গেমস ওয়ার্ল্ড [পর্ব-০৩] :: Sleeping Dogs বা ঘুমন্ত কুকুর এর রিভিউ + ডাউনলোড লিঙ্ক

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গেমস ওয়ার্ল্ড

স্লিপিং ডগস গেমটি ২০১২ সালের একটি গেমস । গেমসটি তৈরি করেছে স্কোয়ার এনিক্স । গেমটি ২০১২ এর ১৪ আগস্ট মুক্তি পায় । গেমটি মাইক্রোসফট উইন্ডোজ , প্লেষ্টেশন ৩ এবং এক্সবক্স ৩৬০ চলবে ।

  • গেমটির নির্মাণ ইতিহাস

  • গেমটি নির্মাণ কাজ প্রথমে অ্যাকটিভিশন শুরু করে । কথা ছিল গেমটি বিখ্যাত ট্রু ক্রাইম সিরিজের তৃতীয় গেম হবে । এবং নাম হবে ট্রু ক্রাইম : হংকং । তবে তাদের অর্থনৈতিক সমস্যার জন্য গেমটি বানাতে পারেনি । পরবর্তীতে স্কোয়ার এনিক্স দায়িত্ব নিয়ে গেমটি বানানো শুরু করে । পরবর্তীতে এর নাম হয় স্লিপিং ডগস ।
  • গেমটির ঘটনা ও ধরন

  • গেমটির প্রথমে দেখা যাবে ওয়েই শেন নামক একজনকে যাকে নিয়ে আমরা খেলব । সে একটি সমুদ্র সৈকতের পাশে ড্রাগ আদান প্রদান করতে থাকে । তখন পুলিশ এসে পড়ে আর তখন তাকে সেখান থেকে পালাতে হয় । কিন্তু সে পুলিশের হাতে ধরা পড়ে । পরবর্তীতে তাকে  পুলিশের সাথে চুক্তি করতে হয় যে সে সন্ত্রাসীদের মধ্যে ঢুকে তাদের গোপন তথ্য ফাঁস করবে ।
  • আর একটা কথা বলতে ভুলে গেছি তা হল গেমটির নাম গেমস জগতে একটি নাম দেওয়া হয়েছে তা হল ঘুমন্ত কুকুর + জিটিএ হংকং ।
  • তার মানে বুঝতে পারছেন যে গেমটি অনেকটা জিটিএ এর মত ।
  • আর গেমটাতে একটি বিশেষ বৈশিষ্ট্য আছে তা হল গেমটিতে মারামারির পদ্ধতিতা চরম । মানে নিজেকে জ্যাকি চ্যান মনে হবে । মারামারির জন্য প্রায় ২০ টির মত মুভ রয়েছে । সাথে রেস , গোলাগুলি তো আছে ।

Level New

আমি নভোজিত দাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 61 টি টিউন ও 156 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি Novojit das dipta । টেকটিউনে dj ndd forever নামে পরিচিত । গেমস ওয়ার্ল্ড নামে চেইন টিউন করছি । যা গেমস সম্পর্কিত । আমাকে ফেসবুকে পাবেন এই লিংকে https://www.facebook.com/novojitdas.dipta । গেমস ওয়ার্ল্ডের সাথে সব সময় থাকতে যোগদান করুন ঃ https://www.facebook.com/groups/gamesworldfans/ আর https://www.facebook.com/games.world.bangladesh


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

game er size koto?

ডাউনলোড সাইজ ৬ গিগাবাইটের বেশি । তবে ইন্সটলের পর ১০ গিগাবাইট হবে ।

bhai zip kore soto kore dite parben na…6 gb anek boro download hoye jay….plzz kindly help…thanks.

সরি ভাই । skdurjoy ভাইকে অনুরোধ করুন এই বিষয়ে তিনি এক্সপার্ট । না হলে কষ্ট করে দোকান থেকে কিনে নিন ।

গেমওয়ালা ভাই এর এই টিউনটি পড়ুন https://www.techtunes.io/adobe-photoshop/tune-id/218544#comment-435056 । অনেক চরম