গেমস জোন [পর্ব-১৪৭] :: কোপা সামসু ২!!!

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গেমস জোন

যাদের দুর্বল হৃদয় এবং রক্তারক্তিতে মানসিক সমস্যা রয়েছে তাদের এই গেম না খেলাই উত্তম। বিশেষ করে প্রাপ্তবয়স্করাই গেমটির উপযোগী প্লেয়ার। কারণ গেমটি কারণে ইংল্যান্ডে ১৭ বছরের এক বালক তার ১৯ বছরের বন্ধুকে মারাত্বক জঘণ্য উপায়ে খুন করে। পরে পুলিশ তার বাসা থেকে গেমটির একটি কপি উদ্ধার করে। এছাড়াও গেমটির ভায়োলেন্স এর অতিরিক্ত মাত্রার জন্য কয়েকটি দেশে গেমটি রিলিজের আগেই ব্যান করা হয়েছিল। আর ২০১১ সাল হতে গেমটির পিসি ভার্সন সম্পূর্ণ ব্যান।

ম্যানহান্ট ২ একটি স্টেলথ কেন্দ্রিক সাইকোলজিক্যাল হরর ভিডিও গেম নিমার্ণ এবং প্রকাশ করেছে রকস্টার গেমস। গেমটি ২০০৩ সালের ম্যানহান্ট গেমটির সিকুয়্যাল যা ২০০৭ এবং ২০০৮ সালে মুক্তি পেয়েছে।

নির্মাতা:

রকস্টার গেমস এর বিভিন্ন গ্রুপ

প্রকাশক:

রকস্টার গেমস

সিরিজ:

ম্যানহান্ট

ইঞ্জিণ:

RenderWare

খেলা যাবে:

মাইক্রোসফট উইন্ডোজ,

প্লে-স্টেশণ ২,

পিএসপি,

উইই

মুক্তি পেয়েছে:

২০০৭,২০০৮,২০০৯ সালে বিভিন্ন জায়গায়।

ধরণ:

স্টেলথ,

সাইকোলজিক্যাল হরর

সিস্টেম রিকোয়ারমেন্টস:

কমপক্ষে:

পেন্টিয়াম ৪ ২.৪ গিগাহার্জ গতির প্রসেসর,

২ গিগাবাইট র‌্যাম,

রাডিয়ন এক্স১০৫০ গ্রাফিক্স কার্ড,

৩ গিগাবাইট ফ্রি হার্ডডিক্স স্পেস,

ডাইরেক্ট এক্স ৯.০সি

ডিক্সমোর মানসিক হাসপাতাল। হাসপাতালের নিরাপত্তা সিস্টেমে বাগ দেখা দিলে হঠাৎ সবগুলোর সেল দরজা খুলে যায়। এতে রোগীরা করিডোরের মধ্যে দিয়ে যেতে পারছে। তাদের মধ্যে দুজন হলো ডেনিয়্যাল ল্যাম্ব এবং লিও ক্যাসপার। ডেনিয়্যাল একজন এমন্যাসিয়ার রোগী, সে কিছুই মনে রাখতে পারে না, এমনকি সে জানে না যে সে কিভাবে এই হাসপাতালে এলো। লিও এর দক্ষতায় তারা হাসপাতাল হতে পালিয়ে আসতে পারে এবং ডেনিয়্যাল এর পুরাতন বাসায় গিয়ে উঠে। এখানে এসে ডেনিয়্যাল এর স্মৃতি কিছু কিছু ফিরে আসতে থাকে। সেখান থেকে তারা দুজন ডেনিয়্যাল এর অতীত খুঁজতে বেরিয়ে পরে। পথে তাদের বাধা হয়ে দাড়াঁয় বাউন্টি হান্টারস এর দল এবং একটি রহস্যজনক সংস্থা “দ্যা প্রোজেক্ট”।

গেমটির একপর্যায়ে ডেনিয়্যাল এর মনে পড়ে যে, সে একদা একজন টপ বিজ্ঞানী ছিল “পিকম্যান প্রোজেক্ট” এর। এটি একটি সরকারীয় অস্ত্র প্রোগ্রাম যেখানে ব্রেইনওয়াশিং এবং মাইন কনট্রোল টেকনিক বিদ্যমান ছিল। প্রোজেক্ট এর লক্ষ্য ছিল একদম পারফেক্ট গুপ্তচর (Assassin) নির্মাণ করা। বিজ্ঞানীরা “পিকম্যান ব্রিজ” নির্মাণ করেন। এটি একটি ব্রেইন ইমপ্লেন্ট, যেখানে একজন ভালো গুপ্তচর এর স্ক্রিণ এবং পারসোনালিটি রয়েছে যা কমান্ডের মাধ্যমে একটিভ করা যায়। এর দ্বারা একই শরীরে দুটি মন স্থাপন করা সম্ভব!!

ঘটনাচক্রে তারা দুজন ডাক্তার লিন্ডাকে খুঁজতে বের হয়। লিন্ডা ডেনিয়্যাল এর সাবেক সহকর্মী তবে তার কাছে যাবার আগেই তারা গ্রেফতার হয়ে যায়। পরে ডেনিয়্যাল এর জ্ঞান ফিরে লিন্ডার রুমে। সেখানে সে সর্ম্পূণ ঘটনা জানতে পারে:

ছয় বছর আগে, প্রোজেক্ট এর ফান্ড প্রায় শেষ হয়ে আসতে থাকে। তখন ডেনিয়্যাল ব্রিজটি নিজের ব্রেইনে স্থাপন করে টেষ্ট করতে চায়, কারণ তার কাছে টাকা-পয়সা কিছুই ছিল না এবং তার পরিবারের বড় কিছু ঋণ পরিশোধের বাকি ছিল। এরফলে ডেনিয়্যালের ব্রেইনে ডেমেজ হয় ।

লিন্ডার আরো বলে যে লিও তার বিপক্ষে শুরু থেকেই লেগে রয়েছে। লিও ডেনিয়্যালের স্ত্রীকে খুন করে এবং এই খুনের জন্য লিও এভং ডেনিয়্যাল দুজনই গ্রেফতার হয় এবং ডেনিয়্যাল কে মূল খুনী হিসেবে বিবেচনা করে তার ব্রেইন ওয়াশ করা হয় এবং ডিক্সমোর মানসিক হাসপাতালে বন্দি করে রাখা হয়।

এটা জানার পর ডেনিয়্যাল উঠে পরে লিওকে খুন করতে . . . . . .

ভাইরে কাহিনী আর কি লিখবো লাইনে লাইনে খুনা-খুনি ছড়াছড়ি!!!  👿

গেমটিতে তুমি ডেনিয়্যাল অথবা লিও এর হয়ে খেলতে হবে। গেমটি থার্ড পারসন ভিউতে খেলা যায়। সিরিজের আগের গেমটির মতোই এটাতেও প্রাইমারী গোল হলো স্টেলথ এর ব্যবহার করে মানুষ খুন করা, যেখানে প্লেয়ারকে শত্রুর পিছন থেকে আঘাত করতে হয়। তবে চাইলে ভারী অস্ত্র এবং গোলাগুলিও করা যায় যেভাবে তুমি চাও। খুন করার তিনটি লেভেল রয়েছে। যত লেভেল উপরে যাবে তত বেশি জঘণ্য হবে খুনটি। লেভেল উপরে উঠানোর জন্য মাউস বাটন কিছুক্ষণ ধরে রাখতে হয় শত্রুর পিছনে থেকে।

ডাউনলোড:

এই সমস্ত লিংকগুলো মোটেই আমার নয় এবং আমি এই সমস্ত ফাইলগুলি আপলোড করিনি। তাই পাসওর্য়াড এবং অন্যন্যা সমস্যার জন্য আমি মোটেই দায়ী নই এবং থাকবোও না। আমি চেয়েছিলাম ডাউনলোড সেকশনটা বাদ দিতে তবে ডাউনলোড ব্যাতিত গেমস জোন অপূর্ণরয়ে যায়। তাই ডাউনলোড নিজ দায়িত্বে এবং নিজ ঝুঁকিতে করবেন। ডাউনলোড লিংক সংক্রান্ত কোনো ধরণের সার্পোট আমি দিতে পারবো না।

https://netload.in/dateiJD26LTg0bj/Manhunt.2-RELOADED-2000m.part2.rar.htm

https://netload.in/dateiwqTNeksqKa/Manhunt.2-RELOADED-2000m.part1.rar.htm

http://download.hellshare.com/manhunt-2-reloaded-2000m-part2-rar/10484959/

http://download.hellshare.com/manhunt-2-reloaded-2000m-part1-rar/10485068/

http://creafile.net/5zpur4ej179j/Manhunt.2-RELOADED-2000m.part2.rar.html

http://creafile.net/vlmhk0q7j2rd/Manhunt.2-RELOADED-2000m.part1.rar.html

http://egofiles.com/4N20W5h7T81kAPiX/Manhunt.2-RELOADED-2000m.part1.rar

http://egofiles.com/74Y5fd4SOZmt4lHs/Manhunt.2-RELOADED-2000m.part2.rar

http://ryushare.com/bea14db4e41/Manhunt.2-RELOADED-2000m.part1.rar

http://ryushare.com/b0140364722/Manhunt.2-RELOADED-2000m.part2.rar

Size: 3.28 GB

How to Install

1. Unrar.
2. Burn or mount the image.
3. Install the game.
4. Copy over the cracked content.
5. Play the game.

গেমস জোন মুলত টিউনারপেজ (www.tunerpage.com) ব্লগে আমি নিয়মিত এবং প্রথম থেকে লেখা আরম্ভ করেছিলাম। সেখানে গেমস জোনের মোট পর্বের সংখ্যা এখন পর্যন্ত ২০৮টি। আমি নিজে টিউনারপেজ, টেকটিউনস এবং বাংলা ফ্যামিলি ব্লগে গেমস জোন টিউন করে থাকি। আগে পিসি হেল্পলাইনে করতাম এখন করি না। তাই আপনারা যদি নিচের ৩ টি ব্লগের বাইরে অন্য কোনো ব্লগে আমার গেমস জোনের কপি দেখে থাকেন তাহলে দয়া করে কমেন্টে জানান অথবা ফেসবুকেও আমাকে জানাতে পারেন (fb.com/talented.fahad)

http://www.tunerpage.com

http://www.techtunes.io

http://www.banglafamily.com

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>><<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

যারা download করতে চাচ্ছেন তাদের একটা Torrent দিচ্ছি। অন্তত password নিয়ে চিন্তিত থাকতে হবে না।
Kickass torrent সচরাচর ভালো হয়। এই Torrent টি 16 likes & 0 unlikes সমৃদ্ধ।
যারা torrent ব্যাবহার করেন এটা তাদের উপকার করতে পারে।
আমি এটা থেকে Download শুরু করেছি। তাই Download এর পরের ব্যাপার সম্পর্কে কিছু বলতে পারছি না।

http://kickass.to/manhunt-2-pc-dvd-english-t3179908.html

খেলুন না!!! ভয় লাগে !!!

Level 0

I অজ্ঞান!!!

Level 2

গেমটা খেলতে মন তাইতাছে