আমাকে মনে আছে ? নাকি আবার ভুলে গেছেন ? .........। । আবার অনেক দিন পর টিউন করতে বসলাম । মনে হয় আপনাদের ভালো লাগবে ।
এই গেমসটির ঘটনার পটভূমি হচ্ছে আমেরিকা । গেমসটির মধ্যে সমসাময়িক আমেরিকার প্রতিচ্ছবি ফুটে উঠেছে । এর মূল চরিত্র হলো Jodie Holmes । সে একটি অদ্ভুত ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করেছে । যা সাধারণ লোক অভিশাপ ভাবে । জোডির মা সারাহ একজন ব্যক্তিকে বিয়ে করে । তার জন্য সে ওখান থেকে অন্য আরেক জায়গায় চলে আসে ।
জোডি সেখানে এইডেন নামক এক লোকের কথা বলে । এইডেন হচ্ছে একজন অদৃশ্য ব্যক্তি । সবাই মনে করে যে ''এইডেন'' জোডির কল্পনা । কিন্তু এইডেন জোডি কে সাহায্য করে । একবার জোডি এইডেনের একটি ছবি এঁকেছিলো নাথানের জন্য । নাথান হলো সরকারী বিজ্ঞানী । তিনি জোডির সমস্যা বুঝতে সক্ষম হয়েছিলো । পরবর্তীতে দেখা যায় নাথানকে সাহায্য করে কোল ফ্রীম্যান নামক একজন প্যারানরমান রিসার্চার ।
জোডির মা ও সৎ বাবা তার অবস্থা নিয়ে শঙ্কিত ছিলো । তার সৎ বাবার ছেলে যখন ''এইডেন'' দ্বারা আক্রমণকৃত হলো তারা তখন তাকে প্যারানরমান রিসার্চ সেন্টারে তাকে পাঠিয়ে দিলো । কিন্তু ওই আক্রমণে জোডির কোন দোষ ছিল না ।
জোডিকে সেই রিসার্চ সেন্টারে নাথান এবং অন্য কর্মীরা দেখাশোনা কাজ করছিলো । তখন তার বয়স ছিলো মাত্র ৮ । তাকে একটি ঘরের মধ্যে রাখা হয়েছিলো । সেই ঘরে সার্বক্ষণিক দুইটি সিসি ক্যামেরা ছিলো । আর তার উপর সার্বক্ষণিক রিসার্চ হতো । কিন্তু এইডেন তার মাধ্যমে জিনিসপত্র ভেঙ্গে ফেলত এবং কর্মী দের ভয় দেখাত ।
৮ বছর পড়ে , ১৬ বছর বয়সের কিশোরি জোডি তার স্বাধীনতার জন্য অনেক চেষ্টা করে । কিন্তু সে সেখান থেকে বের হতে পারে না । রিসার্চ সেন্টারে লোকরা তার স্বাধীনতা কেড়ে নিয়েছিলো ঠিক । কিন্তু তা তার নিরাপত্তার জন্য ।
তারপর তাকে রিসার্চ সেন্টারের ও সিআইএ এর পক্ষ থেকে বিভিন্ন জিনিসের উপর ট্রেনিং দেওয়া হয় । সে তার মাধ্যমে মার্সাল আর্ট এবং অস্ত্র চালানোর উপর দক্ষতা অর্জন করে ।
সে পরবর্তীতে ''এইডেন'' এর সাহায্য নিয়ে রিসার্চ সেন্টার থেকে পালায় এবং নিজের স্বাধীন জগতে টিকে থাকতে চেষ্টা করে ।
আমি চাই টেকটিউনের এবং টিউনারপেজের সব গেমস প্রিয় বন্ধুরা একটি ফেসবুক গ্রুপে থাকুক । যেখানে আমরা সবাই গেমস নিয়ে আলোচনা করব। এই উদ্দেশ্য নিয়ে আমি ফেসবুকে একটি গ্রুপ বানিয়েছি । বর্তমানে ওই গ্রুপে টেকটিউনের এবং টিউনারপেজের অনেক গেমস প্রিয় বন্ধুরা এসেছে । আপনি যদি চান তাহলে আমাদের গ্রুপে আসতে পারেন ।
https://www.facebook.com/groups/157163864472441/
আমি নভোজিত দাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 61 টি টিউন ও 156 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি Novojit das dipta । টেকটিউনে dj ndd forever নামে পরিচিত । গেমস ওয়ার্ল্ড নামে চেইন টিউন করছি । যা গেমস সম্পর্কিত । আমাকে ফেসবুকে পাবেন এই লিংকে https://www.facebook.com/novojitdas.dipta । গেমস ওয়ার্ল্ডের সাথে সব সময় থাকতে যোগদান করুন ঃ https://www.facebook.com/groups/gamesworldfans/ আর https://www.facebook.com/games.world.bangladesh