জি টি এ ভাইস সিটি খেলার দিন অনেক আগেই শেষ । তার পর রকস্টার গেমস জি টি এ সিরিজের আরো দুইটি গেমস রিলিজ দিয়েছে তা হল জিটিএ সানঅ্যান্ডরেস এবং জিটিএ ফোর । এখন সেই সব গেমস জনপ্রিয় থাকলেও এখন সময় এসেছে গেমস পরিবর্তনের । জিটিএ সিরিজ নির্মাতা রকস্টার গেমস নিয়ে এসেছে জিটিএ সিরিজের নতুন গেমস জিটিএ ৫ ।
সিরিজের অন্য গেমসের মতই গেমসটি হবে ওপেন ওয়ার্ল্ড । আর গেমসটি তার আগের প্রায় সব বৈশিষ্ট্য ধরে রাখলেও নতুন কিছু যুক্ত হয়েছে গেমসটিতে , তা হল নতুন ফিচার , নতুন গ্রাফিক্স , নতুন পরিবেশ মানে নতুন শহর , আর সবচেয়ে বড় কথা হল নতুন ঘটনা । আর যার জন্য রকস্টার গেমসের গেমস গুলো এতো জনপ্রিয় ।
নির্মাতা : রকস্টার গেমস নর্থ
প্রকাশক : রকস্টার গেমস
বিতরণকারী : টেক টু ইন্টারঅ্যাক্টিভ
প্লাটফর্ম : এক্সবক্স ৩৬০ , প্লেস্টেশন ৩
মুক্তি পাবে : ১৭ সেপ্টেম্বর ২০১৩
তবে কষ্টের বিষয় হলো এই যে গেমসটির পিসি ভার্সন নাও রিলিজ পেতে পারে । পেলেও ১ বছর পর ।
প্রথমে কথা ছিল ২০১২ সালের আমেরিকার সামারে মানে গ্রীষ্মকালে গেমসটি রিলিজ পাবে । কিন্তু পরবর্তীতে রকস্টার গেমস ঘোষণা দেয় যে ২০১২ তে নয় গেমসটি ২০১৩ তে রিলিজ পাবে ।
জিটিএ সানঅ্যান্ডরেসের মতই জিটিএ ফাইভ সুন্দর শহর লস স্যানতসে । শুধু জিটিএ সানঅ্যান্ডরেসের স্থান গুলোই নয় জিটিএ ফোর এবং রকস্টার গেমসের আরেকটা বিখ্যাত গেমস রেড ডেড রেডেমশন স্থান গুলো যুক্ত হয়েছে গেমসটিতে । আর গেমসটি বর্তমান সময়ের ঘটনা নিয়ে গড়ে উঠেছে । মানে ২০১৩ সালের পরিবেশ গেমসটিতে বিদ্যমান । জিটিএ অন্য গেম যেমন ভাইস সিটি এবং জিটিএ সানঅ্যান্ডরেস পুরনো সময়ের ঘটনা নিয়ে গড়ে উঠেছিল । যেমন জিটিএ সানঅ্যান্ডরেস ১৯৯২ এর ঘটনা নিয়ে গড়ে উঠেছিল যার কারনে ঘরবাড়ি , রাস্তাঘাট , গাড়ি সব পুরনো টাইপের ছিল। কিন্তু জিটিএ ফাইভ বর্তমান পরিস্থিতি নিয়ে তাই গেমস সব আধুনিক স্পোর্টস কার এবং নতুন গাড়ি পাওয়া যাবে । শুধু তাই নয় নতুন চকচকে গ্রাফিক্স মুদ্ধ করে দিবে আপনাকে ।
তবে দুঃখ পাওয়ার কিছুই নাই । কারন সর্বশেষ জানতে পেরেছি যে কম্পিউটারের জন্য বানানোর কাজের প্রস্ততি নিচ্ছে রকস্টার গেমস ।
গেমসটি তিনটি চরিত্র নিয়ে গড়ে উঠেছে । তারা হলেন ফ্রাঙ্কলিন , মাইকেল , ট্রেভর । এই তিন চরিত্র ভিন্ন ভিন্ন ক্ষমতা অধিকারি । মাইকেল একজন অভিজ্ঞ ব্যাংক ডাকাত এবং সে খুব নিখু্ঁত ভাবে গুলি করতে পারে । স্লিপিং ডগস গেমসের মত স্লো ডাউন টাইমের মধ্যে গুলি করতে পারে । আর ট্রেভর শারীরিক আঘাত করে সক্ষম , সে খুব মারপিটে দক্ষ এবং ভালো গুলি করতে পারে । ফ্রাঙ্কলিন খুব ভালো করে গাড়ি চালাতে পারে ।
গেমটি নিয়ে বর্তমানে গেমস বিশ্বে তোলপাড় চলছে । গেমসটি নিয়ে যে যার মত অনেক মন্তব্য করছে । তাই গেমসটি নিয়ে কিছু ভুল তথ্য মিলছে । এর উদাহরন অনেক । তবে গেমসটিতে বেশ কিছু ফিচার যুক্ত হয়েছে । সব মিলিয়ে গেমসটি হতে পারে ২০১৩ এর সেরা গেমস । আমি নিজেও কম্পিউটার ভার্সনের অপেক্ষায় আছি ।
আর সুখবর আছে তা হলো গেমস ওয়ার্ল্ডের ১০ তম পর্বে থাকছে চমক । আর যারা গেম ওয়ার্ল্ড এর গ্রুপে থাকতে চান তারা এই লিংকে যান ।
আমি নভোজিত দাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 61 টি টিউন ও 156 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি Novojit das dipta । টেকটিউনে dj ndd forever নামে পরিচিত । গেমস ওয়ার্ল্ড নামে চেইন টিউন করছি । যা গেমস সম্পর্কিত । আমাকে ফেসবুকে পাবেন এই লিংকে https://www.facebook.com/novojitdas.dipta । গেমস ওয়ার্ল্ডের সাথে সব সময় থাকতে যোগদান করুন ঃ https://www.facebook.com/groups/gamesworldfans/ আর https://www.facebook.com/games.world.bangladesh
ডাউনলোড লিঙ্ক কই??