হ্যালো! কেমন আছেন আপনারা? আজকের গেম দ্যা উইটচার ২।
দ্যা উইটচার ২: এসাসিন’স অফ কিংস একটি একশন রোল-প্লেয়িং ভিডিও গেম নির্মাণ করেছে সিডি প্রজেক্ট রেড। গেমটি ২০০৭ সালের দ্যা উইটচার (উচ্চারণের জন্য মাফ চাচ্ছি!!) ভিডিও গেমটির সিকুয়্যাল। গেমটি মাইক্রোসফট উইন্ডোজ, এক্স বক্স ৩৬০ এবং ওএস এক্স এর জন্য গত বছরের মে মাসে (২০১১) মুক্তি পায়। সিরিজের আগের গেমটির মতই এই গেমটিও একটি পলিশ উপন্যাস (একই নাম) এর উপর ভিক্তি করে নির্মিত। মে ২০১২ পযর্ন্ত গেমটির ১.৭ মিলিয়ন কপি বিক্রি হয়েছে।
দ্যা উইটচার ২: এসাসিনস অফ কিংস
নির্মাতা:
সিডি প্রজেক্ট রেড
প্রকাশক:
আতারি ইন্টারঃ (আমেরিকায়),
ন্যামকো গেমস (ইউরোপে),
ওর্য়ানার ব্রোস ইন্টারএ্যাকটিভ (এ্যানহান্স এডিশন)
সিরিজ:
দ্যা উইটচার
ইঞ্জিণ:
রেড ইঞ্জিণ
ভার্সন:
৩.২.১ (আগষ্ট ২, ২০১২)
খেলা যাবে:
মাইক্রোসফট উইন্ডোজ,
এক্সবক্স ৩৬০ এবং
ওএস এক্স।
মুক্তি পেয়েছে:
মে ১৭ থেকে এপ্রিল ১৭, ২০১১ সালে মাইক্রোসফট উইন্ডোজ এর জন্য,
এপ্রিল ১৭ থেকে ১৮, ২০১২ সালে এক্সবক্স ৩৬০ এর জন্য,
এবং ওএস এক্স এর জন্য ২০১২ সালের শেষের দিকে।
ধরণ:
একশন রোল-প্লেয়িং,
হ্যাক এন্ড শ্ল্যাস
মোড:
সিঙ্গেল প্লেয়ার
রেটিং:
বিবিএফসি: ১৮
ইএসআরবি: এম
পিইজিআই: ১৮
ট্রেইলার ভিডিও:
http://www.youtube.com/watch?v=SdiK8uaduZs
http://www.youtube.com/watch?v=PwUAv-SSZqw
http://www.youtube.com/watch?v=jk5r1mP6om8
http://www.youtube.com/watch?v=ZjrIVxdc5kU
http://www.youtube.com/watch?v=WwCXw8m0PHI
সিস্টেম রিকোয়ারমেন্টস:
কমপক্ষে:
মাইক্রোসফট উইন্ডোজ এক্সপি (সার্ভিস প্যাক ৩) অপারেটিং সিস্টেম,
ইন্টেল কোর ২ ডুয়ো ই৪৫০০ অথবা এএমডি এ্যাথলন ৬৪ এক্স২ ২.৪ গিগাহার্টস গতির প্রসেসর,
১ গিগাবাইট র্যাম,
৫১২ গিগাবাইট এনভিডিয়া জিফোর্স ৮৮০০ অথবা এটিআই রাডিয়ন এইচডি ৩৮৫০ গ্রাফিক্স কার্ড,
১৬ গিগাবাইট হার্ডডিক্সের খালি জায়গা,
ভালভাবে খেলতে হলে:
মাইক্রোসফট উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেম,
ইন্টেল অথবা এএমডি কোয়ার্ড কোর ২.৮ গিগাহার্টস গতির প্রসেসর,
৪ গিগাবাইট র্যাম,
১ গিগাবাইট এনভিডিয়া জিফোর্স জিটিএক্স ২৬০ অথবা এটিআই রাডিয়ন এইচডি ৪৮৫০ গ্রাফিক্স কার্ড,
১৬ গিগাবাইট হার্ডডিক্স এর খালি জায়গা
গেমপ্লে:
দ্যা উইটচার ২ গেমটির গেমপ্লে সিরিজের আগের গেম দ্যা উইটচার হতেই নেওয়া হয়েছে তবে কমবাট মুভ’স গুলো আরো গতিশীল করা হয়েছে। বাম মাউস বাটনটির সাহায্যে দ্রুত গতির কিন্তু দুবর্ল এ্যাটাক মারতে পারবেন। ডান মাউস বাটনটির সাহায্যে স্লো কিন্তু শক্তিশালী এ্যাটাক মারার জন্য ব্যবহার করতে পারেন। এছাড়াও গেমটি এইম এন্ড থ্রো গেমপ্লে সিস্টেম এ যুক্ত করা হয়। প্লেয়ারটির জন্য অফেনসিভ এবং ডিফেনসিভ মুভমেন্ট আরো উন্নত করা হয়েছে সিরিজের আগের গেমটির চেয়ে, রয়েছে অস্ত্র, আরমর, বোম’স, ট্রাপ’স এবং সেকেন্ডারি অস্ত্র এর বিশাল ভান্ডার।
আপগ্রেড সমূহ চারটি ভাগে ভাগ করা হয়েছে।
১। ট্রেইনিং: ট্রেইনিং আপগ্রেড সমূহ মুভমেন্ট এবং ক্ষমতার জেনারেল আপগ্রেড এবং এটি পেতে হলে নিদির্ষ্ট অবজেক্ট সবার আগে পূরুণ করতে হবে।
২। সোর্ড’সম্যানশীপ: সোর্ড’সম্যানশীপ আপগ্রেড সমূহ প্লেয়ার এর সোর্ড বা তলোয়ার এর আপগ্রেড বহন করবে।
৩। এ্যালচেমি: এই আপগ্রেড প্যাক নেগেটিভ ইফেক্ট অফ পশিয়ন এবং ম্যাজিক বহন করে। এই আপগ্রেড এর মাধ্যমে উইটচার সাইটস এর পটেন্টসি আপগ্রেড করে।
৪। স্টেলথ: এই আপগ্রেড এর মাধ্যমে স্টেলথ মোড এর পারফরম্যান্স আপগ্রেড করতে পারেন।
গেমটিকে আপনাকে হিটম্যান গেমস সিরিজের মতই গুপ্তচর এবং ধৈর্য্য নিয়ে খেলতে হবে। গেমটিতে নতুন কিছু মিনি-গেমস যুক্ত করা হয়েছে। যেমন ফিস্ট ফাইটিং, আর্ম রেসলিং এবং ডাইস পকার ইত্যাদি।
প্লট:
দ্যা উইটচার ২: এসাসিন অফ কিংস গেমটির মাঝে বহু ভিন্ন ভিন্ন পাথ এবং স্টোরিলাইট রয়েছে। রয়েছে ভিন্ন ভিন্ন এন্ডিংস / শেষ কিভাবে হবে। তাই আমি আর বিস্তারিত লেখবো না। গেমটির শুরুতে প্লেয়ারকে জিরাল্ট অফ রিভিয়ার কনট্রোল নিতে হয়। যেখানে অল্প সংখ্যক উইটচার রয়েছে। উইটচার হচ্ছে হিউম্যানস যারা তরুণ বয়স হতেই সুপার ন্যাচারাল পাওয়ার সম্পন্ন যোদ্ধা এবং তারা বিভিন্ন দৈত্যদের বিরুদ্ধে লড়ে আসছে। প্রত্যেক উইটচার এর স্পেশাল পাওয়ার রয়েছে, এক এক উইটচার এর জন্য এক এক রকম।
নিমার্ণ:
Overall Score: 92% Aggregate scores | |
Aggregator | Score |
Review scores | |
Publication | Score |
9/10[40] | |
9.5/10[41] | |
9/10[42] | |
10/10[43] | |
9.4/10[44] | |
9/10[45] |
দ্যা উইটচার ২ গেমটি অফিসিয়ালি এ্যানাউন্স করা হয় সেপ্টেম্বর ১৮, ২০০৯ সালে। সিডি প্রজেক্ট রেড তাদের নিজস্ব গেম ইঞ্জিণ নির্মাণ করে গেমটির জন্য। সিরিজের প্রথম গেমটির জন্য বায়োওয়ারস এর এ্যারোরা ইঞ্জিণ নির্মাণ করা হয়েছিল। এছাড়াও গেমটির মাঝে হালকা হেইভক ফিজিক্স ইঞ্জিণ পাবেন।
মার্চ ২৫, ২০১১ তে, সিডি প্রজেক্ট রেড গেমটির প্রথম গেম-প্লে ভিডিও (ট্রেইলার) রিলিজ করে। ভিডিওটিতে গেমটির বিভিন্ন বৈশিষ্ট্য তুলে ধরা হয়। এছাড়াও গেমটিতে ১৬টি ভিন্ন ভিন্ন স্টোরিলাইট এবং এন্ডিং’স রয়েছে তাও ভিডিওটির মাধ্যমে তুলে ধরা হয়।
সর্বশেষ এপ্রিল ১৭, ২০১২ সালে গেমটির এ্যানহান্স এডিশন এক্সবক্স ৩৬০ এর জন্য রিলিজ করা হয়। এ্যানহান্স এডিশনে ১০গিগাবাইট এক্সট্রা নতুন উপাদান, ৪ ঘন্টার নতুন গেমপ্লে, ৬৩মিনিট এর নতুন কাটসিনস (ইনট্রো এবং আউট্রো সহ) ইত্যাদি যুক্ত করা হয়েছে। ইসস এ্যানহান্স এডিশনটি পিসির জন্য রিলিজ করা হয় নি।
গেমটি রিলিজের আড়াই মাসের মধ্যে গেমটির ৯,৪০,০০০ কপি বিক্রি হয়েছে। এদের মধ্যে ২০,০০০০ কপি অনলাইনে বিক্রি হয়েছে (ডিজিটাল সেলস)। সর্বশেষ তথ্য মতে দ্যা উইটচার ২ গেমটি বিশ্বব্যাপি উইন্ডোজ, ম্যাক এবং এক্স বক্স ৩৬০ এর জন্য টোটাল ৪ মিলিয়ন কপি বিক্রি করতে সক্ষম হয়েছে (জুলাই ১১, ২০১২ পযর্ন্ত)।
ডাউনলোড:
এখানে আমি একটি কথা বলতে চাই। আমার ইচ্ছে ছিল ডাউনলোড জোন টি বাদ দেওয়ার। কারণ আজকাল কার গেমস গুলো “অতি মানবিয়” সাইজের হওয়াতে অধিকাংশ পাঠক এটিকে ডাউনলোড করে খেলতে পারবেন না। তবে যারা ব্যবসায়ী আছেন তাদের কথা আলাদা। এছাড়াও ডাউনলোড লিংক এ গোলযোগ, Craaaaack সমস্যা সহ বহু সমস্যা থাকায় ডাউনলোড জোনটি আমার একদমই পছন্দ নয়। তবুও রেখে দিলাম। তবে এর চেয়ে ডিভিডি কিনে খেলা অতি উত্তম। লিংক এ কোনো সমস্যা থাকলে আমি দায়ী নই। নিজ রিক্স এ ডাউনলোড করবেন।
INSTALL NOTES ¯¦¯ ___¦¯¯¯¯ ¦ __¦¯¯¯ __ ¯¯¯ ¦ ¯ _
__¦¯ _¦ ¯¯ _ ¯ _¦_ ¦¦_
¦¦¦¦ ¦¯ ¯ _ ¦¦¦
¦¦¦ ¦¦¦
¦¦¦ 1. Unpack the release ¦¦¦
¦¦¦ 2. Mount or burn image ¦¦¦
¦¦¦ 3. Install ¦¦¦
¦¦¦ 4. Play the game ¦¦¦
¦¦¦ 5. Support the companies, which software you actually enjoy! ¦¦¦
¦¦¦
RAPIDSHARE
http://ncrypt.in/folder-AnJNyLGV
——————————-
UPLOADED
http://ncrypt.in/folder-5Ud50O3Q
——————————-
NETLOAD
http://ncrypt.in/folder-di4zo23E
——————————-
RAPIDGATOR
http://ncrypt.in/folder-LN2NORrp
——————————-
PUTLOCKER
http://ncrypt.in/folder-A8B4pzGy
———————————————————————————————
200 MB LINKS
ZIPPYSHARE (200MB)
——————————-
NETLOAD (200MB)
http://ncrypt.in/folder-wh7TwgxO
——————————-
PUTLOCKER (200MB)
——————————-
RAPIDSHARE (200MB)
http://share-links.biz/_rle8n2mr2s7
——————————-
UPLOADED (200MB)
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!
এইটা আমার জীবনের খেলা সবচেয়ে ফালতু গেম ।