গেমস ওয়ার্ল্ড [পর্ব-০৬] :: Tom Clancy’s The Division

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গেমস ওয়ার্ল্ড

Tom Clancy's বিভিন্ন গেমস সিরিজ আছে । এর মধ্যে রয়েছে ঘোস্ট রিকোন , রেইনবো সিক্স এবং স্পিলীনটার সেল । প্রায় প্রত্যেকটি আমার অনেক পছন্দ এবং  প্রায় প্রত্যেকটি আমি খেলেছি । কিন্তু এবার টম কিলানী নিয়ে এসেছে নতুন গেম দ্যা ডিভিশন । আর দুঃখের ব্যাপার হল এই যে গেমটি শুধু মাত্র প্লেস্টেশন ৪ এবং এক্সবক্স এর নতুন গেমিং কনসোল এক্সবক্স ওয়ান চলবে । মানে পিসিতে খেলা যাবে না । তবে ইউবিসফট কথা দিয়েছে যে পড়ে তারা গেমটির পিসি ভার্সন মুক্তি দেবে ।

  • গেমটির নির্মাতা হচ্ছে বিখ্যাত গেমস নির্মাতা প্রতিষ্ঠান ইউবিসফট
  • গেমসটির কাহিনী গড়ে উঠেছে অপারেশন ডার্ক উইনটার এবং ডিডেকটিভ ফিফটি ওয়ান নিয়ে । গেমটি প্রায় সত্যিকারের ঘটনা নিয়ে গড়ে উঠেছে । প্রথমে দেখা যাবে ব্ল্যাক ফ্রাইডেতে একটি রোগ ছড়িয়ে পড়েছে যার কারনে আমেরিকায় ৫ দিনের মধ্যে ভয়াবহ পরিস্থিতি দেখা দেবে ।
  • গেমার কে একটি গ্রুপ নির্মাণ করতে হবে এবং তার দ্বারা অসংক্রামিত ব্যক্তিদের বাঁচাতে হবে । এবং শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতে হবে ।
  • গেমটি ২০১৩ তে নয় , গেমটি ২০১৪ তে মুক্তি পাবে ।
  • চলুন গেমটির ট্রেইলার দেখি ।
  • তবে ২০১৩ তে মুক্তি পাবার সম্ভাবনা আছে ।
  • গেমটি সিঙ্গেল প্লেয়ার ও মাল্টি প্লেয়ারে খেলা যাবে । এর গ্রাফিক্স হবে ৮ম প্রজন্মের ।

 

Level New

আমি নভোজিত দাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 61 টি টিউন ও 156 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি Novojit das dipta । টেকটিউনে dj ndd forever নামে পরিচিত । গেমস ওয়ার্ল্ড নামে চেইন টিউন করছি । যা গেমস সম্পর্কিত । আমাকে ফেসবুকে পাবেন এই লিংকে https://www.facebook.com/novojitdas.dipta । গেমস ওয়ার্ল্ডের সাথে সব সময় থাকতে যোগদান করুন ঃ https://www.facebook.com/groups/gamesworldfans/ আর https://www.facebook.com/games.world.bangladesh


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

🙁

Level 0

৮ম প্রজন্ম বলতে? পিসির উপর নির্মাতা রা এত নাখোশ ক্যান এইটাই বুঝিনা।

গেমস নির্মাতারা যা শুরু করেছে , পরবর্তীতে পিসিতে গেম খেলা বন্ধ হয়ে যাবে ।:cry::cry::cry::cry::cry:

😥

Level 0

ভাই Tom Clancy’s H.A.W.X. 1 ও 2 গেম দুটি না খেলা থাকলে, খেলতে পারেন । গেম দুটি খেললে ফাইটার প্লেন চালানোর অসাধারন অভিজ্ঞতা হবে ।