গেমস ওয়ার্ল্ড [পর্ব-১৪] :: এসে গেলো SAINTS ROW IV

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গেমস ওয়ার্ল্ড

সেন্টস রো দ্যা থার্ডের কথা মনে আছে । আমি মনে করি সবার অবশ্যই থাকবে । হ্যাঁ , চমৎকার ওপেন ওয়ার্ল্ড গেমস , সাথে চমৎকার গ্রাফিক্স । আর গেমটির মধ্যের গাড়ি গুলো দেখলে নিড ফর স্পীডের কথা ভুলে যাই । নিড ফর স্পীডের চমৎকার গাড়ি গুলো এই গেমসটিতে আছে । আর গেমসের ঘটনা তো আমার সারা জীবনে চেষ্টা করলেও ভুলবো না । মনে করছেন বেশি বাড়িয়ে বলছি , একদম না গেমসটা যদি খেলে থাকেন তাহলে বুঝবেন । আর না খেলে থাকলে এখনি খেলুন । যে গেমসটির কথা এতক্ষণ বলছিলাম তার নাম সেন্টস রো দ্যা থার্ড ।গেমসটি রিলিজ পেয়েছিলো ২০১১ সালের ১৫ নভেম্বরে ।

এখন যেই গেমসের কথা বলবো তা এই গেমস সিরিজের নতুন গেমস । আর এর নাম সেন্টস রো ফোর ।

তথ্য

নির্মাতা : ভোলিশন ইঙ্ক

প্রকাশক : ডীপ সিলভার

প্লাটফর্ম : মাইক্রোসফট উইন্ডোজ , প্লেস্টেশন ৩ , এক্সবক্স ৩৬০

মুক্তির তারিখ : ২০ আগস্ট ২০১৩

ঘটনা

সেন্টস রো ফোরের ঘটনা শুরু হবে সেন্টস রো দ্যা থার্ডের শেষ মিশন  ''সেভ শাউনদি '' থেকে ।  তার ৫ বছর পর সাইরাস টেম্পেল একটি নিউক্লিয় রকেট পাঠানোর চিন্তা করছিলো । সেন্টসরা সেই প্রোজেক্ট থেকে আমেরিকাকে রক্ষা করে । এরপর যিন নামে একটা টিম , যা যিন্যাক এম্পেরর দ্বারা পরিচালিত । তারা পৃথিবী উপর আক্রমণ করে । তারপর গেমার মানে আমেরিকার প্রেসিডেন্ট , যিন্যাক এম্পেরর ও তার লোকদের দ্বারা বন্ধি হয় । এরপর স্টিলপোর্টে সহিংসতা শুরু হয়ে যায় ।

চরিত্র সমূহ

সেন্টস রো দ্যা থার্ডে আছে এমন অনেক চরিত্র সেন্টস রো ফোরে দেখা গেছে । কিনজি , সেন্টস রো দ্যা থার্ডে সে ছিলো একজন এফবিআই হ্যাকার । আর সেন্টস রো ফোরে তাকে হোয়াইট হাউজের প্রেস সচিব হিসেবে দেখা যাবে । আবার সেন্টস রো সিরিজে বেঞ্জামিন কে ভাইস কিং এর লিডার । কিন্তু এবার তাকে প্রেসিডেন্টের প্রধান স্টাফ হিসেবে দেখা যাবে ।

এছাড়াও চকচকে গাড়ি । ভিন্নতা যুক্ত মিশন । আরও অনেক ফিচার গেমসে রয়েছে । তাই বের হওয়ার সাথে সাথে গেমসটা কিনে ইন্সটল করে আমার বাসায় সিডি তা পাঠিয়ে দেবেন । :mrgreen:  :mrgreen:  :mrgreen:  :mrgreen:

সবাইকে গেমস ওয়ার্ল্ডের গ্রুপে আসার অনুরোধ করছি ।  https://www.facebook.com/groups/157163864472441/

Level New

আমি নভোজিত দাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 61 টি টিউন ও 156 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি Novojit das dipta । টেকটিউনে dj ndd forever নামে পরিচিত । গেমস ওয়ার্ল্ড নামে চেইন টিউন করছি । যা গেমস সম্পর্কিত । আমাকে ফেসবুকে পাবেন এই লিংকে https://www.facebook.com/novojitdas.dipta । গেমস ওয়ার্ল্ডের সাথে সব সময় থাকতে যোগদান করুন ঃ https://www.facebook.com/groups/gamesworldfans/ আর https://www.facebook.com/games.world.bangladesh


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস