কেমন আছেন গেমস ফ্যানরা ? আজকে আমি যা আনলাম তা আপনাদের কাছে একটি চমক হতে পারে । হ্যাঁ , ৬ টি গেমস প্রায় জিটিএ এর মত । আমরা যারা গেমস ফ্যান তারা জিটিএ ভাইস সিটি , সানঅ্যান্ডরেস , জিটিএ ফোর গেমস খেলি কিন্তু এই গেমস গুলো টানা খেললে ১৫ থেকে ২ মাসেই গেমসগুলো শেষ করা যায় । তারপর কি আমরা বসে থাকবো ও বাচ্চাদের মত আঙ্গুল চুষবো । না , আমরা জিটিএ এর মত আরো গেমস খেলব । বেশি ফালতু কথা বলে ফেললাম , এখন কাজের কথায় আসি ।
আমি যেভাবে সিরিয়াল সাজিয়েছি , তাতে সর্ব প্রথম মিলকে প্রাধান্য দিয়েছি এরপর প্রাধান্য দিয়েছি গেমসের জনপ্রিয়তাকে ।
এই গেমসটির কথা হয়তো অনেকে শুনেছেন । এই গেমসটি মিলের দিক থেকে প্রথম এবং জনপ্রিয়তার দিক থেকেও প্রথম । এই গেমসটি চমৎকার ফিচার , চমৎকার গ্রাফিক্স আপনাকে অবশ্যই মুগ্দ্ধ করবে । আর এই গেমসটি জিটিএ এর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী । এর সর্বশেষ গেমটি হলো সেন্টস রো দ্যা থ্রার্ড । সবচেয়ে মজার বিষয় হলো গেমসটিতে বিখ্যাত রেসলার হাল্ক হোগান কণ্ঠ দিয়েছে । সেন্টস রো দ্যা থ্রার্ড গেমসটি ২০১১ সালের ১৫ তারিখ মুক্তি পায় । এর নতুন গেমসটি এই বছরের ২০ আগস্ট মুক্তি পাবে । এর নাম হবে সেন্টস রো ফোর । গেমসটি পিসি , এক্সবক্স ৩৬০ এবং প্লেস্টেশন ৩ তে খেলা যাবে ।
গেমসটি মিলের দিক থেকে ২য় কিন্তু জনপ্রিয়তার দিক থেকে ৩য় । গেমসটি নির্মাণ করেছে স্কোয়ার এনিক্স । গেমসটি ২০১২ সালের টপ ১০ গেমসগুলোর একটি । গেমসটি সম্পর্কে বিস্তারিত জানতে এই লিংকে যান
এই গেমস সিরিজের দুইটি গেমস আছে । প্রথমটি হল মাফিয়া আর দ্বিতীয়টি হল মাফিয়া ২ । গেমসটি গড়ে উঠেছে মাফিয়াদের ঘটনা নিয়ে । দুইটিই আমেরিকার প্রেক্ষাপটে । গেমসটি সম্পর্কে বিস্তারিত লিখলাম না । বিস্তারিত জানতে এই লিংকে যান আর ডাউনলোড করতে এই লিংকে । শুধু মাত্র মাফিয়া ২ এর ডাউনলোড লিংক দেওয়া হয়েছে ।
এই গেমটা রকস্টার গেমসের । তবে দুঃখের বিষয় গেমটি শুধু মাত্র প্লেস্টেশন ৩ তে খেলা যাবে ।
ইএ গেমসের গেমস এইটি । এর সর্বশেষ গেমসটি হচ্ছে দ্যা গডফাদার টু । দ্যা গডফাদার টু এর ডাউনলোড লিংক ।
গেমস টি অ্যাকটিভিশনের । তবে অ্যাকটিভিশন গেমসটির নতুন ভার্সন আর রিলিজ করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে ।
আমি নভোজিত দাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 61 টি টিউন ও 156 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি Novojit das dipta । টেকটিউনে dj ndd forever নামে পরিচিত । গেমস ওয়ার্ল্ড নামে চেইন টিউন করছি । যা গেমস সম্পর্কিত । আমাকে ফেসবুকে পাবেন এই লিংকে https://www.facebook.com/novojitdas.dipta । গেমস ওয়ার্ল্ডের সাথে সব সময় থাকতে যোগদান করুন ঃ https://www.facebook.com/groups/gamesworldfans/ আর https://www.facebook.com/games.world.bangladesh
জিটিএ সিরিজের তুলনা জিটিএ সিরিজ ই। 🙂