গেমস ওয়ার্ল্ড [পর্ব-১৩] :: MAFIA 2 রিভিউ

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গেমস ওয়ার্ল্ড

আজকে আপনাদের কাছে আরেকটা জনপ্রিয় ওপেন ওয়ার্ল্ড গেমসের কথা বলব ।

এর নাম মাফিয়া টু

তথ্য

প্রকাশক :  টু কে গেমস

নির্মাতা : টু কে গেমস

রিলিজের তারিখ : ২৪ আগস্ট ২০১০

চলবে : মাইক্রোসফট উইন্ডোজ , প্লেস্টেশন থ্রি , এক্সবক্স ৩৬০

ঘটনা

ভিটোরিও অ্যান্থনিও  বা ভিটো ১৯২৫ সালে সিকিলির এক গরিব পরিবারে জন্মগ্রহণ করে । তার বাবা আর্থিক উন্নয়নের জন্য আমেরিকা যাওয়ার সিধান্ত নেয় । ভিটো তার বাবা , মা ও বোনের সাথে ১৯৩১ সালে আমেরিকায় চলে আসে । কিন্তু আমেরিকাতে এসে ভিটোদের যে থাকার বাসস্থান হয় টা সিকিলি থেকে খারাপ ছিল । আমেরিকাতে ভিটোর বাবার ছোট চাকরি হয় । এবং ভিটো নিজেকে একজন স্থানীয় সন্ত্রাসীর সাথে জরিয়ে ফেলে । তার নাম জো বারবারো । ১৯৪৩ সালে ভিটোর বাবা কাজ করার সময় মারা  যায় । ভিটোর পরিবারে দারিদ্র নেমে আসে । ভিটো বাধ্য হয় নিজেকে সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়াতে । সন্ত্রাসী কার্যকলাপের জন্য জেল খাটার পর ভিটো ইউএস সেনাবাহিনীতে যোগদান করে বিশ্বযুদ্ধে অংশ নেয় । যুদ্ধ শেষে ভিটো আবার তার দেশে ফিরে আসে । বাড়ি ফিরে জানতে পারে তার ছোট বোন এক ব্যাক্তির কাছ থেকে অনেক অর্থ ধার নিয়েছে । কারন তাদের অর্থ সঙ্কট চলছিলো । তার মা তাকে সৎ পথে অর্থ আয়ের কথা বলে । কিন্তু ভিটোর মা জানত না ভিটোর ছোট বোন যে অনেক অর্থ ধার করেছে । আর ভিটো দেখলো সৎ পথে অর্থ আয় করা অনেক কঠিন । তাই সে সহজ রাস্তা বেছে নিলো টা হল ..... মাফিয়া ।

বাকি ঘটনা জানার জন্য গেমটা খেলতে হবে।

Level New

আমি নভোজিত দাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 61 টি টিউন ও 156 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি Novojit das dipta । টেকটিউনে dj ndd forever নামে পরিচিত । গেমস ওয়ার্ল্ড নামে চেইন টিউন করছি । যা গেমস সম্পর্কিত । আমাকে ফেসবুকে পাবেন এই লিংকে https://www.facebook.com/novojitdas.dipta । গেমস ওয়ার্ল্ডের সাথে সব সময় থাকতে যোগদান করুন ঃ https://www.facebook.com/groups/gamesworldfans/ আর https://www.facebook.com/games.world.bangladesh


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আমি গেমটি দুইবার শেষ করেছি । গেমিং জগতে মাফিয়া হতে চাইলে এটা একটি অসাধারন গেম ।