আমার গেমস নিয়ে রিভিউ নাকি ফালতু? অদরকারি? শুধু শুধু তোমাদের মেগাবাইট খাই আমি??? তাই না??? অপবাদ আর কতো শুনবো?? আমিও তো মানুষ! আমারও তো অন্তরে লাগে এইসব ন্যাকা কথা! অন্য কেউ হলে তো এতদিনে টিউন করাই ছেড়ে দিতো!
কাল আমার মামাত্ব বোনের বিয়ে। আর আমি আজ টিউন করছি!!আমি ঈদের দিনেও টিউন করেছিলাম।
তোমরা কখনোই আমার গুরুত্ব বুঝবে না, বুঝবে তখনই যখন আমি থাকবো না!
যাই হোক আজকের গেমস জোনের ১০৫ তম পর্বে থাকছে নিড ফর স্পিড গেমস সিরিজের সর্বশেষ সংস্করণ “মোষ্ট ওয়ান্টেড”।
নিড ফর স্পিড: মোষ্ট ওয়ান্টেড (NFS MW) একটি ২০১২ সালের ওপেন ওয়ার্ল্ড রেসিং ভিডিও গেম। নির্মাণ করেছে ব্রিটিশ গেম নির্মাতা ক্রিটেরিয়ন গেমস এবং প্রকাশ করেছে ইএ / ইলেক্ট্রনিক আর্টস। গেমটি নিড ফর স্পিড সিরিজের ১৯তম সংস্করণ। একই নামে ২০০৫ সালে সিরিজের আরেকটি গেম রয়েছে। তাই অনেকেই একে মোষ্ট ওয়ান্টেড ১২ অথবা মোষ্ট ওয়ান্টেড ২ বলে থাকেন।
গেমটি ৩০ অক্টোবর, ২০১২ সালে অনেকগুলো প্ল্যাটফর্মের জন্য বিশ্বব্যাপি মুক্তি পায়।
নিড ফর স্পিড মোষ্ট ওয়ান্টেড
নির্মাতা:
ক্রিটেরিয়ন গেমস,
ফায়ারমাঙ্কিস (আইফোন এবং এ্যান্ড্রয়েড)
প্রকাশক:
ইলেক্ট্রনিক আর্টস
সিরিজ:
নিড ফর স্পিড
ইঞ্জিণ:
Chameleon
খেলা যাবে:
পিসি, প্লে-স্টেশন ৩, প্লে-স্টেশন ভিটা, এক্সবক্স ৩৬০, আইফোন, এন্ড্রয়েড এবং উইই ইউ গেমস কনসোলে
মুক্তি পেয়েছে:
অক্টোবর – নভেম্বর ২০১২
ধরণ:
রেসিং
খেলার ধরণ:
সিঙ্গেল এবং মাল্টিপ্লেয়ার
ট্রেইলার ভিডিও:
www.youtube.com/watch?v=8eKe7gZLBYo
www.youtube.com/watch?v=Z90m9yKaT1M
www.youtube.com/watch?v=IpGS1K9mLP
www.youtube.com/watch?v=6Gn2AFhyl9k
সিস্টেম রিকোয়ারমেন্টস:
****উইন্ডোজ এক্সপি সার্পোট করবে না****
কমপক্ষে: (৪২% স্পিড + লো গ্রাফিক্স)
২.৮ গিগাহার্জ গতির ডুয়াল কোর প্রসেসর,
২ গিগাবাইট র্যাম,
৫১২ মেগাবাইট জিফোর্স ৮৮০০ জিটি অথবা রাডিয়ন এইচডি ৩৮৭০ মডেলের গ্রাফিক্স কার্ড,
৮ গিগাবাইট ফ্রি হার্ডডিক্স স্পেস,
ডাইরেক্ট এক্স ১০.১ সাথে শেডার মডেল ৩.০
ভাল ভাবে খেলতে হলে: (৭০% স্পিড + মিডিয়াম গ্রাফিক্স)
কোয়াড কোর ২.৪ গিগাহার্জ গতির প্রসেসর,
৪ গিগাবাইট র্যাম,
১ গিগাবাইট জিফোর্স জিটিএক্স ৫৬০ অথবা রাডিয়ন এইচডি ৬৯৭০ মডেলের গ্রাফিক্স কার্ড,
১২ গিগাবাইট ফ্রি হার্ডডিক্স স্পেস,
ডাইরেক্ট এক্স ১১ সাথে শেডার মডেলে ৪.০
আল্ট্রা সেটিং: (৯৮% স্পিড + এইচডি গ্রাফিক্স)
উইন্ডোজ ৮ (৬৪ বিট)
কোর আই ৫ ৩.৪ গিগাহার্জ গতির প্রসেসর,
৮ গিগাবাইট র্যাম,
রাডিয়ন এইচডি ৭৯৭০ মডেলের গ্রাফিক্স কার্ড,
২০ গিগাবাইট ফ্রি হার্ডডিক্স স্পেস,
ডাইরেক্ট এক্স ১১ সাথে শেডার মডেল ৫.০
মোষ্ট ওয়ান্টেড গেমটির গেম-প্লে সিরিজের প্রথম মোষ্ট ওয়ান্টেড গেমটিতে থেকে নেওয়া হয়েছে। যেখানে প্লেয়ার একটি গাড়ি পছন্দ করে তিনটি টাইপের রেস মোড থেকে রেস করতে পারে। স্প্রিন্ট রেস যা এক পয়েন্ট হতে অরেকটি পয়েন্টে যেতে হয়, সার্কিট রেস যাতে ২ কিংবা ৩ টি ল্যাপ থাকে এবং স্পিড রানস যেখানে সর্বোচ্চ স্পিডের গতির উপর বিজয়ী নির্বাচন করা হয়। এছাড়াও রয়েছে এমবুশ রেস, যেখানে প্লেয়ারকে পুলিশ ঘিরে রাখবে এবং পুলিশ এর হাত থেকে পালাতে হবে যত তাড়াতাড়ি সম্ভব! পুলিশ মামারা কয়েকটি ভাগে আসবেন যেমনটি ২০০৫ সালের মোষ্ট ওয়ান্টেডে আসতেন! প্রতিটি ইভেন্টের পর ওই গাড়িটির দুটি পার্টস সমূহ আনলক হবে। রেসে ২য় হলে একটি এবং আরেকটি পার্টস আনলক করতে হলে অবশ্যই ১ম হতে হবে প্রতিটি রেসে।
সিরিজের আগের মোষ্ট ওয়ান্টেড গেমটির মতো এখানেও রয়েছে ব্ল্যাকলিষ্ট। যেখানে রয়েছে ১০ জন ব্ল্যাকলিষ্ট রেসার। এদের এক এক জনকে হারিয়ে প্লেয়ার তার গ্যারেজে ওইসব ব্ল্যাকলিষ্টের রেসারদের গাড়ি নিয়ে আসতে পারে এবং রকপোর্ট হতে নতুন শহর ফেয়ারহ্যাভেন এবং মার্টলি স্যারোসায় যেতে পারবে।
গেমটিকে বার্নআউট প্যারাডাইস গেমটির সাথে তুলনা করা হয়েছে। যেমন একটি রেসের সমাপ্তি প্লেয়ার যেকোনো একটি পছন্দের রাস্তায় করতে পারবে। এইটি কার্বনে “ক্রিউ চ্যালেঞ্জ” সিস্টেমে ছিল।
২০১০ সালের হট পারসূট থেকে ব্যবহৃত হয়ে আসা “অটোলগ” সিস্টেম গেমটিতে রয়েছে। তবে গেমটিতে অটোলগ সিস্টেমকে আরো আপগ্রেড করা হয়েছে যা প্লেয়ারকে আরো তথ্য দিতে সক্ষম।
গেমটিতে রয়েছে বাস্তব দুনিয়ার বেশ কিছু গাড়ি, রয়েছে মিক্সড মাসল গাড়ি, রয়েছে স্ট্রিট রেসার গাড়ি ইত্যাদি। গাড়িগুলো ভিজুয়্যাল এবং পারফরমেন্স এর দিক থেকে নিজের মতো করে সাজিয়ে নেওয়া যাবে।
সিরিজের প্রথম গেম এটি যেখানে শুরুতেই সমস্ত গাড়ি আনলক করা থাকবে তবে তা ফেয়ার হ্যাভেন এর বিভিন্ন গোপনীয় স্থানে লুকানো থাকবে যা প্লেয়ারকে খুঁজে বের করতে হবে।
সিরিজের আগের গেমসগুলোর মতো এটিতেও রয়েছে লাইসেন্সকৃত ৪৪ টি গান। এগুলো ইলেক্ট্রনিক মিউজিক, অল্টারনেটিভ রক, হিপ-হপ ধাঁচের।
গেমটির নরমাল এডিশনের পাশাপাশি লিমিটেড এডিশন সংস্করণ বাজারে ছাড়া হয় প্রি-অর্ডারের মাধ্যমে। লিমিটেড এডিশনে রয়েছে দুটি বোনাস গাড়ি, ৪ ঘন্টার বোনাস স্পিড পয়েন্ট ইত্যাদি।
গেমটির DLC অথবা ডাউনলোডেবল কনটেন্স এর মধ্যে রয়েছে টাইম সেভার প্যাক, দ্যা আল্টিমেট স্পিড প্যাক, মুভি লেজেন্ড, এনএফএস হিরোস ।
ডাউনলোড:
http://www.softmenialk.com/2012/10/need-for-speed-most-wanted-2012-full.html
or
or
http://www.gloverzz.net/2012/10/need-for-speed-most-wanted-2012.html
or
http://www.aomine.org/2013/03/download-need-for-speed-most-wanted.html
or
একটা কথা স্পষ্ট করে বলে রাখছি, আমার লেখা গেমস জোন শুধুমাত্র ফেসবুকে আমার নিজস্ব এবং গেমস জোনের আসল পেজ http://www.facebook.com/games.zone.bd এই পেজটাতে আমি শেয়ার করে থাকি। বাকি কোনো পেজে আমার গেমস জোনের পোষ্ট শেয়ার করা হয় না। যদি করে থাকে তাহলে তারা আমার পারমিশন ছাড়াই এ কাজ টি করেছে। আপনারা যদি ফেসবুকে আমার গেমস জোনের পোষ্ট সমূহ অন্যান্য পেজে পেয়ে থাকেন তাহলে একটু কষ্ট করে আমাকে জানিয়ে দেবেন প্লিজ। বহু কষ্ট করে বহু সময় খরচ করে গেমস জোনের এক একটি পর্ব লিখি আমি।
গেমস জোন মুলত টিউনারপেজ (www.tunerpage.com) ব্লগে আমি নিয়মিত এবং প্রথম থেকে লেখা আরম্ভ করেছিলাম। সেখানে গেমস জোনের মোট পর্বের সংখ্যা এখন পর্যন্ত ১৮২টি। আমি নিজে টিউনারপেজ, টেকটিউনস এবং বাংলা ফ্যামিলি ব্লগে গেমস জোন টিউন করে থাকি। আগে পিসি হেল্পলাইনে করতাম এখন করি না। তাই আপনারা যদি নিচের ৪ টি ব্লগের বাইরে অন্য কোনো ব্লগে আমার গেমস জোনের কপি দেখে থাকেন তাহলে দয়া করে কমেন্টে জানান অথবা ফেসবুকেও আমাকে জানাতে পারেন (fb.com/talented.fahad)
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>><<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!