সবাইকে ঈদের অগ্রিম সুভেচ্ছা জানিয়ে শুরু করছি গেমস জোনের নতুন এপিসোড। এখন আমি গ্রামের বাড়িতে আছি। কারেন্ট থাকে না ম্যাক্সিমাম টাইম। ল্যাপটপে কোনো রকমে আজকের এপিসোড টি লিখলাম। বেশি কিছু লিখতে পারিনি বলে মাইন্ড করো না তোমরা! 🙂
আমাকে কেউ কি কিছু টেকনোলজি প্রোগ্রামের সময়সূচি জানিয়ে দিতে পারবে? আমি শুধু “চ্যানেল নাইন” এর “টেক-গ্যারেজ” অনুষ্ঠানটি দেখি। আমি জানি যে অন্যান্য চ্যানেলেও টেক প্রোগ্রাম রয়েছে, কিন্তু কখন প্রচারিত হয় তা জানি না। তোমরা যারা অনুষ্ঠানগুলো দেখো তারা একটু কষ্ট করে কমেন্টে সময়সূচি গুলো জানিয়ে দিও। 🙄
টেনিস! হু! আজকের গেমস হলো টেনিস নিয়ে। ভার্চুয়া টেনিস (জাপানে পাওয়ার স্ম্যাশ নামে পরিচিত) একটি টেনিস গেমস সিরিজ যা ১৯৯৯ সালে সেগা-এএম৩ নির্মাণ করে এবং সেগার গেমস কনসোলে মুক্তি পেয়ে সিরিজটি শুরু করে। গেমস সিরিজটি তোমাকে বিভিন্ন টেনিস টুর্নামেন্টস এবং আরকেইড সিরিজের মধ্য দিয়ে খেলে যেতে হবে। প্রথম প্রথম গেমস সিরিজটি শুধুমাত্র সেগার গেমস কনসোলে ছাড়া হলেও পরে পিসি সহ অন্যান্য গেমস কনসোলে মুক্তি দেওয়া হয়।
সিরিজের অরিজিনাল এবং প্রথম গেম “ভার্চুয়া টেনিস” নির্মাণ করেছে সেগা-এম৩ শুধুমাত্র সেগা ন্যাওমি আরকেইড গেমস কনসোলের জন্য ১৯৯৯ সালে। পরে হিটম্যাকার এবং সেগা ড্রিমক্যাষ্ট মিলে গেমটির পিসি সংস্করণ ২০০০ সালে মুক্তি পায়। ২০০১ সালে সিকুয়্যাল “ভার্চুয়াল টেনিস ২” মুক্তি পায় গেমস কনসোলের জন্য কিন্তু পিসির জন্য হয়। পিসি সহ সমস্ত গেমস কনসোলের জন্য এ পর্যন্ত মাত্র ২টি গেমস রয়েছে সিরিজের।
গত বছর মানে ২০১২ সালে “ভার্চূয়া টেনিস চ্যালেঞ্জ” গেমটি আইফোন এবং এন্ড্রয়েড এর মুক্তি পেয়েছে।
ভার্চূয়া টেনিস
নির্মাতা:
সেগা এএম-৩
প্রকাশক:
সেগা
খেলা যাবে:
আরকেইড,
ড্রিমক্যাস্ট,
মাইক্রোসফট উইন্ডোজ,
গেম-বয় এডভ্যান্স,
এন-গেইজ
মুক্তি পেয়েছে:
১৯৯৯ থেকে ২০০৩ সালে বিভিন্ন কনসোলে
ধরণ:
স্পোর্টস
খেলার ধরণ:
সিঙ্গেল এবং মাল্টিপ্লেয়ার
সিস্টেম রিকোয়ারমেন্টস:
পেন্টিয়াম ৪ ২.৪ গিগাহার্জ গতির প্রসেসর,
২ গিগাবাইট র্যাম,
রাডিয়ন এক্স১০৫০ গ্রাফিক্স কার্ড
উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক ২,
ডাইরেক্ট এক্স ৯.০সি সাথে শেডার মডেল ২.০
গেমটি নিয়ে তেমন কিছূ বলার কিংবা লেখার নেই। যেহেতু এটি টেনিস গেম তাই গেমটিতে তোমাকে টেনিস ই খেলতে হবে। রয়েছে আরকেইড এবং ক্যারিয়ার মোডে খেলার সুযোগ। আরকেইডে পর পর ৫টি ম্যাচ খেলে জিতে নিতে পারো বিশ্ব চ্যাম্পিয়ন এর ট্রফিটি! যদি তুমি এই ম্যাচগুলোর ভালো ভাবে খেলতে পারো তাহলে তোমাকে সর্বশেষে “ম্যাস্টার” এর সাথে খেলতে হবে, সে গেমটির দুটি বসের মধ্যে একটি বস। আর ক্যারিয়ার মোডে খেলতে পারো অনেক কিছু, যেমন নিতে পারো ট্রেনিং এবং কিনতে পারো তোমার পোশাক, টেনিস ব্যাট, জুস, পার্টনার ইত্যাদি। তবে এগুলো কিনতে হলে লাগবে টাকা এবং টাকা অর্জন করতে পারো বিভিন্ন ইভেন্ট জয় করে। গেমটির মাল্টিপ্লেয়ার বলতে শুধুমাত্র ল্যান এর মাধ্যমে খেলা যাবে। পেন্টিয়াম ৪ এর জন্য পারফেক্ট টেনিস গেম এটি।
http://www.mediafire.com/?zw6k8v1mxsd647a
Password:
checkgames4u
File Type: ZIP
File Size: 48MB
**********************************************************************************
ভার্চুয়াল টেনিস ৩
নির্মাতা:
সেগা এএম-৩,
সুমো ডিজিটাল
প্রকাশক:
সেগা
খেলা যাবে:
আরকেইড,
প্লে-স্টেশন ৩,
এক্সবক্স ৩৬০,
মাইক্রোসফট উইন্ডোজ,
প্লে-স্টেশন পোর্টেবল (পিএসপি)
মুক্তি পেয়েছে:
২০০৬ থেকে ২০০৭ সালে বিভিন্ন কনসোলে
ধরণ:
স্পোর্টস
খেলার ধরণ:
১ থেকে ৪ জন মিলে খেলা যাবে
সিস্টেম রিকোয়ারমেন্টস:
পেন্টিয়াম ৪ ২.৪ গিগাহার্জ গতির প্রসেসর,
২ গিগাবাইট র্যাম,
জিফোর্স ৬৬০০ অথবা রাডিয়ন ৯৮০০ প্রো গ্রাফিক্স কার্ড
উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক ৩
ডাইরেক্ট এক্স ৯.০সি
গেমটিতে রয়েছে ওয়ার্ল্ড ট্যূার, টুর্নামেন্ট, এক্সিবিশন এবং কোর্ট গেমস মোড।
ওয়ার্ল্ড ট্যূার: গেমটির মূল উপদান হচ্ছে এটি। এখানে প্লেয়ার প্রথমে একটি টেনিসে প্লেয়ার (পুরুষ অথবা মহিলা) নির্বাচন অথবা তৈরি করে এবং SPT ওর্য়াল্ড ট্যুারে প্রবেশ করে ৩০০তম র্যাঙ্কিং নিয়ে। এখানে তোমার কাজ হলো ইভেন্ট গুলো জয় করে ১তম র্যাঙ্কিং এ উঠা।
টুর্নামেন্ট: এখানে তুমি তোমারে তৈরিকৃত কিংবা প্রোফেশনাল প্লেয়ার থেকে খেলোয়ার নির্বাচন করে ৫ টি ম্যাচ জিততে হবে। যদি তুমি ভালো র্যাঙ্ক অর্জন করতে পারো তাহলে তুমি ডুক অথবা কিং বস এর সাথে চ্যালেঞ্জ এ নামতে পারো
এক্সিবিশন: নিজের পছন্দ মত নিয়মে খেলা যাবে
কোর্ট গেমস: এটি ওয়ার্ল্ড ট্যুারের মিনিগেমস গুলো ফিচার করে মাল্টিপ্লেয়ার এর জন্য।
http://depositfiles.com/files/c67cdv1uk
Password:
http://www.gloverzz.blogspot.com
File Type: RAR
File Size: 293MB
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
ভার্চূয়া টেনিস ৪
নির্মাতা:
সেগা-এএম৩
প্রকাশক:
সেগা
খেলা যাবে:
প্লে-স্টেশন ৩,
প্লে-স্টেশন ভিটা,
এক্সবক্স ৩৬০,
মাইক্রোসফট উইন্ডোজ,
উইই
মুক্তি পেয়েছে:
২০১১ থেকে ২০১২ সালে বিভিন্ন কনসোলে
ধরণ:
স্পোর্টস
খেলার ধরণ:
সিঙ্গেল এবং মাল্টিপ্লেয়ার
সিস্টেম রিকোয়মেন্টস:
কমপক্ষে:
ডুয়াল কোর ২.৮ গিগাহার্জ গতির প্রসেসর,
জিফোর্স ৭৮০০ জিএস অথবা রাডিয়ন এক্স১৯০০ মডেলের গ্রাফিক্স কার্ড
২ গিগাবাইট র্যাম,
৫ গিগাবাইট ফ্রি হার্ডডিক্স স্পেস,
উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক ৩,
ডাইরেক্ট এক্স ৯.০সি সাথে শেডার মডেলে ৩.০
মিডিয়াম:
কোর ২ ডুয়ো ২.২ গিগাহার্জ গতির প্রসেসর,
জিফোর্স জিটিএক্স ২৬০ অথবা রাডিয়ন এইচডি ৪৮৭০ গ্রাফিক্স কার্ড
২ গিগাবাইট র্যাম,
হাই:
কোর আই ৩ ১.৮ গিগাহার্জ গতির প্রসেসর,
জিফোর্স জিটি ৬৪০ গ্রাফিক্স কার্ড
৪ গিগাবাইট র্যাম,
উইন্ডোজ সেভেন ,
ডাইরেক্ট এক্স ১০
আল্ট্রা:
কোর আই৭ ২৬০০কে ৪.৯ গিগাহার্জ গতির প্রসেসর,
রাডিয়ন এইচডি ৭৯৭০ ডিডিআর৫ গ্রাফিক্স কার্ড
৮ গিগাবাইট র্যাম,
উইন্ডোজ ৮,
ডাইরেক্ট এক্স ১১
সিরিজের সর্বশেষ পিসি গেম এটি। রয়েছে নতুন প্লেয়ার এবং ইভেন্ট। খেলে দেখতে পারো গেমটি।
skidrowcrack.com/virtua-tennis-4-black-box
http://www.skidrowgames.net/virtua-tennis-4-skidrow.html
http://compressedstuffs.blogspot.com/2013/07/virtua-tennis-4-highly-compressed-18-gb.html
or
Torrent:
http://torrents.thepiratebay.org/6492706/Virtua_Tennis_4-SKIDROW.6492706.TPB.torrent
http://www.torrents.net/torrent/2841435/Virtua-Tennis-4/
CDkey:
WTHKH-MCX94-H2DT6-XYQW4-G9623
আমার লেখা গেমস জোন শুধুমাত্র ফেসবুকে আমার নিজস্ব এবং গেমস জোনের আসল পেজ http://www.facebook.com/games.zone.bd এই পেজটাতে আমি শেয়ার করে থাকি। বাকি কোনো পেজে আমার গেমস জোনের পোষ্ট শেয়ার করা হয় না। যদি করে থাকে তাহলে তারা আমার পারমিশন ছাড়াই এ কাজ টি করেছে। আপনারা যদি ফেসবুকে আমার গেমস জোনের পোষ্ট সমূহ অন্যান্য পেজে পেয়ে থাকেন তাহলে একটু কষ্ট করে আমাকে জানিয়ে দেবেন প্লিজ। বহু কষ্ট করে বহু সময় খরচ করে গেমস জোনের এক একটি পর্ব লিখি আমি।
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>><<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!
sob gulo e pc ar jonno?