ক্যাপ্টেন জ্যাক স্পারো কে চিনেন , নাকি আবার লিংক দিতে হবে । হ্যাঁ , পাইরেটস অফ ক্যারাবিয়ানের কমেডি ক্যাপ্টেন জ্যাক স্পারো । তবে এবার সে একা নন নিয়ে এসেছে ডিজনি পিক্সারের সব জনপ্রিয় চরিত্র নিয়ে ।
নির্মাতা : আভালান্সি সফটওয়্যার
প্রকাশক : ডিজনি ইন্টারঅ্যাক্টিভ স্টুডিও
প্লাটফর্ম :
উই
মাইক্রোসফট উইন্ডোজ
এক্সবক্স ৩৬০
নিনটেনডো থ্রীডি এস
প্লেস্টেশন ৩
উই ইউ
গেমসের ধরন : অ্যাকশান অ্যাডভ্যানচার এবং ওপেন ওয়ার্ল্ড
মুক্তি পাবে : ১৮ আগস্ট ২০১৩ ( আমার জন্মদিনের আগের দিন )
গেমসটিকে দুই ভাগে ভাগ করা হয়েছে । একটি হল টয় বক্স মুড আর অন্যটি হল প্লে সেট । প্লে সেটে গেমার একটি নির্দিষ্ট গল্পের মধ্যে বা নির্দিষ্ট সিরিজের মধ্যে খেলবে । প্লে সেটে গেমারের জন্য একটি ঘটনা দেওয়া থাকবে তার উপর ভিত্তি করে গেমার খেলবে । আর টয় বক্স মুডে গেমার নিজের মতো ঘটনা বানিয়ে নিতে পারবে । এবং যেকোন সিরিজের চরিত্রের একত্র করতে পারবে এবং নিজে ঘটনা বানাতে পারবে । যদিও আপনি মনে করছেন এইটা বাচ্চাদের গেমস তা , হলে মস্ত বড় ভুল করছেন ।
১। জ্যাক স্পারো (পাইরেটস অফ ক্যারাবিয়ান )
২। হেক্টর বারবোজা (পাইরেটস অফ ক্যারাবিয়ান )
৩ । জেমস সুলিভান ( মনস্টার ইনড্রাসট্রি )
৪ । মিস্টার ইনক্রিডেবল (দ্যা ইনক্রিডেবলস )
৫। লাইটনিং ম্যাককুইন ( কারস )
৬ । টোনটো ( কারস )
এছাড়া আছে অনেক জনপ্রিয় চরিত্র ।
চলুন ট্রেইলার দেখি
আমি নভোজিত দাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 61 টি টিউন ও 156 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি Novojit das dipta । টেকটিউনে dj ndd forever নামে পরিচিত । গেমস ওয়ার্ল্ড নামে চেইন টিউন করছি । যা গেমস সম্পর্কিত । আমাকে ফেসবুকে পাবেন এই লিংকে https://www.facebook.com/novojitdas.dipta । গেমস ওয়ার্ল্ডের সাথে সব সময় থাকতে যোগদান করুন ঃ https://www.facebook.com/groups/gamesworldfans/ আর https://www.facebook.com/games.world.bangladesh
গেমস ওয়ার্ল্ডের সাথে ফেসবুকে থাকতে এই লিংকে যান https://www.facebook.com/groups/157163864472441/