গেমটি তৃতীয় পারসন শুটার গেমস । আর গেমটি বিখ্যাত ডেডপুল কমিকসের থেকে বানানো হয়েছে । ডেডপুল এর গল্প লেখক ড্যানিয়াল ওয়ে এই গেমটির ঘটনা লিখেছেন । ফলে বুঝা যাচ্ছে যে গেমটির ঘটনা অন্য গেমসের মত হবে না । কারন একজন প্রফেশনাল লেখক গল্পটি লিখেছেন । যাই হোক , গেমটিতে গেমার যাকে নিয়ে খেলবে সেই চরিত্রটি অনেকটা কমেডি টাইপের । এখানে আমরা যাকে নিয়ে খেলব সে মানে ডেডপুল অনেক ধরনের মারপিটের মুভ পারে । শুধুতাই নয় শুটিং মানে গোলাগুলি তো আছেই । শুধু সহিংসতা নয় গেমতিতে গেমার তার বুদ্ধি খাঁটাতে হবে । কম্বিনেশনের মাধ্যমে তৈরি করতে হবে অনেক কিছু । আর এখানে যুদ্ধ করার জন্য গেমার পাবে বড় হাতুড়ী , ছুরি এবং বিভিন্ন পিস্তল ও রাইফেল । আর সবচেয়ে মজার ব্যাপার হল ডেডপুলের কণ্ঠ দিয়েছে বিখ্যাত কণ্ঠ বা ডাবিং শিল্পী নোলান নর্থ , যিনি ASSASSIN'S CREED গেমসে মূল চরিত্র ডেসমনড মিলসের কণ্ঠ দিয়েছে । যাই হোক কষ্ট করে ফালতু পোস্ট পড়ে সময় নষ্ট করার জন্য ধন্যবাদ তবে গেমটির ট্রেইলার না দেখলে চলেনা । তাই গেমটির ট্রেইলার দেখে নিই ।
ও মৃত ডাউনলোড লিঙ্ক টা তো দিতে তো ভুলেই গেছিলাম । যাই হোক দিয়ে দিলাম । না হলে যদি কান্না করেন 😛 । 👿 । মনে রাখবেন ডাউনলোড লিঙ্কটি কিন্তু মৃত ।
আমি নভোজিত দাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 61 টি টিউন ও 156 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি Novojit das dipta । টেকটিউনে dj ndd forever নামে পরিচিত । গেমস ওয়ার্ল্ড নামে চেইন টিউন করছি । যা গেমস সম্পর্কিত । আমাকে ফেসবুকে পাবেন এই লিংকে https://www.facebook.com/novojitdas.dipta । গেমস ওয়ার্ল্ডের সাথে সব সময় থাকতে যোগদান করুন ঃ https://www.facebook.com/groups/gamesworldfans/ আর https://www.facebook.com/games.world.bangladesh
আরেকটা ডাউনলোড লিংক http://kickass.to/deadpool-black-box-t7579979.html