গেমস জোন [পর্ব-১০৩] :: Sniper: Ghost Warrior 2 (2013/TS/Core 2 Duo)

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গেমস জোন

স্নাইপার: ঘোষ্ট ওয়ারিওর ২ একটি ট্যাকট্রিক্যাল শুটার ভিডিও গেম নির্মাণ এবং প্রকাশ করেছে সিটি ইন্টারএকটিভ। গেমটি মাইক্রোসফট উইন্ডোজ, প্লে-স্টেশন ৩ এবং এক্সবক্স ৩৬০ গেমস কনসোলের জন্য মার্চ ১২, ২০১৩ সালে মুক্তি পেয়েছে। গেমটি স্নাইপার: ঘোষ্ট ওয়ারিওর এর সিকুয়্যাল।

স্নাইপার: ঘোষ্ট ওয়ারিওর ২

 

নির্মাতা এবং প্রকাশক:

সিটি ইন্টারএকটিভ

ইঞ্জিণ:

ক্রাই ইঞ্জিণ ৩

খেলা যাবে:

মাইক্রোসফট উইন্ডোজ,

প্লে-স্টেশন ৩ এবং

এক্সবক্স ৩৬০ গেমস কনসোলে।

মুক্তি পেয়েছে:

মার্চ, ২০১৩

ধরণ:

ট্যাকট্রিক্যাল শুটার

খেলার ধরণ:

সিঙ্গেল এবং মাল্টিপ্লেয়ার

ট্রেইলার ভিডিও:

www.youtube.com/watch?v=5TbVikWsn4M

www.youtube.com/watch?v=YJldAdP1DJI

www.youtube.com/watch?v=2Jpb4v5yg8U

সিস্টেম রিকোয়ারমেন্টস:

কমপক্ষে:

কোর ২ ডুয়ো ২.২ গিগাহার্জ গতির প্রসেসর,

জিফোর্স ৮৮০০ জিটি অথবা রাডিয়ন এইচডি ৬৫৭০ মডেলের গ্রাফিক্স কার্ড।

২ গিগাবাইট র‌্যাম,

৯ গিগাবাইট ফ্রি হার্ডডিক্স স্পেস,

উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক ৩,

ডাইরেক্ট এক্স ৯.০সি সাথে শেডার মডেল ৩.০

ভালো ভাবে খেলতে হলে:

কোর আই ৩ ২.৮ গিগাহার্জ গতির প্রসেসর,

জিফোর্স জিটিএক্স ৬৫০ অথবা রাডিয়ন এইচডি ৭৭৫০ মডেলের গ্রাফিক্স কার্ড।

৪ গিগাবাইট র‌্যাম,

উইন্ডোজ সেভেন ৬৪ বিট,

ডাইরেক্ট এক্স ১০

 

ধৈর্য্য, স্টেলথ এবং টাইমিং এই তিনটি হলো একজন স্নাইপারের মূল বৈশিষ্ট্য। একটি মাত্র ভূল জীবন এবং মৃত্যুার মাঝে পরিবর্তন ঘটিয়ে দিতে পারে। এমনকি টিগারে চাপ দেওয়ার উপর মিশনটির সফলতা নির্ভর করে। এখানে ভূলের কোনো অবকাশ নেই! নির্মাতা জিআই গেমস তাদের সর্বচেষ্টা করেছে স্নাইপার ২ গেমটিতে বাস্তবিক স্নাইপারের ফিচারগুলো তুলে ধরতে। তবে ফাস্ট পারসন শুটার ধরণে তারা কতটুকু সফল তা তোমার গেমটি খেলে বুঝতে হবে।

স্নাইপার ঘোষ্ট ওয়ারিওর ২ গেমটিতে তোমাকে মারসিনারী স্নাইপার কোল এন্ডারসনের ভূমিকায় খেলতে হবে যে সিআইএ এর সাথে কাজ করে এবং তার মিশন হলো একজন বায়োলজিক্যাল ডিলারকে থামানো। গেমটির কাহিনী তোমাকে ডাইনামিক টুয়িস্ট এবং টানিং পয়েন্টের মধ্যে দিয়ে নিয়ে যাবে। সাথে রয়েছে ফ্ল্যাশব্যাক এবং ধোঁকা!! স্নাইপিং এর আসল পয়েন্ট হলো শত্রুর মাথায়, মগজ ভেদ করে গুলি বেরিয়ে যাবে। তবে গেমটির প্লেয়ার চরিত্রের কর্কশ ভয়েস শুনে মনোযোগ রাখাই তো দায় গো!! তাছাড়া যেই কমান্ডার তোমাকে রেডিওতে মিশন বিবরণ দিবেন তারও ভয়েস মাসআল্লাহ!

গেমটিতে শুধুমাত্র ভয়েস সমস্যাই মূখ্য নয়, গ্রাফিক্সও তোমাকে স্নাইপিংয়ে তেমন সাহায্য করবে না। টেক্সচারগুলো ক্লোজ এবং পপ-ফার বেশি যার কারণে স্নাইপার স্কোপ ব্যবহার করা একটু কঠিন। তাছাড়া শত্রুগুলো রোবটের মতো আচরণ করে এবং এনিমেশনগুলোও রোবোটিক। যখন মোশন ক্যাপচারে যাবে তখন মনে হবে থ্রিডি গেমসের প্রাথমিক যুগে তুমি আছো।

গেমটি ৬ থেকে ৮ ঘন্টার গেম-প্লে ফিচার করে। গেমটি তোমাকে বিভিন্ন স্নিকিং এবং স্নাইপিং মিশনে নিয়ে যাবে বর্তমান যুগের ফিলিপাইন অঞ্চলের জঙ্গলে। তবে গেমটির পটভূমি ১৯৯০ সালের আগে। একশন সমূহ ধীরগতির এবং স্টোরিলাইন টা অনেক লাইনার বা একরেখা। অবজেক্টিভ মার্কার তোমাকে প্রতি পদে পদে গাইড করবে মিশনসমূহে। এইটা তোমাকে গেমটির মজা লুটে নিবে, মানে এটি না থাকলে নিজের পছন্দ মতো রাস্তায় গেমটি খেলা যেতো। গেমটির গেম-প্লে আগেরকার দিনের ডেলটা ফোর্স গেমস সিরিজের মতো লাইনার।

তবে গেমটির ভালো ফিচার হলো এর স্নাইপিং। প্রতিটি শুট এর পরে, তুমি কয়েকটি চরম ফিচার উপভোগ করবে, বুলেট ড্রপ, ট্রাভেল টাইম এবং বাতাসের স্পিড, তোমার হার্টবিট, অবস্থান এবং কতটুকু আস্তে তুমি টিগারটি চাপবে। এগুলোর দ্বারা গেমটিতে বাস্তবিক স্নাইপিং এর মজা পাওয়া যাবে যদি তুমি একটি সম্পূর্ণ গার্ড আস্তানা বিনা এর্লামে খতম করতে পারো।

গেমটিতে রেড ডট বুলেট ইম্পেক্ট শুধুমাত্র ইজি এবং মিডিয়াম ডিফিকাল্টিতে রয়েছে। এছাড়া গেমটির মাল্টিপ্লেয়ার একদম বাজে। একটি মাত্র মোড যেটি টিম ডেডম্যাচ গেমটিতে মাল্টিপ্লেয়ার হিসেবে রয়েছে। সর্বপরি গেমটি স্নাইপিং গেমস জগতে ফ্লপ খেতাব পাওয়া আরেকটি গেম। ও আরেকটি কথা, গেমটি খুবই সহজ আবার খুবই কঠিন!!!

ডাউনলোড:

http://www.gloverzz.net/2012/07/sniper-ghost-warrior-2.html

or

http://www.shakzone.com/2013/05/sniper-ghost-warrior-2-special-edition.html

or

http://getintopc.com/games/shooting-games/sniper-ghost-warrior-2-free-download-single-link/

আমার লেখা গেমস জোন শুধুমাত্র ফেসবুকে আমার নিজস্ব এবং গেমস জোনের আসল পেজ http://www.facebook.com/games.zone.bd এই পেজটাতে আমি শেয়ার করে থাকি। বাকি কোনো পেজে আমার গেমস জোনের পোষ্ট শেয়ার করা হয় না। যদি করে থাকে তাহলে তারা আমার পারমিশন ছাড়াই এ কাজ টি করেছে। আপনারা যদি ফেসবুকে আমার গেমস জোনের পোষ্ট সমূহ অন্যান্য পেজে পেয়ে থাকেন তাহলে একটু কষ্ট করে আমাকে জানিয়ে দেবেন প্লিজ। বহু কষ্ট করে বহু সময় খরচ করে গেমস জোনের এক একটি পর্ব লিখি আমি।

গেমস জোন মুলত টিউনারপেজ (www.tunerpage.com) ব্লগে আমি নিয়মিত এবং প্রথম থেকে লেখা আরম্ভ করেছিলাম। সেখানে গেমস জোনের মোট পর্বের সংখ্যা এখন পর্যন্ত ১৮১টি। আমি নিজে টিউনারপেজ, টেকটিউনস এবং বাংলা ফ্যামিলি ব্লগে গেমস জোন টিউন করে থাকি। আগে পিসি হেল্পলাইনে করতাম এখন করি না। তাই আপনারা যদি নিচের ৪ টি ব্লগের বাইরে অন্য কোনো ব্লগে আমার গেমস জোনের কপি দেখে থাকেন তাহলে দয়া করে কমেন্টে জানান অথবা ফেসবুকেও আমাকে জানাতে পারেন (fb.com/talented.fahad)

http://www.tunerpage.com

http://www.techtunes.io

http://www.banglafamily.com

http://www.pchelplinebd.com

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>><<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

amar duel core laptop a game ta valo kore chole na 🙁

Level 0

২মাস আগে শেষ করলাম আর আপনি এখন আসছেন ।। এইটা নিয়ে

Level 0

ফাইজলামি মার্কা দাউনলোড লিঙ্ক দিছেন… যত্ত সব!

Level 0

আগেই ডিভিডি কিনছি কিন্তু খেলা হয়নি!