গেমস জোন [পর্ব-৭৩] :: ফ্রিডম ফাইটারস (২০০৩/১৮৫মেগা/পেন্টিয়াম ৪)

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গেমস জোন

হুমম! মুক্তিযোদ্ধা! যদিও গেমটি আমাদের দেশের উপর তৈরি নয় তবুও নাম শুনে ভালই লাগলো। যাই হোক নিয়ে এলাম গেমস জোনের নতুন এপিসোড। আজকের এপিসোডে থাকছে একটি 3rd পারসন শুটার ভিডিও গেম। আজকের গেম ফ্রিডম ফাইটারস।

ফ্রিডম ফাইটারস একটি ২০০৩ সালের 3rd পারসন শুটার ভিডিও গেম যা প্লে-স্টেশন ২, নিনটেনডু গেমকিউব, এক্সবক্স এবং মাইক্রোসফট উইন্ডোজ এর জন্য মুক্তি পায়। গেমটি তৈরি করেছে আইও ইন্টারএকটিভ এবং প্রকাশ করেছে ইএ। গেমটিতে হিটম্যান২ গেমের ইঞ্জিণ ব্যবহার করা হয়েছে।

গেমটির পটভূমি আমেরিকায়। New York তে একটি রেড Army গুপ্ত ভাবে চলে আসে এবং হামলা করে। গেমটিতে তোমাকে আমেরিকার রেজিটেন্স লিডার ক্রিস্ট্রোপার স্টোন এর ভূমিকায় খেলতে হবে।

ফ্রিডম ফাইটারস

তৈরি করেছে:

আইও ইন্টারএকটিভ

প্রকাশ করেছে:

ইএ

ইঞ্জিণ:

গ্ল্যাসিয়ার এর মডিফাইড

খেলা যাবে:

পিসি,

গেমকিউব,

প্লে-স্টেশন ২

এক্সবক্স

মুক্তি পেয়েছে:

সেপ্টেম্বর-অক্টোবর ২০০৩ সালে

ধরণ:

3rd পারসন শুটার

খেলার ধরণ:

সিঙ্গেল এবং মাল্টিপ্লেয়ার

সিস্টেম রিকোয়ারমেন্টসঃ

পেন্টিয়াম ৪ প্রসেসর,

১ গিগাবাইট র‌্যাম,

১২৮ মেগাবাইট এজিপি,

৬০০ মেগাবাইট ফ্রি HDD স্পেস।

গেম-প্লে:

ফ্রিডম ফাইটারস একটি 3rd পারসন শুটার গেম, যেখানে সোভিয়েত বাহিনীর বিপক্ষে New York এর রাস্তায় যুদ্ধে নামতে হবে। গেমটিতে স্কোয়াড-বেইস এলিমেন্টস রয়েছে, রয়েছে একটি charisma meter. চারিস্মা একটি এক্সপেরিয়েন্স পয়েন্ট এর মতোই। প্লেয়ার গেমটিতে হিরোইক ডিডস ভাবে খেলে। যত চারিস্মা যত বেশি হবে, প্লেয়ার এর স্কোয়াড সদস্য তত বেশি বাড়াতে পারবে। প্লেয়ার গেমটিতে সবোচ্চ ১২ জন সদস্য যোগ করতে পারবো তার স্কোয়াডে।

ফ্রিডম ফাইটারস গেমটিতে স্কোয়াড মেমবারদের কন্ট্রোল এর জন্য সাধারণ নিময় অনুসরণ করা হয়। যেমন গেমটিতে প্লেয়ার তার স্কোয়াড মেমবারদের “ফলো”, “এ্যাটাক” এবং “ডিফেন্ড” আদেশ দিতে পারবে। তবে অধিকাংশ সময়ে মেমবাররা নিজের রক্ষা নিজেরাই করতে পারবে।

প্লট:

সোভিয়েত ইউনিয়ন বিশ্বের সুপারপাওয়ার দেশে পরিণত হয়েছে বারলিনে প্রথম এটমিক বোম ফেলে। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে শেষ ডেকে আনে। এর ফলে এখন প্রেজেন্ট যুগে New York কে ঘিরে ফেলেছে বিভিন্ন কমিউনিস্ট স্টেটস।

New Youk Plumbing Brothers ক্রিস্ট এবং ট্রয় স্টোন তাদের পরের ক্লায়েন্ট এর সাথে দেখা করতে যার নাম ইসেবেলা এ্যাঞ্জেলিনা। স্টোন ব্রাদারস ইসেবেলার বাসায় আসে এবং দেখতে পায় যে বাসাটি পরিত্যাক্ত। সেখানে আচমকা সোভিয়েত Army এর জেনারেল টাটারিন এর স্কোয়াড স্টোন ব্রাদারসের উপর হামলা করে। সেখান থেকে ক্রিস পালিয়ে গেলেও ট্রয় ধরা পড়ে।

পরে অবশ্য ক্রিস ইসেবেলা কে পুলিশ স্টেশন এবং ট্রয়কে পোষ্ট অফিস থেকে ছাড়িয়ে আনে। এরপর তারা তিনজন মিলে একটি মুক্তিযুদ্ধে গ্রুপ গড়ে তুলে।

মাসখানেক পর, তিনজন মিলে একটি সোভিয়েট ফ্যাসিলিটিস এ হামলা করে তা দখলে আনে। এরপর আমেরিকার সাধারণ মানুষ এবং আনুগত্য প্রকাশকারী সোভিয়েট সৈনদের তাদের গ্রুপে জয়েন করে। এরপর সিটির অন্যান্য এরিয়াগুলোও আস্তে আস্তে দখলে নিতে থাকে তারা।

সোভিয়েত এর উপর ব্যাপক হামলার ফলে গ্রুপ লিডার ক্রিস সোভিয়েত টিভি চ্যানেলে “ফ্রিডম প্যানথম” হিসেবে পরিচিতি পায়। এরই মধ্যে ট্রয় আবারো ধরা পড়ে এবং সোভিয়েত তাকে রিমান্ডে নেয় তথ্য পাওয়ার জন্য। পড়ে ট্রয়কে মেরে ফেলা হয় জেনারেল টাটারিন এর দ্বারা।

এরপর কেজিবি এজেন্ট বুলবা ক্রিস এর ঘাঁটিতে হামলা করে আবারো দখলে নেয়। এরপর ক্রিস তার দল নিয়ে একটি আন্ডারগ্রাউন্ড এরিয়াতে লুকিয়ে থাকে, এরই মধ্যে সোভিয়েত নিয়ন্ত্রিত মিডিয়া টাটারিন এর মৃত্যুার খবর প্রকাশ করে। এরফলে এজেন্ট বুলবা কে জেনারেল পদ দেয় ।

উইন্টার এর সময়, ক্রিস তার গ্রুপকে নিয়ে সোভিয়েত নিয়ন্ত্রিত মিডিয়াতে হামলা চালায় এবং মিডিয়ার মাধ্যমে তার গ্রুপের জন্য আরো সদস্যদের ব্যবস্থা করে। শেষে সোভিয়েত সরকারের ঘাঁটিতে ব্যাপক হামলা চালিয়ে অবশেষে আমেরিকাকে স্বাধীন করে ক্রিস এর মুক্তিবাহিনী।

তবে ক্রিস জানে যে সোভিয়েত এর সহজে ছেড়ে দেবে না, তবে ক্রিস প্রস্তুত, যতক্ষণ পারে যুদ্ধ করে যাবে।

চরিত্রসমূহ:

১। ক্রিসট্রোপার স্টোন (দ্যা ফ্রিডম প্যানথম)ঃ গেমটি মূল চরিত্র। গেমটিতে তার চরিত্রে তোমায় খেলতে হবে। সে ম্যানহাথান রেজিস্টেন গ্রুপের কো-লিডার। জন্মে এবং বড় হয়েছে ব্রুকলিনে।

২। ইসেবেলা এ্যাঞ্জেলিনাঃ সে রম্যানহান রেজিস্টেন্স গ্রুপের কো-লিডার। এর আগে রাজনৈতিক বুদ্ধিজীবি ছিল।

৩। ট্রয় স্টোন: ম্যানহাথান রেজিস্টেন গ্রুপের সদস্য এবং ক্রিস স্টোন এর ভাই।

৪। মিস্টার জোনস: ম্যানহাথান রেজিস্টেন গ্রুপের এডভাইজর। বয়স্ক বলে সরাসরি যুদ্ধে নামতে পারেননি। এছাড়াও যুদ্ধে আহতদের চিকিৎসার ব্যবস্থাও করেন।

৫। Colonel Bulba: আমেরিকার কেজিবির প্রধান।

৬। পিল ব্যাগজটন: ম্যানহাথান গ্রুপের মুনিটিশনস এক্সপাট। রেড army সৈনদের দ্বারা আহত হয়ে ক্রিস এবং জোনস এর দ্বারা উদ্ধার হয়ে সে ম্যানহাথান গ্রুপে যোগ দেয়।

৭। দ্যা কিড: গ্রপের সাপোটার। তথ্যে সাথে ডিল করে, এবং একপ্রকার খবর আদান প্রদান করে।

৮। জেনারেল ভ্যাসিলজ টাটাটিন: সোভিয়েত সৈন্য দলের কমান্ডার।

৯। টাটিয়ানা: সোভিয়েত নিয়ন্ত্রিত মিডিয়ার নিউজকাস্টার।

সেই ২০০৪ সাল হতে শোনা যাচ্ছে যে গেমটির সিকুয়্যাল আসতেছে।

ডাউনলোড:

http://www.mediafire.com/download/nvho21wvhr74fjv/Freedom+Fighters.exe

ডাইরেক্ট লিংক:

http://199.91.152.227/rj27v6lkkklg/nvho21wvhr74fjv/Freedom+Fighters.exe

 http://www.facebook.com/games.zone.bd

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

এটা কি ট্রায়াল ভার্সন ?

গেমওয়ালা ভাই আমি সাধারনত আপনার টিউনে কমেন্ট করিনা । কারণ আপনার দেয়া গেমগুলো সাধারনত এক্সট্রা গ্রাফিক্স কার্ড চায় আর আমার তা নেই তাই যত্ন করে এড়িয়ে যাই। তবে আজকে দেখলাম আপনি আমার খেলা সবচেয়ে প্রিয় গেমগুলোর একটি নিয়ে টিউন করেছেন তাই কমেন্ট না করে থাকতে পারলাম না। আমি কদাচিৎ ই গেম খেলে থাকি। তবে তার মধ্যে আমার কেন যেন ফাস্ট পারসন শূটার গেম এর চেয়ে থার্ড পারসন শূটার গেমই বেশী ভালো লাগে যদি জ্ঞানী জনে ভিন্ন কথা বলে। তবে হয়তো আমি ফাস্ট পারসন শূটার গেমের মজাটা ঠিক কোথায় তা এখনো খুজে পাইনি। আমি যে জন্য মন্তব্য করেছি। আপনার এই চেইন টিউনটির অন্য কোন পর্বে কি ফ্রীডম ফাইটারের মতো স্বল্প রিকোয়ারমেন্ট এর থার্ড পার্সন শুটার গেম আছে থাকলে একটু জানাবেন কারণ অলরেডি আপনার সত্তরটি পর্ব হয়ে গিয়েছে এতো টিউন ঘেটে গেম খুজাটা মুশকিলই বটে। আর যদি পারেন তো ফ্রীডম ফাইটারের মতো স্বল্প রিকোয়ারমেন্ট এর থার্ড পার্সন শুটার আর কিছু গেমের নামের তালিকা দেবেন। যদি বাজারে ডিভিডিতে পাই তাহলে কিনতে পারবো। চমৎকার টিউনটির জন্য অনেক অনেক ধন্যবাদ। অফ.পিক. আমি কিন্তু ফ্রীডম ফাইটার গেমটি গেম ওভার করা চ্যাম্পিওন;)