গেমস ওয়ার্ল্ড [পর্ব-১০] :: GTA এর মত ৬ টি গেমস ( Grand Theft Auto ফ্যানদের জন্য )

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গেমস ওয়ার্ল্ড

কেমন আছেন গেমস ফ্যানরা ? আজকে আমি যা আনলাম তা আপনাদের কাছে একটি চমক হতে পারে । হ্যাঁ , ৬ টি গেমস প্রায় জিটিএ এর মত । আমরা যারা গেমস ফ্যান তারা জিটিএ ভাইস সিটি , সানঅ্যান্ডরেস , জিটিএ ফোর গেমস খেলি  কিন্তু এই গেমস গুলো টানা খেললে ১৫ থেকে ২ মাসেই গেমসগুলো শেষ করা যায় । তারপর কি আমরা বসে থাকবো ও বাচ্চাদের মত আঙ্গুল চুষবো । না , আমরা জিটিএ এর মত আরো গেমস খেলব । বেশি ফালতু কথা বলে ফেললাম , এখন কাজের কথায় আসি ।

আমি যেভাবে সিরিয়াল সাজিয়েছি , তাতে সর্ব প্রথম মিলকে প্রাধান্য দিয়েছি এরপর প্রাধান্য দিয়েছি  গেমসের জনপ্রিয়তাকে ।

১। সেন্টস রো  ( সিরিজ )

এই গেমসটির কথা হয়তো অনেকে শুনেছেন । এই গেমসটি মিলের দিক থেকে প্রথম এবং জনপ্রিয়তার দিক থেকেও প্রথম । এই গেমসটি চমৎকার ফিচার , চমৎকার গ্রাফিক্স আপনাকে অবশ্যই মুগ্দ্ধ করবে । আর এই গেমসটি জিটিএ এর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী । এর সর্বশেষ গেমটি হলো সেন্টস রো দ্যা থ্রার্ড । সবচেয়ে মজার বিষয় হলো গেমসটিতে বিখ্যাত রেসলার হাল্ক হোগান কণ্ঠ দিয়েছে ।  সেন্টস রো দ্যা থ্রার্ড গেমসটি ২০১১ সালের ১৫ তারিখ মুক্তি পায় । এর নতুন গেমসটি এই বছরের ২০ আগস্ট মুক্তি পাবে । এর নাম হবে সেন্টস রো ফোর । গেমসটি পিসি , এক্সবক্স ৩৬০ এবং প্লেস্টেশন ৩ তে খেলা যাবে ।

২। স্লিপিং ডগস

গেমসটি মিলের দিক থেকে ২য় কিন্তু জনপ্রিয়তার দিক থেকে ৩য় । গেমসটি নির্মাণ করেছে স্কোয়ার এনিক্স । গেমসটি ২০১২ সালের টপ ১০ গেমসগুলোর একটি । গেমসটি সম্পর্কে বিস্তারিত জানতে এই লিংকে যান

৩। মাফিয়া ( সিরিজ )

এই গেমস সিরিজের দুইটি গেমস আছে । প্রথমটি হল মাফিয়া আর দ্বিতীয়টি হল মাফিয়া ২ । গেমসটি গড়ে উঠেছে মাফিয়াদের ঘটনা নিয়ে । দুইটিই আমেরিকার প্রেক্ষাপটে । গেমসটি সম্পর্কে বিস্তারিত লিখলাম না । বিস্তারিত জানতে এই লিংকে যান আর ডাউনলোড করতে এই লিংকে । শুধু মাত্র মাফিয়া ২ এর ডাউনলোড লিংক দেওয়া হয়েছে ।

৪। রেড ডেড রেদেমপশন

এই গেমটা রকস্টার গেমসের । তবে দুঃখের বিষয় গেমটি শুধু মাত্র প্লেস্টেশন ৩ তে খেলা যাবে ।

৫ । দ্যা গডফাদার ( সিরিজ )

ইএ গেমসের গেমস এইটি । এর সর্বশেষ গেমসটি হচ্ছে দ্যা গডফাদার টু ।  দ্যা গডফাদার টু এর ডাউনলোড লিংক

৬। ট্রু ক্রাইম ( সিরিজ )

গেমস টি অ্যাকটিভিশনের । তবে অ্যাকটিভিশন গেমসটির নতুন ভার্সন আর রিলিজ করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে ।

আর যারা ফেসবুকে গেম ওয়ার্ল্ড এর গ্রুপে থাকতে চান তারা এই লিংকে যান

Level New

আমি নভোজিত দাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 61 টি টিউন ও 156 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি Novojit das dipta । টেকটিউনে dj ndd forever নামে পরিচিত । গেমস ওয়ার্ল্ড নামে চেইন টিউন করছি । যা গেমস সম্পর্কিত । আমাকে ফেসবুকে পাবেন এই লিংকে https://www.facebook.com/novojitdas.dipta । গেমস ওয়ার্ল্ডের সাথে সব সময় থাকতে যোগদান করুন ঃ https://www.facebook.com/groups/gamesworldfans/ আর https://www.facebook.com/games.world.bangladesh


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জিটিএ সিরিজের তুলনা জিটিএ সিরিজ ই। 🙂

আমার কাছে sleeping DOGS টা Havvy লাগছে (যদিও খেলিনি)…:)

Mafia 2 গত বছর Game Over দিছি ।One of the best game I ever played 😀

    @আবির: আমার কাছেও same এইটাই লেগেছে । ধন্যবাদ কমেন্ট করার জন্য ।

Level 0

স্লিপিং ডগস্‌ আমার কাছে ১০ এ ৯ পাবে। ১০ দিলাম না ইচ্ছা করেই।

যদিও জিটিএ সিরিজটি রক্সটার গেম্‌সের তৈরি করা বিখ্যাত এক সিরিজ, কিন্তু রেড ডেড সিরিজের রেড ডেড রিডেম্পশান গেমটি কিন্তু রক্সটারের একটি সেরা কাজ। এটি শুধুমাত্র পিএস থ্রি এর জন্যে বলে বাংলাদেশের মানুষের কাছে কম পরিচিত।

নাহলে একবার খেলার পর মানুষ বুঝতে পারত, কি অসাধারণ কাজ করেছে রক্সটার। জিটিএ ফাইভ এখনো বের হয়নি, এ কারণে এখনো আমার কাছে রক্সটার তৈরিকৃত সিরিজের মধ্যে রেড ডেড রিডেম্পশানই সেরা বলে মনে হয়েছে। এই গেমটি যখন রিলিজ হয় তখন গেমিং দুনিয়ায় হুলুস্থুল পড়ে যায়। সেবার গেম অফ দ্য ইয়ার নির্বাচিত হয়েছিল এটি। অধিকাংশ ক্ষেত্রে এটি ১০ এ ১০ রেটিং পেয়েছিল।

    @moonshine: ধন্যবাদ , আপনি কি সেন্টস রো দ্যা থ্রার্ড খেলেছেন ?

প্রিয় টিউনার,

আপনার টিউনটি টেকটিউনস চেইন টিউন হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিনন্দন আপনাকে!

টেকটিউনসে চেইন টিউন কীভাবে প্রক্রিয়া হয় তা জানতে টেকটিউনস সজিপ্র এর https://www.techtunes.io/faq “চেইন টিউন” অংশ দেখুন।

নিয়মিত চেইন টিউন করুন। এখন থেকে আপনার নতুন করা চেইন টিউন গুলো টেকটিউনস থেকে চেইন এ যুক্ত করা হবে। চেইন টিউনে যুক্ত হবার ফলে চেইনের প্রতিটি পর্ব একসাথে থাকবে।

চেইনে নতুন পর্ব যুক্ত হলে তা টেকটিউনসের প্রথম পাতায় দেখা যাবে এবং “সকল চেইন টিউনস” https://www.techtunes.io/chain-tunes/ পাতায় চেইন টিউনটি যুক্ত হবে।

নিয়মিত চেইন টিউন করে নতুন নতুন টিউন আপনার চেইনে যুক্ত করুন এবং অসম্পূর্ণ না রেখে আপনার চেইন টিউনে নিয়মিত পূর্ণাঙ্গ রূপ দিন।

মেতে থাকুন প্রযুক্তির সুরে আর নিয়মিত করুন চেইন টিউন!

Level 0

গেমটির সবচেয়ে ভাল বৈশিষ্ট হল এর গ্রাফিক্স ও সাওন্ড , যা আপনি GTA- I, II, III, S.A. , L.C. তে পাবেন না ।

Level 3

valo to valo na!

সুন্দর হয়েছে। ধন্যবাদ।