বাংলাদেশের গেমিং ভবিষ্যৎ – কি হবে আমাদের ? (সচেতনতা মূলক পোস্ট )

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

  **************এই পোস্টটি আমার বন্ধু আদিত কে উৎসর্গ করলাম **************

আসসালামুয়ালাইকুম । কেমন আছেন আপনারা সবাই ? হুম । এখন একটানা পোস্ট করতে পারি না । তবে আমি ভাল আছি । আর কি করব ইন্টারনেট এর দাম এত চড়া যে কি করার ।

আজকের পোস্টটি একটি অন্যরকম । যদিও গেম নিয়েই পোস্ট করছি তবে কিছুটা  বলতে পারেন প্রিকুলিয়ার । এখন মনে করেন এই পোস্ট নিয়ে অনেকেই অনেক কিছু বলবেন তবে তাদের কে আমি বলব

ভাই আমি এই পোস্ট দ্বারা আমাদের দেশের গেমার দের যেসব ভুল ধারণা , সেগুলো ধরিয়ে দিতে চাই , আর আমি সব গেমার দের বলতেসি না , তবে নিচে উল্লেখিতই আমাদের দেশের বেশিভাগ গেমার এর চিন্তা । এই পোস্ট দ্বারা আমি আমাদের দেশ কে বদনাম করছি না , তবে দেশের  গেমার দের ভুলগুলো ধরিয়ে দিচ্ছি ।

তবে এর আগে আপনাদের কে পরিচয় করে দেই , বাংলাদেশের সবচেয়ে বড় গেমিং গ্রুপ ও পেজ । এর নাম গেমস ওয়ার্ল্ড । এখানে আপনি যেকোনো গেমের সলুশান পাবেন । এটি টেক্টিউন্স ও টিউনারপেজ এর অফিসিয়াল গেমিং পেজ । তো আজই জয়েন করুন

গ্রুপ

https://www.facebook.com/groups/gamesworldfans/

পেজ

https://www.facebook.com/games.world.bangladesh

এবার আসি আজকের পোস্ট এ ।

আমাদের দেশে গেমার দের অভাব নেই । তবে আর্থিক কারনে হয়ত বেশিভাগ গেমার তেমন রিগ তৈরি করতে পারেন না বা তাদের হার্ডওয়্যার সম্পর্কে কোন ধারণা থাকে না । তারা বেশিভাগ ইন্টারনেট এ অফিসিয়াল গেমস সাইট এর সাথে কানেক্টেড থাকে না ফলে তাদের গেম সম্পর্কে ধারণাও থাকে খুব স্বল্প ।

আমি আমার জীবন থেকেই কিছু উদাহরণ দেই ।

আমার এক বন্ধু , সেদিন আমারে বলে , স্প্লিন্টার সেল ব্ল্যাক্লিস্ট এর মত ফালতু গেম বলে সে কখন ও দেখে নাই , আমি বললাম , কেন কি হইসে ? আমার তো অনেক ভালই লাগলো , তখন সে আমারে কয় , গেমটা বলে আটকায় আটকায় চলে !!!!!!!!!!!!!!!!!!!! আমার তখন রিঅ্যাকশান টা ছিল কিছু টা এরকম

আবার আমারে বলে , স্প্লিন্টার সেল বলে হিট্ম্যান থেকে একদম কপি করসে , আর এ ভাই স্টেলথ গেম তো কিচ্ছু টা একরকম হবেই , তবে সে বলে না, সব গেমপ্লে নাকি একিরকম । তখন আমি বললাম, " তাহলে নিশ্চয়ই ইউবিসফট ইস্কয়ারিনিক্স এর সার্ভার হ্যাক করসে হিট্ম্যান এর সোর্স কোড এর জন্য " , সে বলল , হ্যাঁ এটাই হবে !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

আরেকটি উদাহরণ দেই

আমার আরেকটি বন্ধু বলে , ফিফা ১৪ বলে একদম ফালতু হইসে , শুধু মেনু টা চেঞ্জ করসে , গেমপ্লে ও গ্রাফিক্স বলে ফিফা ১২ থেকেও খারাপ !!!!! তখন আপনাদের কেমন লাগে বলেন !!!! ফিফা ১৪ কে ইন্সাল্ট করলে কি বসে থাকা যায় !!!!!

এরকম আমি আরও উদাহরণ দিতে পারব তবে আর নয় উদাহরণ , এবং এগুলো আমাকে একজন নয় অনেকেই জিজ্ঞাস করেছে । তবে তাদের  ও দোষ নেই । মুল কারন হল আমাদের দেশে বেশিভাগ মানুষ ইন্টারনেট এর সাথে এখন ও পুরপুরি পরিচিত হয়নি । ফলে তারা ইওনেক কিছুই জানে না , তারা মনে করে এই সিডির দোকান থেকে গেমস গুলো একদম আসল , তাদের কে যদি বলা হয় যে এসব গেম পায়রেটেড , তারা বলে পার্থক্য কি ???

তো কি করা যায় ?? ////

বাংলাদেশ এ পি এস ৩ ও এক্সবক্স ৩৬০ এর অরিজিনাল গেম আসলেও পিসির জন্য আসে না , তবে আমরা store.steampowered.com থেক অরিজিনাল গেম কিনতে পারি , যদিও স্টিম একটু জটিল এবং অনেকেই এর সম্পর্কে জানেন না । এ নিয়ে ভবিষ্যৎ এ পোস্ট করার ইচ্ছা আছে

আমরা যত স্টিম থেকে গেম কিনব ততই গেম কম্পানি গুলো বাংলাদেশ এর দেখে আকৃষ্ট হবে এবং একদিন বাংলাদেশে ও অরিজিনাল পিসির গেম আসবে । অরিজিনাল গেম এর সিডি তে আপনি পাবেন অনলাইন সাপোর্ট ও ফ্রী সাপোর্ট । সবাই কে বলব স্টিম থেকে গেম কিনুন

ধন্যবাদ

Level 0

আমি sugata। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 50 টি টিউন ও 233 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই আমার মনেহয় আপনি যে এলাকায় থাকেন সেই এলাকা খুব একটা developed না । তাই এমন amateur gamer দের সংখ্যা বেশি । দেশের অন্যান্য এলাকার গেমাররা কিন্তু আপনার ফ্রেন্ড দের মতো না ।

    Level 0

    @neel333: ভাই আমি চিটাগাং থাকি , এটা ডেভেলপ না? আমার মনে আডভাঞ্চেড এরিয়া তে থাকেন

কথা তো ঠিক

ভাই আসল গেমের ডিক্সের দাম অনেক বেশী …যা আমাদের মত গরীব দেশের বেশীরভাগ গেমারের সাধ্যের বাইরে..
….

    Level 0

    @আকিল আজমাইন: আমি আপনার সাথে একমত

Bangladesh er je jaygatei hok na kano…informed and true-to-the heart gamer and tech savvy people khub kom e ase bangladesh e. Ami nije dhanmondi, gulshan, banani’r dike ghurafera kore dekhsi…kotojon e toh game khele…tara tader pc’r config ki sheitai bolte pare na. So hate gona kom manush ase jara actually facts jane about technology.

Level 0

ভাই অই store থেকে কিভাবে কিনব সেটা বলেন।বিডি তে কি অদের store আছে।দাম ত ডলার এ দেয়া

Level 0

ভাই , স্টিম একটু অন্যভাবে কাজ করে , আপনি জানতে চেলে ভবিষ্যৎ এ পোস্ট করব

ভাই এক্সবক্স৩৬০ আর পিএসথ্রির অরিজিনাল গেম পাওয়া যায় মানলাম কিন্তু কেনে কয়জন???আমি নিজে দুইটা কন্সোলই ইউজ করি এখন পর্যন্ত এক্সবক্সে অরিজিনাল কিনছি খালি halo reach আর পিএসথ্রির গড অফ ওয়ার সাগা

    Level 0

    @টেক_পাগলা: ভাই মানুষ অরিজিনাল গেম না কিনলে কি দোকানদার রা হুদাহুদি এগুলা ইম্পরট করে ???

Level New

Xbox 360, PS3, PS2, PSP, PC er game toe net thekei download kora jay. Amar Game Collection 😀 http://bdgamers.ucoz.com/Gamelist.html