গেমস জোন [পর্ব-১৪৮] :: এসাসিন্স ক্রিড: ব্রাদারহুডস

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গেমস জোন

এসাসিন্স ক্রিড সিরিজের কাহিনী টাইপ করা বহু কষ্টকর ব্যাপার। নামগুলোই উচ্চারণ করতে করতে দাত ভেঙে যায়!!! আমাকে ক্ষমা করিও তোমরা, এসাসিন্স ক্রিড সিরিজের কাহিনী লিখতে পারবো না আমি!!!

এসাসিন্স ক্রিড: ব্রাদারহুডস একটি ২০১০ সালের ভিডিও গেম এবং ২০০৯ সালের এসাসিন্স ক্রিড: ২ গেমটির ডাইরেক্ট সিকুয়্যাল।

গেমটির কাহিনীতে আবারো Ezio Auditore da Firenze কে ফিচার করা হয়েছে যে এখন একজন মাস্টার এসাসিন্স, গেমটির পটভূমি রোমে এবং সেখানে ইজিও এসাসিন ব্রাদ্রারহুডকে রি-বিল্ড করবে টেম্পলার ফ্যামিলি “বোরগিয়া” কে পরাজিত করে এবং শহরকে সুন্দর ভাবে সম্পদ দিয়ে সাজিয়ে।

নির্মাতা:

ঊবিসফট মন্টিয়াল

প্রকাশক:

ঊবিসফট

মুক্তি পেয়েছে:

২০১০ সালের নভেম্বরে প্লে-স্টেশন ৩ এবং ২০১১ সালের মার্চে পিসির জন্য

ধরণ:

ঐতিহাসিক একশন এডভেঞ্চার

খেলার ধরণ:

সিঙ্গেল এবং মাল্টিপ্লেয়ার

রেটিং:

M (Mature)

সিস্টেম রিকোয়ারমেন্টস:

কমপক্ষে:

ডুয়াল কোর ২.০ গিগাহার্জ গতির প্রসেসর,

১.৫ গিগাবাইট র‌্যাম,

ডাইরেক্ট এক্স ৯.০ এবং শেডার মডেল ৩.০ সর্মথিত ২৫৬ মেগাবাইট গ্রাফিক্স কার্ড,

উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক ৩,

৬ গিগাবাইট ফ্রি হার্ডডিক্স স্পেস

ভালো ভাবে খেলতে হলে:

কোর ২ ডুয়ো ২.৬ গিগাহার্জ গতির প্রসেসর,

৪ গিগাবাইট র‌্যাম,

জিফোর্স ৮৮০০ জিটি অথবা রাডিয়ন এইচডি ৪৭০০ গ্রাফিক্স কার্ড,

উইন্ডোজ সেভেন,

ডাইরেক্ট এক্স ১০,

৫.১ সাউন্ড কার্ড,

৮ গিগাবাইট ফ্রি হার্ডডিক্স স্পেস

 

এসাসিন্স ক্রিড সিরিজের ৩য় মূল সংস্করণ হলো এসাসিন্স ক্রিড: ব্রাদারহুডস এবং “ইজিও” এর জীবনীর ২য় চ্যাপ্টার।

গেমটির স্টোরি সেট করা হয়েছে বাস্তব দুনিয়ার ফিকশনার কাহিনীতে দুটি সময়ে, ১৬শ এবং ২১শ শতকে। গেমটির মূল কাহিনী শুরু হয়েছে এসাসিন্স ক্রিড ২ গেমটির কাহিনী শেষ হবার পর থেকেই। যেখানে ১৬শ শতকের এসাসিন বা গুপ্তচর ইজিও ইটালির রোমে তার পদ ফিরে পাবার জন্য তার শত্রু “বোরগিয়া” পরিবারকে ধ্বংস করবে।

আর ওদিকে ২১শ শতকে ডেসমন্ড মাইলস তার পূর্বসুরি ইজিও মেমোরী থেকে তথ্য নিয়ে এসাসিন্সদের শত্রু “টেম্পলার” দের বিরুদ্ধে লড়বে এবং ২০১২ সালের ধ্বংসযঞ্জ প্রতিরোধ করবে।

 

গেমটি ওপেন ওর্য়াল্ড সিস্টেমে সেট করা হয়েছে এবং গেমটি খেলতে হবে থার্ড পারসন ভিউতে। রয়েছে নন-লাইনার গেম-প্লে অথ্যার্ৎ স্যান্ডবক্স টাইপের গেম-প্লে। সিরিজের প্রথম বার এই গেমটিতে মাল্টিপ্লেয়ার মোড আনা হয়েছে।

সিঙ্গেল প্লেয়ার ক্যাম্পেইনে রয়েছে ১৫ ঘন্টার গেম-প্লে। গেমটিতে ঘোড়ার ভূমিকা রয়েছে অনেক। সিরিজের আগের গেমগুলোর মতো ডেসমন্ড প্রায় যেকোনো সময় এনিমস থেকে বেরিয়ে আসতে পারবে।

 

পটভূমি:

সিঙ্গেল প্লেয়ারে নিচের জায়গা সমূহ ফিচার করা হয়েছে:

Rome

Monteriggioni

Monte Circeo (War Machine mission)

Napoli (War Machine mission)

Colli Albani (War Machine mission)

Valnerina (War Machine mission)

Tivoli (Templar Lair mission)

Viana

Florence (Cristina memory)

Ferrara (Da Vinci Disappearance mission)

Venice (Cristina memory)

 

মাল্টিপ্লেয়ারে নিচের জায়গাসমূহ ফিচার করা হয়েছে:

Rome

Florence

Venice

Siena

Forlì

Castel Gandolfo

Monteriggioni

San Donato

Mont Saint-Michel (DLC)

Pienza (DLC)

Alhambra (DLC)

 

গেমটির অস্ত্রসমূহ সিরিজের আগের গেমটির সাথে অনেকাংশে মিল রয়েছে কিন্তু রয়েছে নতুন কিছু পরিবর্তন যেমন ক্রসব্রো (তীর)। রয়েছে ডুয়াল ওয়েল্ডিং মানে একই সাথে দুটি অস্ত্র ব্যবহার করা যাবে।

নিচের গেমটির অস্ত্র সমূহের নাম দেওয়া হলো:

নোট: * চিহ্নিত অস্ত্রগুলি গেমটিতে নতুন এসেছে।

Longswords

Crossbow*

Dual Hidden Blades

Poison darts*

Hidden Gun

Daggers

Spears, Halberds and Pikes

Throwing Knives

Warhammers and Maces

Heavy weapons

Apple of Eden*

 

 

টাইটেল স্ক্রিণ
মেইন মেনু
আউটফিট মেনু
ম্যাপ
কাহিনী শুরু হয় যেখানে এসাসিন্স ক্রিড ২ গেমটি শেষ হয়েছিল
রয়েছে “উল্টা-পাল্টা” সিন!!
বাপ কা বেটা, সিপাহী কা ঘোড়া
দ্রুত ভ্রমণের জন্য sewers এর একসেস ক্রয় করা যেতে পারে
ধুম!!!

 

লাফ দিলামমমমমমমম!

 

নিচের দিকে তাকাইলে ডর লাগে দেহি!
তীর মাইরা খুলি উড়াইয়া দিমু!
এদের কাছ থেকে “স্পেশাল” মিশন নিতে পারো
বান্দরের লাহান ঝুইল্যা আছি!
রাডিয়্যাল মেনুর কুইক একসেস
ওই দুইটা মাল দে!
কিছু কিছু মিশনে লুকিয়ে টার্গেট মারতে হয়
কি রে! দৌড়াছ ক্যা!
তোমার ঘোড়াটা আমার লাগবে!
গোপন মেমোরীগুলো পাজল এর মাধ্যমে লক করা থাকে
নয়া আবিস্কার
ভূত!

 

বিবিধ:

> গেমটি মূল মেনুর পটভূমিতে রয়েছে এনিমস ১.২৮ এবং এনিমস ২.০ এর সংমিশ্রণ

> এক্সবক্স ৩৬০ এবং প্লে-স্টেশন ৩ সংঙ্করণের কভার আর্টে ইজিও ব্লেডগুলোকে X আকারে উপরের দিকে তুলে রেখেছে যেখানে পিসি ভার্সনে ব্লেডগুলো নিচের দিকে দেওয়া রয়েছে।

> গেমটির পিসি সংঙ্করণটি একই সাথে ৩টি মনিটর গেমিং সমর্থন করে।

> কভার আর্টে ইজিও Indentical Bracers পরিধান করে আছে, যা গেমটিতে পাওয়া যাবে না।

 

 

ডাউনলোড:
www.skidrowgames.net/assassins-creed-brotherhood-skidrow1.html
 

 www.facebook.com/games.zone.bd

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

অসাম , ভাই 😀

পুরা গেমসের মধ্যে “উল্টা-পাল্টা” সিন!! টাই সবচেয়ে ভালো লেগেছে । হা হা হা হা হা ।

গোপন মেমোরীগুলো পাজল এর মাধ্যমে লক করা থাকে & নয়া আবিস্কার ai 2 ta ber korbo kivabe ??