ছোটবেলাতে আমি অনেক দুষ্ট ছিলাম । স্কুলে যখন যেতাম তখন খালি শয়তানি মাথায় ঘুরতো । কিন্তু মায়ের ভয়ে কিছু করতাম না । কিন্তু ভার্চুয়াল জগতে কেউতো আর আপনার বাঁধা হয়ে দাঁড়াবে না । আর আপনি যত রকমের শয়তানি আছে তা করতে পারবেন । তাই আজ আমি নিয়ে আপনাদের কাছে এমন একটি গেমস সম্পর্কে বলব তার মাধ্যমে আপনি হয়ে উঠবেন একজন ভার্চুয়াল বখাটে সরি একজন গেমার বখাটে ।
আর গেমটার নাম হল বুলি ।
নির্মাতা : রকস্টার গেমস নিউ ইংল্যান্ড
প্রকাশক : রকস্টার গেমস
প্লাটফর্ম ও রিলিজের তারিখ : প্লেস্টেশন টু ( ১৭ অক্টোবর ২০০৬ ) , এক্সবক্স ৩৬০ ও উই ( ৪ মার্চ ২০০৮ ) , মাইক্রোসফট উইন্ডোজ ( ২১ অক্টোবর ২০০৮ ) , প্লেস্টেশন থ্রী ( ১৮ ডিসেম্বর ২০১২ )
বুলি গেমসের ঘটনা নিউ ইংল্যান্ডের বুলওরথ নামক এক বোর্ডিং স্কুলে । এই স্কুলের একজন ছাত্র হলো জিমি হপকিমস । জিমির সৎ বাবা এবং আপন মা জিমিকে এই বোর্ডিং স্কুলে রেখে যায় । ওই বোর্ডিং স্কুলের হেডমাস্টার জিমি কে সতর্ক করে দেয় সে যেন কোন উল্টোপাল্টা কাজ না করে । প্রথম দিনেই জিমি গ্রে স্মিথ এবং পেটি কালাওাস্কির সাথে বন্ধুত্ব হয় । তারা জিমিকে রাসেল সম্পর্কে বলে । রাসেল হলো স্থানীয় বুলি লিডার । গ্রে স্মিথ এবং পেটি কালাওাস্কির ও জিমি পুরো স্কুলের কর্তিত্ব নিতে চায় ।
এই গেমস এর মূল চরিত্র , তার বয়স ১৫ বছর । জিমি যত গুলো স্কুলে পড়ালেখা করেছে সব স্কুলেই তার বদনাম আছে । সে যত গুলো স্কুলে পড়েছে সব গুলো থেকে সে বহিষ্কৃত হয়েছে তার শয়তানির জন্য ।
গ্রে স্মিথ হচ্ছে জিমির বন্ধু । সে জিমিকে বিভিন্ন শয়তানি কাজে যুক্ত করে এবং উৎসাহ দেয় । এবং ওই সব কাজে অংশগ্রহণ করে । সে চায় স্কুল চালাতে এবং মারপিট করতে সে খুব ভালোবাসে ।
পেটি কালাওাস্কি খুব বুদ্ধিমান । সে জিমিকে বুদ্ধি দিয়ে সাহায্য করে । এবং জিমির খুব ভালো বন্ধু ।
ড. ক্যাবেলস্নিথ হলো বুলঅরথ স্কুলের হেডমাস্টার । তিনি দুর্নীতিগ্রস্থ । ড. ক্যাবেলস্নিথ বুলীদের উপর প্রভাব বিস্তার করতে চাইতো ।
রাসেল হল বুলঅরথ স্কুলের শক্তিশালী ছাত্র । রাসেলকে কুপোকাত করার পর রাসেল জিমির বন্ধু ো সহযোগী হয়ে উঠে ।
জো একজন মেয়ে , সে তার জিম টিচার সম্পর্কে ড. ক্যাবেলস্নিথের কাছে অভিযোগ করে ছিল , যার কারনে সে ড. ক্যাবেলস্নিথের দ্বারা বহিষ্কৃত হয়েছিলো ।
গেমসটি অ্যাকশান অ্যাডভ্যানচার ওপেন ওয়ার্ল্ড ধরনের । গেমসটি তে মূল মিশন ব্যাতিত বিভিন্ন ছোট মিশন আছে যা খেলে সব গেমারদের ভালো লাগবে । আর সবচেয়ে মজা হল স্কুলের মধ্যে শয়তানি করার মজা পাবেন গেমসটিতে ।
গেমস তার সর্বশেষ ও ভার্সন হল bully scholarship edition . সেটার ডাউনলোড লিংক দিলাম ।
অপারেটিং সিস্টেম : এক্সপি , ভিস্তা , উইন্ডোস ৭
প্রসেসর : ডুয়াল কোর ২ গিগা হার্জ
মেমোরি : ১ গিগা বাইট
গ্রাফিক্স কার্ড : ২৫৬ এমবি
খালি জায়গা : ৫ গিগা বাইট
আমি নভোজিত দাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 61 টি টিউন ও 156 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি Novojit das dipta । টেকটিউনে dj ndd forever নামে পরিচিত । গেমস ওয়ার্ল্ড নামে চেইন টিউন করছি । যা গেমস সম্পর্কিত । আমাকে ফেসবুকে পাবেন এই লিংকে https://www.facebook.com/novojitdas.dipta । গেমস ওয়ার্ল্ডের সাথে সব সময় থাকতে যোগদান করুন ঃ https://www.facebook.com/groups/gamesworldfans/ আর https://www.facebook.com/games.world.bangladesh
যারা গেমস ওয়ার্ল্ডের গ্রুপে যোগদান করতে চান তারা এই লিংকে যান । https://www.facebook.com/groups/157163864472441/