গেমস ওয়ার্ল্ড [পর্ব-১৫] :: Lost Planet 3

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গেমস ওয়ার্ল্ড

লস্ট প্ল্যানেট থ্রী , এইটা আবার কি ? এমন প্রশ্ন কারো আবার নেই তো । হু , থাকতে পারে । আর জানার জন্য টিউনটা কষ্ট করে পড়তে হবে ।

তথ্য

নির্মাতা : স্পার্ক আনলিমিটেড

প্রকাশক : ক্যাপকম

সিরিজ : লস্ট প্ল্যানেট

যেখানে চলবে : মাইক্রোসফট উইন্ডোজ , এক্সবক্স ৩৬০ , প্লেস্টেশন থ্রী

ধরন :  থ্রার্ড পারসন শুটার

মুক্তি পাবে : ২৭ আগস্ট ২০১৩

ঘটনা

লস্ট প্ল্যানেট থ্রী গেমস এর মূল চরিত্র জিম পেটন । লস্ট প্ল্যানেট থ্রী গেমসের ঘটনা শুরু হয়েছে লস্ট প্ল্যানেট সিরিজ গেমস এর প্রথম গেমস লস্ট প্ল্যানেট এর পূর্ব ঘটনা থেকে । প্রথমে দেখা যাবে একজন ব্যাক্তি তার স্ত্রী ও সন্তানকে পৃথিবী ফেলে এসেছে EDN-III এর জন্য । আর ওখানে গেমার কে একটি তাপের উৎস স্থাপন করতে হবে যার ফলে ওই গ্রহ বসবাসের উপযোগী হয় । তাই জিমকে তাপীয় শক্তি স্থাপনের জন্য কাজ করতে হবে । জিমের অর্থ দরকার যার জন্য সে ওয়েনের বাবার সাথে কাজ শুরু করে । ওয়েনের বাবা মানে লস্ট প্ল্যানেট গেমস সিরিজের প্রথম গেমস লস্ট প্ল্যানেটের মূল চরিত্র । গ্রহকে সুন্দর এবং বসবাস যোগ্য করার জন্য জিম কে অনেক কষ্ট করতে হবে । জিমকে ওই গ্রহের এলিয়েনদের সাথে যুদ্ধ করতে হবে । আর এলিয়েন গুলো এক্রিড নামে পরিচিত । শুধু তাই নয় জিমকে গ্রহের পরিবেশের সাথে যুদ্ধ করতে হবে । সেই গ্রহের পরিবেশ খুব ঠাণ্ডা । আর গেমসটি তে ষড়যন্ত্রে রহস্য রয়েছে । জিম তার প্রথম তাপীয় যন্ত্র স্থাপনের পড়ে বুঝতে পারে যে সে এবং তাদের লোক এই গ্রহে প্রথম আসেনি এর আগেও এক গ্রহ থেকে লোক এসেছিলো । কিন্তু তারা কোথায়.............................................

গেমসটি চালাতে যা যা লাগবে

 কমপক্ষে

অপারেটিং সিস্টেম : উইন্ডোজ এক্সপি

প্রসেসর : ডুয়াল কোর ২.৫ গিগাহার্জ

মেমোরি : ২ গিগাবাইট

গ্রাফিক্স : ৫১২ এমবি NVIDIA® GeForce® 9800 or better, ATI Radeon™ HD 4770 or better

ভালভাবে খেলতে

অপারেটিং সিস্টেম : উইন্ডোজ সেভেন

প্রসেসর : কোয়াড কোর  ২ . ৭  গিগাহার্জ বা এর বেশী

মেমোরি : ৪ গিগাবাইট

গ্রাফিক্স : NVIDIA® GeForce® GTX 460 or better , ATI Radeon™ HD 5440 or better

গেমস ওয়ার্ল্ডের সব পোস্ট শুধু মাত্র টেকটিউনে প্রকাশিত হয় । এছাড়া গেমস ওয়ার্ল্ড এর ফেসবুক পেজে দেওয়া হয় https://www.facebook.com/games.world.bangladesh

এছাড়া আমার ফেসবুক গ্রুপে পোস্ট করা হয় https://www.facebook.com/groups/157163864472441/ । এছাড়া অন্য কোথাও পোস্ট করা হয় না ।

Level New

আমি নভোজিত দাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 61 টি টিউন ও 156 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি Novojit das dipta । টেকটিউনে dj ndd forever নামে পরিচিত । গেমস ওয়ার্ল্ড নামে চেইন টিউন করছি । যা গেমস সম্পর্কিত । আমাকে ফেসবুকে পাবেন এই লিংকে https://www.facebook.com/novojitdas.dipta । গেমস ওয়ার্ল্ডের সাথে সব সময় থাকতে যোগদান করুন ঃ https://www.facebook.com/groups/gamesworldfans/ আর https://www.facebook.com/games.world.bangladesh


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস