নেশা ধরানো একটি গেম Flamingo Drive! মাত্র 2 MB!

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

আমি যদি এ গেমটি খেলা শুরু করি তবে ৩০ মিনিটের আগে উঠতে পারিনা। অথচ মাত্র ২ মিনিটেই এক Round শেষ হয়ে যায়।  তারপরো খেলতে ইচ্ছে করে। কারণ এটা একটা Point Based Game. আপনি যদি ২০০০ করতে পারেন তাহলে আরো বেশি Point এর জন্য আবার খেলতে চাইবেন। আমি একবারে 20/22 Round এর নিচে খেলতে পারিনা।

এবারে আসি নিয়ম কানুনের কথায়। তেমন কোন নিয়ম কানুন নেই। বিশেষ কোন Requirement ও নেই। কারণ এটা একটা Flash Game. Windows 98 ব্যবহারকারী যদি থাকেন তিনিও খেলতে পারবেন। আর Windows 8 এ তো আমি নিজেই খেলি!  🙂

প্রথমেই ডাউনলো করে নিন নিচের লিংক থেকে।

Download Flamingo Drive

এটা Zip Folder হিসেবে আছে। প্রথমে আনজিপ করে নিবেন।

এরপর Double Click করলেই গেম শুরু হবে। Play > Play দিয়ে গেম শুরু করুন। কিছুনা! দেখবেন একটা বাদরের মত দেখতে প্রাণী একটা বককে লাঠির মত ধরে আছে। তার সামনে পড়ে আছে একটা ছোট পাখি। আর আরেকটু দুরে রয়েছে একটা জিরাফ।

ডান দিকে দেখবেন Power লেখা একটা ঘর। আর তার বামে একটা দিক নির্দেশক উঠানামা করছে। আপনার কাজ হল Power এর লাল দাগ যখন একদম উপরে উঠবে তখন একটা Mouse Click করা। আর যেই Angel এ মারতে চান পয়েন্টার সেই Angel এ গেলে দ্বিতীয় ক্লিক করা।

ব্যস! এবার দেখবেন নিচের পাখিটা উড়ে যাচ্ছে বাড়ি েখেয়ে। গাছ, হাতি, জিরাফ দেখে শুনে মারবেন।

কে কত পয়েন্ট করতে পারলেন কমেন্টে জানাবেন। আমি সর্বোচ্চ 4,300 করতে পেরেছি। 

এর আগে লিখেছিলাম এখানে-

Download Flash Game: Flamingo Drive for Free !!!

Level 0

আমি আব্দুর রহমান। Admin, Marks PC Solution, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 241 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

There is no mistake in the world of technology! Everything is learning!!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ছোট্ট এর মধ্যে অনেক সুন্দর একটা গেমস। এইটা আমি ২০১০ সালে থেকে খেলছি।আমি সর্বোচ্চ ৫৮৬২ পর্যন্ত গিয়েছি। 🙂

    @laabib:ভাই আপনি তো কাপিয়ে দিয়েছিলেন। 🙂 😛 😀

      Level 0

      @Iron maiden: ছোট্ট মরিচে ঝাল বেশি। কাপানোর জন্য নিজেকেউ কাপতে হয়েছে। 😉

    Level 0

    @laabib:

    আপনি তো আমার কাজ বাড়ালেন! 🙁
    এখন আমাকে ৬০০০ করে দেবে কে?? খেলব না Internship Report করব? 🙂
    আমি ২০১৩ থেকে। মাত্র মাস দেড়েক আগে!!

      Level 0

      @munnamark: চেষ্টা করেন আপনিও পারবেন। প্রথম ২টা যদি কম পয়েন্ট ওঠে তাহলে ”R ” প্রেস করে পুনরায় খেলা আরম্ভ করতে পারেন। যদিও এটা চোরা বুদ্ধি। 😉

        Level 0

        @laabib:
        সেটা না হয় করলাম। কিন্তু খেলতে তো হবেই। না খেলে তো আর হচ্ছে না। তবে লাক ফেভার করতে হয়।
        অনেক সময় প্রথম বারেই ১২০০ পার হয়ে যায়।
        আর সবসময় মাউসে মন মত টাইমিং করা যায় না। আগে পড়ে হয়ে যায়। মন মত টাইমিং করতে পারলে অনেক বেশি করা সম্ভব।

Level 2

Eta ki Angry Bird er moto?

    Level 0

    @farhadjoy:
    কি জানি। আমি তো Angry Bird কোনদিন খেলা তো দূরের কথা দেখিই নাই!
    এটা Flash এর মত। যেমনটা ক্রিকেট খেলে থাকে ফ্ল্যাশে।

Level 0

সত্যিই ভাই অসাধারন!!!!!!!!!

আমাকে কিন্তু আগেই শেয়ার করেছেন 😀

অনেক দিন ধরেই এটি খেলছি। আসলেই নেশা ধরানো। আমার ছোট ভাই, বড় ভাই সবাই এটি খেলে। আমার সর্বোচ্চ ৫৭২৩। Latest Tech News

এই রকম আর কিছু গেম শেয়ার করেন @munnamark ভাই …

    Level 0

    @Rokib Uddin:

    Point টা শেয়ার করলেন না কেন??
    গেম খেলে আবার কমেন্ট করেন নিজের স্কোর সহ।
    আমি আরো কয়েকবার খেলেছি। সর্বোচ্চ ৩৯০০ 🙁

হুম! নেশা ধরানোর মত গেইম। প্রথমদিন খেলেই ৪০২৬ স্কোর করলাম।

score 3758
হিটম্যান এবসলুশন বাদ দিয়া এইডা খেলতাছি 😀