গেমস জোন [পর্ব-৬৫] :: Grid 2 (রেসিং/২০১৩)

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গেমস জোন

কে সবচেয়ে ভাল?? খুব সহজ প্রশ্ন, তবে এর কখনোই সহজ উত্তর মেলে না। বিশেষ ভাবে Motorsports দুনিয়ায়। আজকের গেমস জোনের আমি নিয়ে এসেছে নিড ফর স্পিড এর পরই জনপ্রিয় গেমস সিরিজ গ্রিড এর আপকামিং গেম গ্রিড ২ নিয়ে। সিরিজের প্রথম গেম রেস ড্রাইভার: গ্রিড মুক্তি পেয়েছিল ২০০৮ সাল। এবং গ্রিড ২ মুক্তি পাচ্ছে এ মাসের শেষের দিকে। তবে আমি আগেই ডাউনলোড করে ফেলেছি এই অসাম গেমটি।

গ্রিড ২ একটি আপকামিং রেসিং ভিডিও গেম, যেটি নির্মাণ করেছে কোডমাষ্টার। গেমটি ২০০৮ সালের রেস ড্রাইভার: গ্রিড গেমটির সিকুয়্যাল। গেমটি মাইক্রোসফট উইন্ডোজ, প্লে-স্টেশন ৩ এবং এক্সবক্স ৩৬০ গেমস কনসোল এর জন্য মুক্তি পাচ্ছে ২০১৩ সালের মে এর শেষের দিকে।

গ্রিড ২

 

নির্মাতা:

কোডমার্ষ্টার,

সোউথাম

প্রকাশ করবে:

কোডমাষ্টার

ডিস্ট্রিবিউটর:

ন্যামকো

ইঞ্জিণ:

EGO 3.0

খেলা যাবে:

মাইক্রোসফট উইন্ডোজ,

প্লে-স্টেশন ৩ এবং

এক্সবক্স ৩৬০ গেমস কনসোলে

মুক্তি পাচ্ছে:

২৮শে মে ২০১৩ তে আমেরিকায়,

৩১শে মে ২০১৩ তে ইউরোপে।

Pre-order এ পাওয়া যাচ্ছে ৬ই March, 2013 থেকে**

ধরণ:

রেসিং

খেলার ধরণ:

সিঙ্গেল এবং মাল্টিপ্লেয়ার

ট্রেইলার ভিডিও:

http://www.youtube.com/watch?v=nzXgBWGnOMo

http://www.youtube.com/watch?v=8yKCS8B6_SA

http://www.youtube.com/watch?v=KSkpS2HWHZ4

http://www.youtube.com/watch?v=bBxwEvRt1GM

সিস্টেম রিকোয়ারমেন্টস:

মিনিমাম:

কোর্য়াড কোর ২.৮ গিগাহাটস গতির প্রসেসর,

৪ গিগাবাইট র‌্যাম,

১ গিগাবাইট গ্রাফিক্স Card,

১৫ গিগাবাইট ফ্রি হার্ডিস্ক স্পেস

উইন্ডোজ ৭,

ডাইরেক্ট এক্স ১০ সাথে শেডার মডেল ৩.০

ভালভাবে খেলতে চাইলে আমার পিসির কনফিগ লাগবে:

কোর আই ৭ ৩.২ গিগাহাটস গতির প্রসেসর,

১৬ গিগাবাইট র‌্যাম,

৩ গিগাবাইট এটিআই রাডিয়ন এইচডি ৭৯৭০ গ্রাফিক্স Card,

১৫ গিগাবাইট ফ্রি হার্ডিস্ক স্পেস

উইন্ডোজ ৭,

ডাইরেক্ট এক্স ১১ সাথে শেডার মডেল ৫

গ্রিড ২। নিড ফর স্পিড গেমস সিরিজের জনপ্রিয়তার পরপরই এই গ্রিড গেমটির স্থান। গেমটির ২য় সংস্করণ গ্রিড ২ এমাসের শেষের দিকে বাজারে আসছে। গ্রিড ২ গেমটিতে প্যারিস, ইউএস এর বিভিন্ন জায়গা সহ অনেক রিয়েল ওয়ার্ল্ড লোকেশন রয়েছে রেস এর জন্য। এছাড়াও গেমটি খেলে বুঝতে পারলাম গেমটি হ্যান্ডল সিস্টেম উন্নত করা হয়েছে যার সাহায্যে রিয়েল গাড়ি চালানোর মজা পাওয়া যাবে। নতুন এই হ্যান্ডল সিস্টেমকে গেমটির নির্মাতা কোডমাষ্টার “TrueFeel” নামে বর্ণানা করেছেন। তবে সিরিজের আগের গেম এবং অন্যান্য রেসিং গেমে থাকা ফার্স্ট পারসন ভিউ গ্রিড ২ গেমটিতে বিলুপ্ত করা হয়েছে।

গ্রিড ২। কোডমাষ্টার গেমটি নির্মাণ করেছে টোকা রেস ড্রাইভার গেমটির আইডিয়ায়। যারা যারা টোকা রেস ড্রাইভার  সিরিজের গেমসগুলো খেলেছ তারা অবশ্যই জানো কত ভালো গেম টোকা রেস ড্রাইভার। আমি গেমস জোনে টোকা রেস ড্রাইভার ৩ গেমটি নিয়ে টিউন করেছিলাম গত বছর।

সিরিজের প্রথম গেম রেস ড্রাইভার: গ্রিড ব্যাপক ব্যবসা সফল হবার পর গ্রিড ২ গেমটি খুব বড় ভাবে সাজানো হয়েছে। গেমটিতে ডুয়াল স্টোরিলাইন সাথে অনেকগুলো রেসিং সিজন রয়েছে। তবে গেমটির গ্রাফিক্স উচ্চ মানের হওয়ায় গেমটি কোর আই৩ সাথে ১ গিগাবাইট গ্রাফিক্স কার্ডে মোটামুটি ভালে খেলা যাবে।

গেমটিতে তোমাকে ইউরোপ, আমেরিকা এবং এশিয়ার বিভিন্ন রেসিং ক্লাব এর সাথে লড়তে হবে। গেমটিতে তোমার মাস্টার হিসেবে রয়েছেন প্যাটট্রিক কালাঙ্গান। রেসিং ক্লাব এর সাথে লড়া মানে WRS (World Series of Racing) এতে অংশ নেওয়া। প্রত্যেকটি ক্লাব এর নিজস্ব রুলস, স্টাইল, সাথে অবশ্যই ভিন্ন অভিঙ্গতার ড্রাইভার রয়েছে। যেমন ধরো স্প্যানিশ ক্লাব Eliminacion তে শুধুমাত্র ইউরোপিয়ান টিউনার গাড়ি ব্যবহার করা হয়। এবং রেসিং ইভেন্ট গুলো বসে বার্সেলোনার কঠিন, প্রচুর ধুলাবালিযুক্ত রাস্তায়। এবং মজার নিয়ম অনুসরণ করে। নিয়ম টা হলো Elimination Race Type প্রতি ৩০ সেকেন্ড পর পর সবর্শেষ রেসার বাদ পরে যাবেন।

সিরিজের আগের গেমটির মতো তুমি গেমটিতে নিজস্ব ব্যান্ড, টিম রং এবং পছন্দের স্পন্সর এ সাইন করতে পারবে।

গেমটির চালানোর ব্যাপারে আসি। গেমটি যেহেতু খুব হাই কোয়ালিটির গ্রাফিক্স এ তৈরি। তাই আমার আফসোস হচ্ছে তোমাদের অনেকেই গেমটির স্বাদ নিতে আরো কয়েক বছর অপেক্ষা করতে হতে পারে। আমার পিসি ৩টি। কোর্য়াড কোর পিসি একটি, পেন্টিয়াম ৪ লেপটপ একটি এবং আমার গেমিং পিসি একটি। তো পেন্টিয়াম ৪ লেপটপে গেমটির চলার প্রশ্নই উঠে না!!! কোর্য়াড কোর পিসিতে ২ গিগাবাইট র‌্যাম এবং রাডিয়ন এক্স১০৫০ গ্রাফিক্স কার্ডে মিনিমাম গ্রাফিক্স দিয়ে গেমটি ৭/৮ ফ্রেম রেটে চলে। তবে গেমিং পিসিতে তো চলে না, দৌড়ায়!!! আমার মতে কোর আই ৫ সাথে ৬গিগা র‌্যাম এবং ২গিগা গ্রাফিক্স কার্ডে গেমটি ভালভাবে খেলা যাবে।

মাত্র ৪দিন হলো গেমটি খেলছি। দারুণ লাগছে খেলতে। নিচে কিছু স্ক্রিণশট দিলাম, মাল্টিপ্লেয়ার এরও রয়েছে। দেখে নাও:


গেমটি তো ভাল হবেই! পুরো চার চারটি বছর সময় নিয়ে গেমটি বানানো হয়েছে। নিড ফর স্পিড এর কোনো গেম নেই যা চার বছর সময় নিয়ে বানানো হয়েছে।

গেমটি প্রফেশনাল রেসিং গেম ধাঁচের হলেও গেমটিতে কোনো Assistance Driver নেই!! এটা হলো দ্বিতীয় ড্রাইভার যা তোমরা টিভিতে রেসিং এদেখে থাকো। অটোমেটিক গিয়ারস অপশন থাকলেও কোনো ডাইনামিক সাজেস্ট লাইন, ট্রাকশন কনট্রোল এবং অটো-ব্রেক সিস্টেম গেমটিতে নেই!!! তবে এর পরো ৮৫% গেমার চয়েস রয়েছে গ্রিড ২ গেমটির প্রতি! কেন!!?? রিয়াল কনট্রোল সিস্টেম আছে দেখে!

ড্রাইভার আই (Driver Eye) বা ফার্ষ্ট পারসন ভিউ মোড গেমটিতে নেই! কারণটাও সহজ, এতে গাড়ির ভিতরের ইন্টারফেস লোড হয় এবং এর ফলে গ্রাফিক্স তথা প্রসেসর এ চাপ পড়ে খুব। যেহেতু গেমটি খুব হাই কোয়ালিটির গ্রাফিক্স এবং এই ফার্ষ্ট পারসন ভিউ মোড তেমন কেউই ব্যবহার করে না তাই এটি বিলুপ্ত!

ডাউনলোড:

http://www.razor1911download.com/grid-2-razor1911-complex-torrent-pcx360/

or

http://www.razor1911-games.com/grid-2-full-game-multi8-reloaded/

Torrents:

http://filecom.net/mHFTH_x
or
http://skippyfile.com/mHFTH_x

http://www.facebook.com/games.zone.bd

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

direct link den

আপনার সবগুলি টিউনই অসাধারণ।

Level 0

আমি তো ডুয়াল কোর ৩.০GHz, ৬৬৭০ DDR3 তে হাই দিয়ে ৩০ fps পাইতেসি?