আমার এই চেইন টিউন এর মূল উদ্দেশ্য হচ্ছে আমি চাই শুধু এক্সপি গ্রাহক না আমার মত সেভেন ব্যবহারকারী দের জন্য কিছু মজার গেমস উপহার দেয়া। সব বড় ভাইরা শুধু পিসির কথা চিন্তা করে বড় মাপের বিশাল বিশাল সাইজের গেমস নিয়ে টিউন করেন। তারা আমার মত গরিব ৭ ব্যবহারকারীদের কথা ভুলেই যান। তাই অনেক চাপা কষ্ট নিয়ে এই চেইন টিউন করতে বসলাম।
গেমসের নামঃ Desert Hawk
গেমসের ধরনঃ Shooting
গেমসের বিবরনঃ এটি একটি শুটিং গেমস। অনেক উত্তেজনার ভরপুর সম্পূর্ন গেমস টি। ধাপ বাই ধাপ খেলে আপনাকে লেভেল গুলা পার করতে পারবে। এখানে আপনাকে লেভেল গুলো পূর্ন করে নতুন নতুন হেলিকপ্তার গুলো আনলক করতে হবে। পথিমধ্যে অনেক শত্রুর মোকাবেলা করতে হবে আপনাকে, আপনার জন্য অনেক গুলি, রকেট, মিসাইল এবং নানা প্রকার বোমা অপেক্ষা করছে মিশন এর পথে পথে। মোট ১৮ মিশন আছে গেমসটিতে। আর আপনার জন্য অনেক লাইফ ও থাকবে পথিমধ্যে। আমি গেমস টি কয়েকবার গেম ওভার করেছি। তাই আশা করি আপনি ও পারবেন। যদি গেমস টি খেলে মনে হয় আপনার মেগাবাইট গুলা জলে গেছে তবে আমার বইলেন আমি ফেরত দিব আর যদি দেখেন আপনার কাজে এসেছে তবে আমার কষ্ট সার্থক।
ছবিঃ
ডাউনলোড লিঙ্কঃ এখান থেকে ডাউনলোড করে নিন।
সাইজ মাত্র ১৭ এমবি।
সময় থাকতে ঘুরে আসতে পারেন আমার সাইট। এখানের সকল গেমস, সফটওয়্যার ও মুভির লেটেষ্ট ভার্শন বিনামূল্যে দেয়া হয়।
(মডারেটরদের দৃষ্টি আকর্ষন করছি, আমি এই নামে একটি চেইন টিউন করতে চাই, প্লিস একটু হেল্প চাই)
আমি প্রতিবাদী ছেলে। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 188 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কি বলব, আমার সম্পর্কে তেমন কিছুই বলার নাই।
ওল্ড গেমস,নতুন কিছু দাও।