম । এছাড়া গেমসে বিভিন্ন জিনিস মিলিয়ে অস্ত্র বানানোর একটি পদ্ধতি আছে যা অনেক মজাদার । সাইকেল , গাড়ি , মোটরসাইকেল এবং অন্যান্য যানবাহন চালান যায় গেমসটিতে । সব মিলিয়ে গেমসটিকে সবাই ভালোভাবে উপভোগ করতে পারবে । চলুন এখন জেনে আসি গেমসটির ঘটনাটি ।

ঘটনা

এই গেমসের মূল চরিত্র হলো আমাদের ''চাক'' মামা । :mrgreen:  । মানে চাক গ্রিন এই গেমসের মূল চরিত্র । এই গেমে আরেকটি উল্লেখযোগ্য চরিত্র হলো কেটি । কেটি হলো চাক গ্রিনের মেয়ে । কেটির জম্বব্রেক্স নামক একটি ওষুধ লাগতো । ওই ওষুধ তার প্রতিদিন প্রয়োজন হতো । কিন্তু সেই ওষুধের দাম অনেক ছিলো । তাই ''চাক'' মামার সেই ওষুধ কেনার জন্য অনেক টাকার প্রয়োজন পড়তো ।

চাক গ্রিন ভালো মোটরসাইকেল চালাতে পারতো ।  সেই সময় ফরচুন সিটিতে একটি প্রতিযোগীতা হতো , সেই প্রতিযোগীতা বা শো এর  নাম ছিল Terror is reality । সেই সো বা অনুষ্ঠানটি ছিলো একটি বিতর্কিত এবং সহিংসতাপূর্ণ প্রতিযোগীতা । প্রতিযোগীদের প্রধান কাজ ছিলো জম্বিদের মোটরসাইকেল দ্বারা চাপা দিয়ে মারা , সাথে জম্বিদের উপর বিভিন্ন অস্ত্র প্রয়োগ করা হতো । তবে গেমসের মূল গেমপ্লে এটা না । এটি একটি মিশন মাত্র । মটরক্রস চ্যাম্পিয়ন চাক গ্রিনকে এই প্রতিযোগীতায় বাধ্য হয়ে অংশগ্রহণ করতে হতো কারন তার অর্থের প্রয়োজন ছিলো । কারন একটাই নিজের মেয়েকে জম্বি হওয়ার হাত থেকে বাঁচানো । আর বাঁচানোর জন্য প্রয়োজন জম্বব্রেক্স । আগেই বলেছি , জম্বব্রেক্সের দাম অনেক বেশি ।

আর এখন অনেকের মনে হয়তো প্রশ্ন এসেছে কেন কেটির জম্বব্রেক্সের প্রয়োজন । কারন কেটির জম্বি হয়ে যাওয়া মা তাকে কামড়ে দিয়েছিলো । তাই কেটির জম্বব্রেক্স লাগতো । এখন মূল ঘটনায় আসা যাক ।

একদিন চাক ম্যাচ খেলতে গিয়েছে । ম্যাচ খেলে ফিরে আসার পর লক্ষ্য করলো যে , যে সব জম্বি নিয়ে প্রতিযোগীতা হতো তারা সব কিভাবে যেন ছাড়া পেয়ে গেছে । চাক অনেক কষ্টে কেটিকে বাঁচালো । বাঁচানোর পর তারা একটি নিরাপদ আশ্রয়ে গেলো । সেই আশ্রয় কেন্দ্রে সিকিউরিটি গার্ড রেমন্ড চাককে আশ্রয় কেন্দ্রে ঢুকতে বাঁধা দিয়েছিলো । কারন কেটি সংক্রামিত ছিলো । কিন্তু চাকের কাছে একটি জম্বব্রেক্স থাকায় চাককে ও কেটিকে ঢুকতে দিয়েছিলো  সিকিউরিটি গার্ড রেমন্ড। এবং চাক তাকে কথা দেয় যে কেটির জন্য সে আরো জম্বব্রেক্স সংগ্রহ করে নিয়ে আসবে ।

জম্বিতে পরিণত হওয়া থেকে সাধারণ লোকদের বাঁচানোর জন্য একটি সংস্থা ছিলো । সেই সংস্থা প্রধান ছিলো  Stacey Forsythe ।  আশ্রয় কেন্দ্রে Stacey এর সাথে পরিচিত হয় চাকের । Stacey কেটির দেখাশুনার ভার নেয় । সে চাককে একটি ম্যাপ দেয় এবং তাকে জানায় যে , ফরচুন সিটির অনেক লোক বিপদে পড়েছে  । তাদের সাহায্য করার জন্য চাককে সে অনুরোধ করে ।

চাক ফরচুন সিটির লোকদের সাহায্য করতে থাকে । ঘটনাক্রমে Stacey চাকে জানায় রেবেকা চ্যাং নামে একজন সাংবাদিকের কথা জানায় । চাক রেবেকার কাছে গিয়ে জানায় ফরচুন সিটিতে জম্বি ছড়িয়ে পড়ার সমস্যার জন্য তাকে দায়ী করা হচ্ছে । কিন্তু আসলে সে নির্দোষ ছিলো । রেবেকা তাকে সাহায্য করবে বলে জানায় । জম্বি ছড়িয়ে যাওয়ার পর গণমাধ্যম জানায় , ফরচুন সিটিতে দ্রুত আর্মি পাঠানো হবে । আর্মির আসতে ৭২ ঘণ্টা লাগবে । আর্মি আসার আগ পর্যন্ত চাক তার কাজ চালিয়ে যেতে থাকে ।

এক পর্যায়ে রেবেকা আর চাক আবিস্কার করে , ফরচুন সিটির এই ঘটনার জন্য দায়ী Terror is reality অনুষ্ঠানের মালিক টাইরন কিং । সে ইচ্ছা করে জম্বিদের ফরচুন সিটিতে ছেড়ে দিয়েছে । এবং তার লোকজনদের দিয়ে দোকানের এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মুল্যবান জিনিস লুটপাট করাচ্ছে ।

এর আর অনেক অদ্ভুত ঘটনা ঘটে গেমসটিতে । যদি গেমসের সব ঘটনা বলে দিলে গেমস খেলার মজা থাকে না । তাই পুরো ঘটনা জানার জন্য গেমসটি খেলতে হবে ।

চরিত্র সমূহ

Chuck Greene (চাক মামা)
Stacey Forsythe
Katey Greene (কেটি)
Rebecca Chang (রেবেকা)
Sullivan (দাদু ) :p

টাইরন কিং

গেমসটির কিছু প্রয়োজনীয় তথ্য

নির্মাতা : ব্লু কেসেল গেমস

প্রকাশক : ক্যাপকম

প্ল্যাটফর্ম :  উইন্ডোজ , এক্সবক্স ৩৬০

মুক্তি পেয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০১০

ধরন : সারভাইভাল হরর

সিস্টেম রিকোয়ারমেন্ট

কমপক্ষে যা লাগবে

Operating System : Microsoft Windows XP / Windows Vista / Windows 7

Processor : Intel Core 2 Duo at 2.4GHz / AMD Athlon X2 at 2.2 GHz or better

Video Card : 512 MB VRAM - NVIDIA GeForce 8800GTS / ATI Radeon HD 3850 or better

Memory : 2 GB RAM

Hard Disk : 8.5 GB of free Hard Drive space

Sound Card: DirectX Compatible

Direct X : 10.0

ভালোভাবে খেলতে

Intel Processor- Core 2 Duo E7300 2.66GHz AMD Processor- Phenom II X2 550 Nvidia Graphics Card- GeForce GTS 250 ATI Graphics Card- Radeon HD 3870

Hard Disk Space- 8.5 GB

Direct X- 11.0

RAM Memory- 3 GB

ডাউনলোড লিংক

১। টরেন্ট ডাউনলোড লিংক - ১

২। টরেন্ট ডাউনলোড লিংক - ২

বিশেষ দ্রষ্টব্য

  • গেমস ওয়ার্ল্ড এর টিউন শুধুমাত্র টেকটিউনস এবং টিউনারপেজে প্রকাশিত হয় । এছাড়া গেমস ওয়ার্ল্ডের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া হয় https://www.facebook.com/games.world.bangladesh
  • গেমস খেলতে গিয়ে মাঝে মাঝে বিভিন্ন সমস্যায় পড়তে হয় । তাই আমি ও কিছু টিউনার মিলে গেমস সম্পর্কিত একটি ফেসবুক গ্রুপ খুলেছি । যেখানে আপনি গেমস সম্পর্কিত মজার মজার জিনিস শেয়ার করতে পারবেন । এবং যেকোন সমস্যার কথাও বলতে পারেন । তাই এখনই যোগদান করুন গেমস ওয়ার্ল্ড ফ্যানসে .
  • ধন্যবাদ কষ্ট করে টিউনটি পড়ার জন্য ।

Level New

আমি নভোজিত দাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 61 টি টিউন ও 156 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি Novojit das dipta । টেকটিউনে dj ndd forever নামে পরিচিত । গেমস ওয়ার্ল্ড নামে চেইন টিউন করছি । যা গেমস সম্পর্কিত । আমাকে ফেসবুকে পাবেন এই লিংকে https://www.facebook.com/novojitdas.dipta । গেমস ওয়ার্ল্ডের সাথে সব সময় থাকতে যোগদান করুন ঃ https://www.facebook.com/groups/gamesworldfans/ আর https://www.facebook.com/games.world.bangladesh


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কাহিনীটা মজার!!! ধন্যবাদ

    @শৌভিক তালুকদার: welcome

Level 0

অসাধারণ !!!!