গেমস ওয়ার্ল্ড [পর্ব-২২] :: এসাসিন্স ক্রিড ব্রাহ্মন

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গেমস ওয়ার্ল্ড

আসছে এসাসিন্স ক্রিডের নতুন গেমস । না , ব্ল্যাক ফ্ল্যাগ না । আসছে এসাসিন্স ক্রিড ফাইভ । কিন্তু কি নিয়ে বানানো হবে গেমসটি ? এমন প্রশ্ন শুধু আমার না , সারা বিশ্বের গেমারদের ঠিক একই প্রশ্ন । গেমারদের মধ্যে অনেকে বলছে এসাসিন্স ক্রিডের নতুন কমিক সিরিজ  ''এসাসিন্স ক্রিড ব্রাহ্মন'' হবে এসাসিন্স ক্রিড ফাইভ । তবে এই ধারনা উড়িয়ে দেওয়ার মতো না স্বীকার করলো ইউবিসফট নিজে । তারা জানিয়েছে , তারা তাদের কমিকসের এর একটি চরিত্র হবে এসাসিন্স ক্রিড ফাইভের মূল চরিত্র । চলুন এখন জেনে আসি এসাসিন্স ক্রিড ব্রাহ্মন টা আসলে কি ?

''এসাসিন্স ক্রিড ব্রাহ্মন'' হলো  বিখ্যাত লেখক কেমেরন এস্টেয়ার্টের লেখা একটি গল্প । কেমেরন এস্টেয়ার্ট হলেন ব্যাটম্যান অ্যান্ড রবিনের লেখক । এটি লেখার জন্য তাকে সাহায্য করেছে অ্যাডভেনচার অফ সুপারম্যান টিভি সিরিজের লেখক Brendan Fletcher ।

এই গল্পের নায়ক হলো আরবাজ মীর । আরবাজ মীর হলো একজন এসাসিন বা গুপ্তচর । আর এই গল্পে ১৮ শতাব্দীতে ব্রিটিশদের দ্বারা পরাধীন ভারতবর্ষ কে দেখা যাবে । আরবাজ মীরকে বেশ কয়েক জন শক্তিশালী শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতে হবে । আর এই শত্রুরা অবশ্যই পিস অফ ইডেনকে অধিকার করে রাখে ।  আরবাজ মীরকে তাদের বিরুদ্ধে লড়তে হবে । এবং অনেক গোপন তথ্য উদ্ধার করতে হবে ।

ঘটনাটি চলমান সময় থেকে শুরু হবে । আর দেখানো হবে জট সোরা নামের একজন কে । জট সোরা হলেন আবস্টেরগোর একজন প্রোগ্রামার । তিনি একজন লিজেন্ড এসাসিন বা  গুপ্তচর এর খোঁজ পাবে আর সেই  গুপ্তচর এর নাম আরবাজ মীর ।

তাহলে বুঝা যাছে যে আরবাজ মীর হবে এসাসিন্স ক্রিড এর পরবর্তী নায়ক । গেমারদের মধ্যে এই নিয়ে তুমুল সমালোচনা দেখা দিয়েছে । আর এই গল্প হয়ে পারে এসাসিন্স ক্রিড ৫ এর মূল গল্প । ইউবিসফটের ইঙ্গিত এই কথাকে আরো জোরালো করছে । যদি তাই হয় তাহলে আমরা আজবাজ মীর আর জট সোরা কে দেখব এসাসিন্স ক্রিড ফাইভে ।

গেমস খেলতে গিয়ে মাঝে মাঝে বিভিন্ন সমস্যায় পড়তে হয় । তাই আমি গেমস সম্পর্কিত একটি ফেসবুক গ্রুপ খুলেছি । যেখানে আপনি গেমস সম্পর্কিত মজার মজার জিনিস শেয়ার করতে পারবেন । এবং যেকোন সমস্যার কথাও বলতে পারেন । তাই এখনই যোগদান করুন গেমস ওয়ার্ল্ড ফ্যানসে .

গেমস ওয়ার্ল্ডে অফিসিয়াল ফেসবুক পেজ হলো  https://www.facebook.com/games.world.bangladesh

Level New

আমি নভোজিত দাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 61 টি টিউন ও 156 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি Novojit das dipta । টেকটিউনে dj ndd forever নামে পরিচিত । গেমস ওয়ার্ল্ড নামে চেইন টিউন করছি । যা গেমস সম্পর্কিত । আমাকে ফেসবুকে পাবেন এই লিংকে https://www.facebook.com/novojitdas.dipta । গেমস ওয়ার্ল্ডের সাথে সব সময় থাকতে যোগদান করুন ঃ https://www.facebook.com/groups/gamesworldfans/ আর https://www.facebook.com/games.world.bangladesh


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Good Post!!!!

    @টিউনওয়ালা: ধন্যবাদ

Level 0

অপেক্ষা করব

পোস্ট লেখার সোর্স দিলাম সবাইকে ।
১ । http://www.cinemablend.com/games/Assassin-Creed-Brahman-Graphic-Novel-Set-India-57669.html

http://www.ibtimes.co.uk/articles/493632/20130723/assassins-creed-blackflag-brahman-comic-pre-order.htm

http://www.oxm.co.uk/58848/assassins-creed-5-could-take-place-in-18th-century-india-hints-brahman-comic-writer/

আরো কয়েকটা সোর্স ব্যবহার করা হয়েছে কিন্তু লিংক না দিতে পারায় দুঃখিত ।