২০০৯ এর বর্ষ সেরা গেমসগুলো একঝলক দেখে নিন

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

কম্পিউটারে গেমস খেলতে পছন্দ করেন না এমন মানুষ পৃথিবীতে কমই আছে। তাই গেমস প্রেমীদের কথা মাথায় রেখেই গেমস নির্মাতা প্রতিষ্টানগুলো নিয়মিত নতুন নতুন গেমস তৈরি করছে। প্রত্যেক গেমসই যে মানুষকে আকৃষ্ট করবে এমনটি নয়। তাই যেসব গেমস মানুষ সবচেয়ে বেশীবার খেলেছে, ডাউনলোড বেশি হয়েছে এবং সিডি বিক্রি হয়েছে এইসব গেমসগুলোকে বছরের সেরা গেমস হিসেবে ঘোষনা করা হয়। তেমনি আজকে কিছু ২০০৯ সালের সবচেয়ে সেরা কিছু গেমস আপনাদের সামনে তুলে ধরব।

Best shooter

Best shooter বিভাগে বর্ষ সেরা গেমস হয়েছে Call of Duty: Modern Warfare 2

এই গেমসটি খেলতে আপনার যা যা প্রয়োজন হবেঃ

• Hard Drive Requirements: 16 GB free hard drive space

• Operating System: Windows Vista/XP (but Win 7 will be compatible)

• CPU: AMD 64 3200+ or Intel Pentium 4 3.0GHz or better

• RAM: 512 MB RAM (XP) / 1 GB RAM (VISTA) / (Assume 1 GB RAM for Win 7)

• Video Card: Shader 3.0 or better 256 MB nVidia GeForce 6600GT / ATI Radeon 1600XT or better

এবং এই Best shooter বিভাগে যৌথভাবে রানারস আপ হয়েছে

Left 4 Dead 2

Borderlands

Best action/adventure

Best action/adventure এই বিভাগে বছরের সেরা গেমস ঘোষিত হয়েছে "Uncharted 2: Among Thieves" গেমসটি।


গেমসটি খেলতে আপনার কম্পিউটারের তেমন কোন হাই কনফিগারেশনের দরকার নেই। রানারস আপ হয়েছে য়ৌথভাবে Best action/adventure হয়েছেঃ

"Assassin's Creed II, Batman: Arkham Asylum এবং  Brutal Legend."

Best racing game

আমরা সাধারনত রেসিং গেমসের সবচেয়ে বেশী ভক্ত। তবে আমার কাছে আগে NFS2 টা সবচেয়ে বেশী ভাল লাগত। কিন্তু ২০০৯ সালে ঠিক এরকমই একটি রেসিং গেমস সেরাদের মুকুট পেয়েছে। গেমসের নামটি "Forza Motorsport 3"

বিদ্রঃ তবে এই গেমসটি খেলতে হাই কনফিগারেশনের কম্পিউটার প্রয়োজন।

বিস্তারিত জানতে আপনারা এই সাইটটা ভিজিট করতে পারেন

Level 0

আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

যদিও গেমসের প্রতি আমার কোন নেশা ফেশা নেই তবুও টিউনটির ব্যাপারে বলব ভালো ভালো হাসিব ভাই ভালো

    মিয়া আমারে তো একেবারে টাসকি লাগাইয়া দিছিলেন, আমি তো মনে করেছিলাম কে না কে………..ধন্যবাদ বস……

আপনার থেকে আরো তথ্য বহুল এবং গুরুত্বপূন বিষয়ের উপর টিউন আশা করছি।
আজকে টেকটিউনস এর শীষ টিউনার হাসিব এবং টিনটিন ভাই, দুই জনে যে কেন যে ডাবল সেঞ্চুরী করছেন সম্পন্ন করছেন না, বাংলাদেশর ক্রিকেটেতো কোন খেলোয়ার খেকে ডাবল সেঞ্চুরী দেখার সৌভাগ্য হবে কিনা জানি না, তবে অপনারা দুজন অন্তত: ২৬ মাচ উপলক্ষে ডাবল সেঞ্চুরী উপহার দিন। এতে খুব ভালোলাগবে। ধন্যবাদ।

    এম ইয়াকুব আসলে গেমস রিভিউ নিয়ে তেমন একটা টিউন হয় না তাই করে ফেললাম। আশা করি এর পর থেকে মানসম্মত এবং কাজের টিউন পাবেন। ধন্যবাদ আপনার পরামর্শের জন্য……………………….

ভালো লাগলো,ধন্যবাদ

    ভাল লাগলে বাজার থেকে গেমসটি কিনে খেলেন তখন যদি ভাল হয় তাহলে আমাকে বইলেন আমিও না হয় পরে……………

ধন্যবাদ। ভাল কিছু জানলাম।

    চেস্টায় সাইদ ভাই জানার জন্যই তো টেকটিউনসে আমাদের আসা

hASIB sAys Brother how i can will tune in techtunes . Iam want to tune something but how pls reply me . my mail address [email protected]

ভাই কেও কি Forza Motorsport 3 এর ডাউনলোড লিঙ্ক দিতে পারবেন??

Good tune.Go ahead.