RoadRash গেমটি খেলতে color এর সমস্যা আর হবে না ।গ্যারান্টি সহ ।

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

আচ্ছালামুআলাইকুম । কম্পিটারে RoadRash গেমটি খেলেন নাই এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না  । এটার মত মজার বাইক রেসিং আর দুইটা নাই । আমার বড় ভাইয়া গেমসটি গত চার বছর ধরে খেলতাছেন কিন্তু এখনও গেমটির প্রতি আকর্ষণ প্রথম দিনের মতই । কিন্তু সমস্যা হল তিন বছর আগে যখন windows xp থেকে windows 7 এ upgrade করি  তখন থেকেই কালারে সমস্যা করে । কালারের সমস্যার পরেও আমার বড় ভাইয়া গেমসটি খেলে । আজকে মনে হল যে google এ সার্চ করে দেখলে কেমন হয় । যে ভাবা সেই কাজ । আল্লাহর অশেষ রহমতে মাত্র 5 minute এ সমাধান পেয়ে গেলাম । তাই ভাবলাম যে techtunes এ share করা দরকার ।

প্রথমেই notepad খুলুন এরপর নিচের code টুকু paste করুন :

taskkill /f /im explorer.exe
Roadrash.exe
start explorer.exe

এরপর যে folder এ Roadrash.exe ফাইলটি আছে সে folder এ নোটপেডের ফাইলটি strat.bat নামেএ save করুন । এবার start.bat ফাইলটিতে ডাবল click করলে roadrash গেমটি open হবে এবং খেলা শুরু করুন আর মজা লন সে xp এর color এর । এরপর থেকে গেমসটি খেলার জন্য start.bat তে click করুন roadrash.exe তে click করার দরকার নাই ।।

সবাই ভাল থাকবেন আর আমার জন্য দোয়া করবেন । এবার আমি SSC দিছি ।

Level New

আমি স্বপ্নবাদী সিফাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 153 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার নাম মাহমুদ উর রশীদ ।আমি কুমিল্লা জিলা স্কুলের দশম শ্রেণীতে পড়ি । আমার ইচ্ছে FREELANCING করে নিজের টাকায় পড়াশোনা করা যদিও আমার মা-বাবা আর ভাইয়া আমার পড়ালেখার পেছনে টাকা-পয়সা ব্যয় করতে কোনো কার্পন্য করেন না । তাই আমি web designing ও development এর কাজ শিখে চলেছি । আমার বিশ্বাস...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

download লিঙ্ক জানেন নাকি ? থাকলে দেন : [email protected]

আমার কাছে নেই । google এ search করে দেখেন ।

thanks

Level 0

কাজ হলে বিশাল ধন্যবাদ

Need for speed 2 se er colour correction solve er system ki?

    @অচেনা অনিক: আমার computer এ গেমসটি নেই তাই কোন সমাধান দিতে পারছি না । তবে আপনার nfs 2 se এর folder টির মধ্যে উপরের start.bat file টি যেভাবে তৈরী করা হয়েছে সেভাবে তৈরী করুন আর দ্বিতীয় লাইনে Roadrash.exe এর বদলে যে .exe ফাইলটি দিয়ে আপনি গেমটি open করেন সে ফাইলটির নাম .exe extention সহ লিখে save করে start.bat ফাইলটি open করুন । দেখুন কাজ হয় কিনা ।

Level 0

Windows 7 এ চলে না Roadrash 🙁

    @Iron maiden: কে বলল আপনাকে windows 7 এ roadrash চলে না । আপনার roadrash এর folder টিতে দেখুন যে REGEDIT.Reg নামক একটি ফাইল আছে ঐ টাতে dobule click করে install করে ফেলুন তারপর দেখুন চলে কিনা । আর কালার ঠিক করার জন্য উপরের প্রক্রিয়াটি অনুসরণ করুন । আশা করি গেমসটি কোন সমস্যা ছাড়াই খেলতে পারবেন ।

Level 0

games download lonk koi vao ?

1.Open notepad or your favorite text editor

2.Type ‘taskkill /F /IM explorer.exe’ and press enter

3.Type ‘xxxxxx.exe’ and press enter,[where xxxxxx.exe is the executable file to run the game]

4.Type ‘start explorer.exe’

5.Then click File>save as….

6. File name should be like ‘xxxxxx.bat’ , select “all files” in the save as type drop down menu

7.Remember to save the file in your installation directory. If you create the file in another directory then cut>paste the file in your installation directory.

8.Double click the batch file you created to run the game ……

Hope this helps……..