গেমস জোন [পর্ব-১১৭] :: নিড ফর স্পিড সিরিজ (ঝটিকা রিভিউ)

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গেমস জোন

আমরা অনেকেই গাড়ি রেসিং নিয়ে বহুত গেম খেলেছি।But নিড ফর স্পিড গেমটির মত সমতুল্য আর কোন গেমস এখনো তৈরি হয় নি। সেই ১৯৯৪ সাল থেকে আজ ২০১৩ সাল পর্যন্ত পিসি,এক্স বক্স, এক্স বক্স ৩৬০, প্লে-ষ্টেশন, প্লে-ষ্টেশন ২, প্লে-ষ্টেশন ৩, প্লে-ষ্টেশন পোর্টেবল, গেইম কিউব, ডব্লিউ আই আই, নিট্রেন্ডু, মোবাইল ইত্যাদি ভিন্ন ভিন্ন কনসোলে দারুণ সব গেম আমাদের উপহার দিয়ে আসতেছে। Till 2013 নিড ফর স্পিড আমাদেরকে প্রায় ২০টার মত গেমস উপহার দিয়েছে। তো আসুন ঘুরে আসি নিড ফর স্পিড এর দুনিয়া থেকে>>>>>>>>

নিড ফর স্পিড

Company: Electronic Arts-Games Ltd.

Developers: 
EA Canada (1994-2001),
Black Box Games (2001-2002),
EA Black Box (2002-present)
EA Montreal (2009)
EA Singapore (2010)
Slightly Mad Studios (2009-2011)
Criterion Games (2010)

Publishers:
Electronic Arts

First Release:
The Need For Speed (August 31, 1994)

Latest Release:
Need For Speed: Most Wanted (November , 2012)

Official Website:
http://www.needforspeed.com

Total Sells (1994-2009):
102 million copies.

Games:

1. The Need For Speed,
2. Need For Speed II,
3. Hot Pursuit (1998),
4. High Stakes,
5. Porsche Unleashed,
6. Motor City Online,
7. Hot Pursuit 2,
8. Underground,
9. Underground 2,
10. Most Wanted, (Most Wanted Black Edition)
11. Carbon, (Own The City, Collectors Edition & Ultra)
12. ProStreet, (Collectors Edition)
13. Undercover,
14. Shift,
15. Nitro,
16. World (Online)
17. Hot Pursuit 2010,
18. Shift 2: Unleashed,
19. The RUN.

20.Most Wanted

21. Rivals

Exclusive for Free Download:

22. V-Rally
23. V-Rally 2
24. V-Rally 3

************************************************

The Need For Speed {NFS} (1994):


নিড ফর স্পিড সিরিজের সর্বপ্রথম গেমস এটি। যা ৩১ আগষ্ট, ১৯৯৪ সালে রিলিজ হয়। এটি প্রায় গ্রান্ড থেফ্ট অটো সিরিজের প্রথম গেমের মত ক্যামেরা আঙ্গেল দিয়ে বানানো। রিলিজের প্রথম সপ্তাহেই দারুন আয় করে ই.এ গেমস। তখন থেকেই গেমটি সিরিজ ভিত্তিক বানানোর পরিকল্পনা করা হয়। শুরুতে এর নাম ছিল শুরু স্পিড রেসিং। পড়ে এটির নাম নিড ফর স্পিড রাখা হয়। সর্বপ্রথম ১৯৯৪ সালে দ্যা নিড ফর স্পিড নামে 3DO কনসোলের জন্য এটি বানানো হয়। এরপর পিসি(ডস) ভার্সন এ ১৯৯৫ সালে রিলিজ হয়। এবং সর্বশেষ ১৯৯৬ সালে প্লে-ষ্টেশন এবং শার্টান কনসোলের জন্য এটিকে পুনরায় রিলিজ করা হয়।

Need For Speed Special Edition (NFS-SE), (1996):


সিরিজের দ্বিতীয় গেম হলেও এটি পটভূমি হল ১৯৯৫ সালে নিড ফর স্পিড পিসি ভার্সন। এটি কে সিডি-রম এ চালানো সুবিধা যোগ করে বাজারে রিলিজ করা হয়। এটিতে ডাইরেক্ট-এক্স ২ প্রযুক্তি এবং নেটওয়াকিং /টিপি প্রযুক্তি যোগ হয়। নতুন ২টি রাস্তা, রাত/দিন/সন্ধ্যা আবহাওয়া এবং কিছুটা গ্রাফিক্স উন্নত করে এটি বাজরে ছাড়া হয়।

Need For Speed II (NFS-II), (1997):


সিরিজের তৃতীয় গেম এটি। এটিতে তখনকার সর্বশেষ এক্সক্লুসিভ গাড়ির সমন্বয় করে রিলিজ করা হয়। নতুন কিছু রাস-া, উন্নত গ্রাফিক্স এবং নকআউট রেসিং মুড এটিতে যোগ করা হয়।

Need For Speed II –Special Edition (NFS II-SE), (1997):


সিরিজের এই গেমটি আগের ভার্সনের চেয়ে কিছুটা উন্নত। এক্সটা কিছু গাড়ি, এক্সটা রোড , Glide, 3D graphics, 3Dfx’sVoodoo, Voodoo 2 প্রযুক্তি যোগ করে এটি বাজারে আনা হয়।

Need For Speed III-Hot Pursuit (NFS III-HP), (1998):


সিরিজের এই গেম এ সর্বপ্রথম পুলিশ মোড চালু করা হয়। এতে প্লেয়ার নিজে পুলিশ সেজে বেখেপ্পা রেসারদের ধরতে পারবেন। সিরিজের এই গেমে সর্বপ্রথম নিড ফর স্পিড ওয়েবসাইট থেকে গাড়ি নামানোর (ডাউনলোড) সুবিধা যোগ করা হয়। এবং সিরিজের প্রথম Direct 3D hardware acceleration প্রযুক্তি যুক্ত করে রিলিজ করা হয়।

Need For Speed: High Stakes / Road Challenge (NFS HS/ NFS RC), (1999):


সিরিজের এই গেমটিকে High Stakes হিসাবে উত্তর আমেরিকাতে এবং Road Challenge নামে ইউরোপ এবং ব্রাজিলে, Conduite en etat de liberte নামে ফ্রান্সে এবং Brennender Asphalt নামে জার্মানিতে ১৯৯৯ সালের গ্রীষ্মকালে বাজারে রিলিজ করা হয়।

এতে বেশ কিছু নতুন রেসিং মোড যুক্ত করা হয় , এদের মধ্যে রয়েছে High Stakes, Getaway, Time Trap & Career. সিরিজের এই গেমে প্রথম ক্যারিয়ার মোড যুক্ত করা হয়।

Need For Speed: Porsche Unleashed/ Porsche 2000/ Porsche, (NFS PU/ NFS P2000, NFS P), (2000):


সিরিজের এই গেমটিকে Porsche Unleashed হিসাবে উত্তর আমেরিকাতে এবং Porsche 2000 নামে ইউরোপ এবং ব্রাজিলে, Porsche নামে জার্মানিতে ২০০০ সালে বাজারে রিলিজ করা হয়।
এতে প্লেয়ারের ড্রাইভিং স্কিল পরীক্ষা করার জন্য ক্যারিয়ার মোডের পাশাপাশি ফ্যাক্টরি ড্রাইভার মোড যুক্ত করা হয়। এবং এই গেম এ মাল্টিপ্লেয়ার স্পিলিট স্কিন সুবিধাটি যুক্ত হয় নি।

Need For Speed : Hot Pursuit II (NFS HP 2), (2002):


তখনকার দিন পর্যন্ত এই গেমে সর্বাধুনিক গ্রাফিক্স প্রযুক্তি যোগ করে বাজারে ছাড়া হয় ২০০২ সালে। তাই এটি বাজারে প্রচুর জনপ্রিয় হয়ে উঠে মাত্র রিলিজের ২ মাসের মধ্যেই।
হট পারসুট ২ গেমটি সিরিজের ৪র্থ গেম হট পারসুট গেমের আদলে তৈরি করা হয়েছে। এতে “in the driving seat” ক্যামেরাটি যুক্ত করা হয় নি। তবে আজকাল ইন্টারনেট এ মোডিং সুবিধার জন্য গেমটির বহু রকমের ক্যামেরা এঙ্গেল তৈরি হয়েছে। তবে সিরিজের এই গেমের মাধ্যমে পিসি ভার্সনের “মাল্টিপ্লেয়ার স্পিলিট স্কিন” মোড - এর সমাপ্তি ঘটেছে। গেমটিতে ল্যানের মাধ্যমে খেলার জন্য GameSpy’s internet matchmaking system প্রযুক্তি যোগ করা হয়। এবং এই গেমের মাধ্যমে ই.এ. কোম্পানি কর্তৃক লাইসেন্স কৃত রক/টেকনো মিউজিক যোগ করা হয়। মিউজিক সমূহ “EA – Trax” নামে নাম করণ করা হয় এবং একই নামে আলাদা ভাবে বাজারে শুধু মিউজিক ট্যাক গুলো রিলিজ করা হয়।

Need For Speed: Underground (NFS Underground), (2003):

সিরিজের এই গেমটির মাধ্যমে নিড ফর স্পিড গেম সিরিজটি ২য় জেনারেশন প্রযুক্তিতে যুক্ত হয়। এটি নভেম্বর ১৭, ২০০৩ সালে বাজারে আসে। সিরিজের এই গেমটি চালাতে হলে Hardware Transform & Lighting in Graphics Cards প্রযুক্তি পিসিতে থাকতে হয়। গেমটিতে নতুন ৩টি রেসিং মোড Drag, Drift & Sprint যুক্ত করা হয়। এবং এটিই সিরিজের প্রথম গেম যেটি একটি পূর্ব-পরিকল্পিত গল্পের মাধ্যমে খেলা যায়। সাথে যোগ করা হয় প্রয়োজনীয় “ইন গেম ভিডিও’স”।

Need For Speed: Underground 2 (NFS U2), (2004):

 

সিরিজের এই গেমটি আন্ডারগ্রাউন্ড গেমটির সিকুয়াল। যেটি নভেম্বর ১৫, ২০০৪ তে রিলিজ হয়। এতে নতুন ২টি রেসিং মোড Underground Racing League & Street X যুক্ত করা হয়। এর সাথে রেসিং নির্বাচন করতে শহরের বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে নির্বাচন করতে হয় ( Just Like “Grand Theft Auto” & “Midnight Club 2”) এবং নতুন মোড “outrun” যুক্ত হয় (similar to “Tokyo Xtreme Racer”)| এছাড়াও আমেরিকান ওয়্যারলেস কমিউনিকেশন কোম্পনি “Cingular Wireless” এর লোগো যুক্ত করে ফোন কল রিসিভের সুবিধা যুক্ত হয়।

Need For Speed: Underground Rivals (Only for PSP), (2005-2006):


সিরিজের এই গেমটি সর্বপ্রথম নিড ফর স্পিড গেম যেটি শুধু মাত্র সনি কোম্পানির প্লে-ষ্টেশন পোর্টেবল (পি.এস.পি) এর জন্য তৈরি করা হয়। এটি জাপানে ফেব্রুয়ারী ২৪- ২০০৫ সালে, নর্থ আমেরিকায় মার্চ ১৪- ২০০৫ সালে এবং সেপ্টেম্বর ১-২০০৫ সালে ইউরোপে রিলিজ হয়। পরে এটির সিকুয়াল Need For Speed: Underground Rivals Platinum জুন ৩০, ২০০৬ এ রিলিজ হয়।

Need For Speed: Most Wanted (NFS MW), (2005):

 
সিরিজের এই গেমটি নভেম্বর ১৬, ২০০৫ সালে PC, Xbox 360, Gamecube, Xbox, PS2, GBA, DS কনসোলে রিলিজ হয়। এবং গেমটি সিরিজের প্রথম গেম যেটি এক্স.বক্স ৩৬০ এ রিলিজ হয়। এটিকে Need For Speed: Most Wanted 5-1-0 নামে Sony- Play Station Portable (PSP) কনসোলে রিলিজ করা হয়। বরাবরের মতই এতে পুলিশ মোড যুক্ত হয় তবে এটি হট পারসুট এর এ্যাডভান্স ভার্সন। এতে CGI Effects & Motion Blue প্রযুক্তি যুক্ত করা হয় যার কারণে এর গ্রাফিক্স উন্নত পর্যায়ে চলে যায়। এতে ১৫টি ব্ল্যাক লিষ্ট রিভাল’স যুক্ত করা হয় যাদের কে হারানো নিয়ে গেমের গল্প এগিয়ে যায়। বাংলাদেশে এখনো গেমটি ব্যাপক জনপ্রিয়।

পরে ২০০৬ সালের প্রথম দিকে নিড ফর স্পিড এর ১০তম বার্ষিকীতে Need for Speed: Most Wanted Black Edition (NFS MWBE) নামে মোষ্ট ওয়ানটেড এর উন্নত ভাসর্ন বাজারে ছাড়া হয়। এতে নতুন কিছু রেস, চ্যালেজ্ঞ, নতুন কিছু বোনাস গাড়ি যুক্ত হয়। যাদের মধ্যে রয়েছে BMW E46, BMW M3 GTR, 1967 Chevrolet Camaro, Chevrolet Corvette C6,R, a Porsche etc.

Need For Speed: Carbon, (NFS Carbon), (2006):

 

সিরিজের এই গেমটি অক্টোবর ৩১, ২০০৬ সালে বাজারে আসে। গেমটিতে মোষ্ট ওয়ানটেড এর গল্প অনুসরণ করা হয়। তবে এর পুলিশ ব্যবস্থা মোষ্ট ওয়ানটেড এর তুলনায় উন্নত করা হয় যাকে বলে “nightmare-only racing”, এতে নতুন একটি গেম প্লে সুবিধা যোগ করা হয় যাকে বলা হয় “crew” এবং একটি নতুন রেসিং মোড “Canyon Duel” যুক্ত করা হয়। গেমটি আন্ডারগ্রাউন্ড সিরিজের আবহাওয়ার সাথে মিল থাকায় গেমটিতে শুধু রাত প্রযোজ্য থাকে। এছাড়া গাড়ির টিউনিং এ নতুন অপশন “Autosculpt” যুক্ত হয়। রিলিজের কিছুদিন পর গেমটির তিনটি উন্নত ভার্সন বাজারে আসে। যাদের মধ্যে রয়েছে NFS Carbon: Own The City, NFS Carbon: The Collector Edition & NFS Carbon Ultra (PSP).

Need For Speed: ProStreet, (NFS PS), (2007):

 

সিরিজের এই গেমটি নভেম্বর ২৩, ২০০৭ এ রিলিজ হয়। এতে গাড়ির ড্যামেজ কে উন্নত করা হয় যাকে “Realistic Damage” বলে। কার্টুনের মত গ্রাফিক্স, বোরিং ক্যারিয়ার মোড ইত্যাদি কারণে গেমটি বাজার মাত করতে পারে নি।

Need For Speed: Undercover, (NFS Undercover), (2008):

 

সিরিজের এই গেমটি নভেম্বর ১৮, ২০০৮ এ বাজারে আসে। গেমটি কে তৈরি করতে ১৬ মাস সময় নেন নির্মাতারা। গেমটি তে নতুন ২টি রেসিং মোড “open-world racing & Highway battle mode” যোগ হয়। গেমটিতে মোষ্ট ওয়ানটেড এর মতই পুলিশ যোগ করা হয়। তবে গেমটিতে পুলিশের ভুমিকায় প্লেয়ারকে বেশি খেলতে হয়। গেমটিতে ৫০টির উপরে গাড়ি যুক্ত করা হয়।

Need For Speed: Shift, (NFS Shift), (2009):

 

সিরিজের এই গেমটির মাধ্যমে নিড ফর স্পিড গেম সিরিজটি ৩য় জেনারেশন প্রযুক্তিতে যুক্ত হয়। গেমটি বাজারে আসে সেপ্টেম্বর ১৫, ২০০৯ সালে। গেমটি তে ৬০টির বেশি গাড়ি, ১৯টি রেসিং জায়গা ইত্যাদি মজুদ রয়েছে।

Need For Speed: Nitro, (Only for Nintendo DS & Wii), (2009):

 

সিরিজের এই গেমটি শুধু মাত্র নিনট্রেনডু ডিএস এবং উইই কনসোলের জন্য নভেম্বর ৩, ২০০৯ সালে বাজারে ছাড়া হয়।

Need For Speed: World, (NFS World), (2010):

 

মোষ্ট ওয়ানটেড এবং কারবোন এর গেমিং স্টাইল আপগ্রেটিং করে গেমটি বাজারে আসে জুলাই ২৭, ২০১০ সালে। এটি অনলাইন ভিক্তিক গেম হিসাবে বাজারে ছাড়া হয়। এতে মাল্টিপ্লেয়ার সুবিধা ৪ জনে উন্নত করা হয়।

Need For Speed: Hot Pursuit, (NFS HP 2010), (2010):

 

গেমটিতে পুলিশ চেসিং এর উপর জোরদার করে বাজারে আসে নভেম্বর ১৬, ২০১০ সালে। গেমটিতে ৬০টির বেশি গাড়ি রয়েছে, যেগুলো বেশির ভাগই রেসিং এবং পুলিশ মোড এ ব্যবহার করা যায়। আর কিছু এক্সক্লুসিভ গাড়ি রয়েছে উভয় পক্ষেই। গেমটিতে পুলিশ গাড়িকে হাই স্পিড গাড়িতে উন্নত করা হয়েছে। যে কারণে রেসিং গাড়ির তুলনায় গেমটিতে পুলিশ গাড়ির স্পিড বেশি হয়।

Need For Speed: Shift 2 Unleashed, (Shift 2), (2011):

 

সিরিজের ২০০৯ সালের গেম নিড ফর স্পিড শিফ্ট এর সিকুয়াল হল এই গেমটি। যেটি বাজারে আসে মার্চ ২৯, ২০১১ সালে। গেমটিতে রেকর্ড সংখ্যক ১৪০টির বেশি গাড়ি, ২০০টির বেশি জায়গা এবং সিরিজের সর্বপ্রথম গেম যেটিতে ডুয়াল আবহাওয়া মোড মানে দিন-এবং-রাত সুবিধা যোগ করে বাজারে ছাড়া হয়। গেমটি রিয়েল ওয়ার্ল্ড এর ৪০টি জায়গা রয়েছে।s

Need For Speed: The Run, (NFS RUN), (2011):

 

সিরিজের সর্বউন্নত গ্রাফিক্স এবং লেটেস্ট গেম হল নিড ফর স্পিড দ্যা রান গেমটি। গেমটি নভেম্বর ১৫, ২০১১ সালে বাজারে আসে। গেমটিতে নতুন রেসিং মোড “quick time events” যুক্ত হয়। গেমটিতে সিরিজের সমস- গাড়ির এক্সক্লুসিভ কালেকশন রয়েছে।

Need For Speed: Most Wanted (2012):

 

নিড ফর স্পিড: মোষ্ট ওয়ান্টেড (NFS MW) একটি ২০১২ সালের ওপেন ওয়ার্ল্ড রেসিং ভিডিও গেম। নির্মাণ করেছে ব্রিটিশ গেম নির্মাতা ক্রিটেরিয়ন গেমস এবং প্রকাশ করেছে ইএ / ইলেক্ট্রনিক আর্টস। গেমটি নিড ফর স্পিড সিরিজের ১৯তম সংস্করণ। একই নামে ২০০৫ সালে সিরিজের আরেকটি গেম রয়েছে। তাই অনেকেই একে মোষ্ট ওয়ান্টেড ১২ অথবা মোষ্ট ওয়ান্টেড ২ বলে থাকেন।

মোষ্ট ওয়ান্টেড গেমটির গেম-প্লে সিরিজের প্রথম মোষ্ট ওয়ান্টেড গেমটিতে থেকে নেওয়া হয়েছে। যেখানে প্লেয়ার একটি গাড়ি পছন্দ করে তিনটি টাইপের রেস মোড থেকে রেস করতে পারে। স্প্রিন্ট রেস যা এক পয়েন্ট হতে অরেকটি পয়েন্টে যেতে হয়, সার্কিট রেস যাতে ২ কিংবা ৩ টি ল্যাপ থাকে এবং স্পিড রানস যেখানে সর্বোচ্চ স্পিডের গতির উপর বিজয়ী নির্বাচন করা হয়। এছাড়াও রয়েছে এমবুশ রেস, যেখানে প্লেয়ারকে পুলিশ ঘিরে রাখবে এবং পুলিশ এর হাত থেকে পালাতে হবে যত তাড়াতাড়ি সম্ভব! পুলিশ মামারা কয়েকটি ভাগে আসবেন যেমনটি ২০০৫ সালের মোষ্ট ওয়ান্টেডে আসতেন! প্রতিটি ইভেন্টের পর ওই গাড়িটির দুটি পার্টস সমূহ আনলক হবে। রেসে ২য় হলে একটি এবং আরেকটি পার্টস আনলক করতে হলে অবশ্যই ১ম হতে হবে প্রতিটি রেসে।

সিরিজের আগের মোষ্ট ওয়ান্টেড গেমটির মতো এখানেও রয়েছে ব্ল্যাকলিষ্ট। যেখানে রয়েছে ১০ জন ব্ল্যাকলিষ্ট রেসার। এদের এক এক জনকে হারিয়ে প্লেয়ার তার গ্যারেজে ওইসব ব্ল্যাকলিষ্টের রেসারদের গাড়ি নিয়ে আসতে পারে এবং রকপোর্ট হতে নতুন শহর ফেয়ারহ্যাভেন এবং মার্টলি স্যারোসায় যেতে পারবে।

গেমটিকে বার্নআউট প্যারাডাইস গেমটির সাথে তুলনা করা হয়েছে। যেমন একটি রেসের সমাপ্তি প্লেয়ার যেকোনো একটি পছন্দের রাস্তায় করতে পারবে। এইটি কার্বনে “ক্রিউ চ্যালেঞ্জ” সিস্টেমে ছিল।

২০১০ সালের হট পারসূট থেকে ব্যবহৃত হয়ে আসা “অটোলগ”  সিস্টেম গেমটিতে রয়েছে।  তবে গেমটিতে অটোলগ সিস্টেমকে আরো আপগ্রেড করা হয়েছে যা প্লেয়ারকে আরো তথ্য দিতে সক্ষম।

গেমটিতে রয়েছে বাস্তব দুনিয়ার বেশ কিছু গাড়ি, রয়েছে মিক্সড মাসল গাড়ি, রয়েছে স্ট্রিট রেসার গাড়ি ইত্যাদি। গাড়িগুলো ভিজুয়্যাল এবং পারফরমেন্স এর দিক থেকে নিজের মতো করে সাজিয়ে নেওয়া যাবে।

Need For Speed: Rivals (NFS Rivals), (2013):

 

নিড ফর স্পিড রিভালস একটি আপকামিং ওপেন ওয়াল্ড রেসিং ভিডিও গেম যা তৈরি করেছে সুয়েডিশ গেমস ডেভেলোপার ঘোষ্ট গেমস। গেমটি নিড ফর স্পিড সিরিজের ২০তম গেম।  গেমটি সিরিজের প্রথম গেম যেটি পরের প্রজন্মের গেমস কনসোল প্লে-স্টেশন ৪ এবং এক্সবক্স ওয়ান এ মুক্তি পেতে যাচ্ছে। গেমটি নভেম্বর ১৯, ২০১৩ সালে মাইক্রোসফট উইন্ডোজ, প্লে-স্টেশন ৩ এবং এক্সবক্স ৩৬০ গেমস কনসোলে মুক্তি পাবে, প্লে-স্টেশন ৪ এবং এক্সবক্স ওয়ান গেমস কনসোল এর জন্য মুক্তি তারিখ এখনো ঠিক হয় নি।

নিড ফর স্পিড: রিভালস গেমটি ২০১০ সালে হট পারস্যুট গেমটির সিমিলার গেম-প্লে ফিচার করবে যেখানে পুলিশ হাই-স্পিড গাড়িকে ধাওয়া করবে। প্লেয়ার পুলিশ অথবা রেসার দুই ভাবেই খেলতে পারবে। প্রত্যেক সাইডে আলাদা আলাদা রুলস, রিস্ক এবং রিওয়াড রয়েছে। গেমটিতে ১১টি আপগ্রেডেবল গ্যাজেট রয়েছে।

গেমটির পটভূমি একটি ফিকশনার লোকেশনে, যার নাম রেডভিউ সিটি। গেমটি ওপেন ওয়াল্ড ২০১২ সালে মোস্ট ওয়ান্টেড এর সিমিলার হবে। গেমটিতে অটোলগ ফিচার থাকছেই।

গেমটির গাড়ি কাস্টমাইজেশন ফিচারটি আন্ডারগ্রাউন্ড টাইটেল হতে নেওয়া হয়েছে।

এছাড়াও গেমটিতে ফেরারি গাড়ি প্রায় ১১ বছর পর ফিরে আসে।

নিড ফর স্পিড। মনে হয় কখনোই এর প্রকাশনা বন্ধ হবে না!! হাহাহাহা। সিরিজের এই প্রথম গেমটি প্লে-স্টেশন এবং এক্সবক্স গেমস কনসোলের নতুন সংস্করণে বের হচ্ছে।

গেমটিতে প্লেয়ারের রেসার হিসেবে তার কাজ হচ্ছে স্পিড পয়েন্ট সংগ্রহ করা। স্পিড পয়েন্ট সংগ্রহ করা যাবে ঝুঁকিপূণ একশন করে। স্পিড পয়েন্ট সংগ্রহ করে এবং তা বৃদ্ধি করে প্লেয়ার বিভিন্ন লক করা গাড়ি এবং আইটেম আনলক করতে পারবে। তবে যত স্পিড পয়েন্ট বাড়তে তত পুলিশ মামার অত্যাচার বাড়বে এবং একবার ধরা খেলে সব স্পিড পয়েন্ট শেষ!! জলে গেল!!

গেমটিতে প্লেয়ারের পুলিশ হিসেবে কাজ একটাই! রেসারদের গ্রেফতার করা। যত গ্রেফতার তত র‌্যাঙ্ক। এবং যত বেশি র‌্যাঙ্ক তত বেশি নতুন নতুন টেকনোলজি আনলক হবে।

গেমটি তৈরি করা হয়েছে ফ্রোষ্টবাইট ৪ গেম ইঞ্জিণ দিয়ে। রয়েছে অলড্রাইভ সিস্টেম নামক নতুন ফিচার। এতে তোমার একা একা খেলার মজাটাই শেষ!! নেট কানেক্টশন থাকলে যেকোনো সময় তোমার ক্যারিয়ারে তোমার বন্ধু চলে আসতে পারে তোমার শত্রু হয়ে!! মনে হবে আসল দুনিয়ায় রাস্তা ক্রস করে তোমার এলাকায় এসে পড়লো!! সহজ কথায় বলতে গেলে, এটি কো-অপারেটিভ সিস্টেম এর উন্নত সংস্করণ।

গেমটি মোষ্ট ওয়ান্টেড এর ডাইরেক্ট সিকুয়্যাল না হলেও মোষ্ট ওয়ান্টেড এর অনেক থীম গেমটিতে ব্যবহার করা হয়েছে।

গেমটিতে সাউন্ড সিস্টেম সবচেয়ে উন্নত!! দেখা যাক কি হয়।

গেমটিতে গ্রাফিক্স সাজানো হয়েছে দুই ভাবে। পিসি,প্লে-স্টেশন ৩ এবং এক্সবক্স ৩৬০ এর জন্য একধরণে গ্রাফিক্স এবং প্লে-স্টেশন ৪, এক্সবক্স ওয়ান এর জন্য আরো উন্নত গ্রাফিক্স! কারন যা সহজ, প্লে-স্টেশন ৪ এবং এক্সবক্স ওয়ান আরো পরে মুক্তি পাবে তাই।

Download Zone:

এই সমস্ত লিংকগুলো মোটেই আমার নয় এবং আমি এই সমস্ত ফাইলগুলি আপলোড করিনি। তাই পাসওর্য়াড এবং অন্যন্যা সমস্যার জন্য আমি মোটেই দায়ী নই এবং থাকবোও না। আমি চেয়েছিলাম ডাউনলোড সেকশনটা বাদ দিতে তবে ডাউনলোড ব্যাতিত গেমস জোন অপূর্ণরয়ে যায়। তাই ডাউনলোড নিজ দায়িত্বে এবং নিজ ঝুঁকিতে করবেন। ডাউনলোড লিংক সংক্রান্ত কোনো ধরণের সার্পোট আমি দিতে পারবো না।

The Need For Speed:

http://www.dosgamesarchive.com/download/the-need-for-speed/

Need For Speed II SE:
http://www.getmediafire.net/games/need-for-speed-ii-se-1997-free-mediafire-download-links/

Need For Speed III Hot Pursuit:
http://www.brothersoft.com/games/need-for-speed-iii-hot-pursuit.html

Need For Speed 4 High Stakes:
http://www.fullfree-games.com/2011/08/download-free-need-for-speed-4-high.html

Need For Speed Porsche Unleashed (190MB):
http://www.mediafire.com/?pbk25rwpj2i0yfa

Need For Speed 6 Hot Pursuit II:

http://www.getmediafire.net/games/need-for-speed-hot-pursuit-2-2002-full-cracked-game-free-mediafire-download-links/

Need For Speed Underground:
http://pastebin.com/kgRy9TBf

Need for Speed Underground 2:
http://www.getmediafire.net/games/need-for-speed-underground-2-2004-full-game-cracked-free-mediafire-download-links/

Need For Speed Most Wanted (669MB) :
http://www28.indowebster.com/7ab7db5232e7a747b876339cd56a21a4.rar
http://www.filestube.com/n/need+for+speed+most+wanted+free+download+full+version

Need For Speed Most Wanted Black Edition :
http://www.mediafire.com/?s5gsa5mkk26a5go

Need For Speed Most Wanted Unique:
http://sumbydee.com/smf/index.php?topic=1190.0

Need For Speed Carbon (1.3GB) :
http://download-31.blogspot.com/2011/11/download-need-for-speed-carbon-full-rip.html

Need for Speed ProStreet:
http://www.getmediafire.net/games/need-for-speed-pro-street-2007-full-game-iso-free-mediafire-download-links/

Need for Speed Undercover:
http://www.getmediafire.net/games/need-for-speed-undercover-2008-full-game-iso-free-mediafire-download-links/

Need For Speed Shift:
http://www.getmediafire.net/games/need-for-speed-shift-2009-full-game-iso-free-mediafire-download-links/

Need For Speed World (Online):
http://www.getmediafire.net/games/need-for-speed-world-2010-full-game-iso-free-mediafire-download-links/

Need For Speed Shift 2 Unleashed (7GB):
http://www.mediafire.com/?ih6uljz99h8hxc
http://download-31.blogspot.com/2011/12/download-nfs-need-for-speed-shift-2.html

Need For Speed Hot Pursuit 2011:
http://www.getmediafire.net/games/need-for-speed-hot-pursuit-2010-full-game-iso-with-crack-free-mediafire-download-links/

Need for Speed THE RUN (17.8 GB):

http://mediafirestuff.com/need-for-speed-run-full-pc-isocrack-17-8gb-mediafire-download-links/

Need For Speed Most Wanted (2012):

গেমস জোন [পর্ব-১০৫] :: NFS Most Wanted (২০১২/রেসিং/ডুয়াল কোর)

একটা কথা স্পষ্ট করে বলে রাখছি, আমার লেখা গেমস জোন শুধুমাত্র ফেসবুকে আমার নিজস্ব এবং গেমস জোনের আসল পেজ http://www.facebook.com/games.zone.bd এই পেজটাতে আমি শেয়ার করে থাকি। বাকি কোনো পেজে আমার গেমস জোনের পোষ্ট শেয়ার করা হয় না। যদি করে থাকে তাহলে তারা আমার পারমিশন ছাড়াই এ কাজ টি করেছে। আপনারা যদি ফেসবুকে আমার গেমস জোনের পোষ্ট সমূহ অন্যান্য পেজে পেয়ে থাকেন তাহলে একটু কষ্ট করে আমাকে জানিয়ে দেবেন প্লিজ। বহু কষ্ট করে বহু সময় খরচ করে গেমস জোনের এক একটি পর্ব লিখি আমি।

গেমস জোন মুলত টিউনারপেজ (www.tunerpage.com) ব্লগে আমি নিয়মিত এবং প্রথম থেকে লেখা আরম্ভ করেছিলাম। সেখানে গেমস জোনের মোট পর্বের সংখ্যা এখন পর্যন্ত ১৯৩টি। আমি নিজে টিউনারপেজ, টেকটিউনস এবং বাংলা ফ্যামিলি ব্লগে গেমস জোন টিউন করে থাকি। আগে পিসি হেল্পলাইনে করতাম এখন করি না। তাই আপনারা যদি নিচের ৩ টি ব্লগের বাইরে অন্য কোনো ব্লগে আমার গেমস জোনের কপি দেখে থাকেন তাহলে দয়া করে কমেন্টে জানান অথবা ফেসবুকেও আমাকে জানাতে পারেন (fb.com/talented.fahad)

http://www.tunerpage.com

http://www.techtunes.io

http://www.banglafamily.com

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>><<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

matha nosto man!!!!! 😀

    দারুণ নাম তো! তয় বিল গেটস এর মেয়ে রে বিয়া করতে পারলে রে!

need for speed most wanted 2 download in 2.2 gb . link is here http://kickass.to/need-for-speed-most-wanted-black-box-t6779233.html

Vi media fire er link gulo kaj korcha na…plz ektu update diban linkgulo…….

সুন্দর হইছে,carry on