পরম করুনাময় আল্লাহ্ এর নামে শুরু করলাম
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন, আমি ও আমরা আপনাদের দোয়ায় এবং আল্লাহ্র অশেষ রহমতে অনেক ভাল আছি। তবে আর কথা বাড়িয়ে লাভ কি? বেশি কথা না বাড়িয়ে কাজের কথায় আসি।
এই গেমটির সম্পর্কে আমার নতুন করে কিছু বলার নেই, যারা গেম খেলার জন্য পাগল, তারা এটার সম্পর্কে আমার থেকেও ভাল যানেন, আর যারা গেম খেলেন না, তারাও এটা নাম নিশ্চয়ই শুনেছেন? আমার বরাবরই গেমের প্রতি তেমন কোন মনযোগ ছিল না, কিন্তু আমি যখন ক্লাস ৬ষ্ঠ শ্রেণীতে পড়ি, তখন দেখতাম স্কুল ছুটি হবার পরে, কিছু ছাত্র দোকানে গিয়ে কিযেন একটি গেম খেলে, বাসা থেকে তারা টাকা নিয়ে আসতে টিফিন এর নাম করে, কিন্তু সে টাকা দিয়ে তারা গেম খেলত, আর তা ছিল একটি কয়েন ১টাকা, আমি মাঝে মাঝে গিয়ে দেখতাম, কিন্তু আমি নিজে কখনও খেলিনি। কিছু দিন আগে এটা ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিজে খেললাম দেখলাম না ভালই, তাই আজ সবার সাথে শেয়ার করলাম, তবে যারা এই গেমটি পছন্দ করেতেন, আশা করি তাদের কাছে গেমটি আছে, তারপরও যদি কারো কাছে না থাকে তাহলে তারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারে, গেমটি অনেক জনপ্রিয়তা অর্জন করেছে। তার তাও আজ আপনাদের দিব তাতে কোন টাকা লাগবে না, কোন কয়েন কিনতে হবে না, আপনি যতবার চান সব ফ্রি।
গেমটি পিসি থেকে খেলার নিয়মঃ
প্রথমে আপনি গেমটি সেটাপ করুন, তারপরে গেমটি ওপেন করুন, এবার ৪-৫সেকেন্ট পরে আপনার কিবোর্ড থেকে Esc বাটন চাপুন তাহলে উপরে একটি বার আসবে সেখানে Game এ ক্লিক করে Load এ ক্লিক করুন এখানে একটি নাম পাবেন Cadillacs & Dinosaurs এটা সিলেক্ট করে Load এ ক্লিক করুন, বুঝতে সমস্যা হলে নিচের পিস্কারটি দেখুন।
পিক্সার ০১।
তারপর F1 এ প্লে হবে। F2তে কয়েন। Ctal এ ফাইট। Alt এ লাফ দিবে। আর আপনার এ্যারো কি থেকে আপনি যেদিকে নিতে চান নিতে পারবেন।
Game টি বন্ধ করতে চাইলে আবার আপনার কিবোর্ড থেকে Esc প্রেস করুন এবার Exit প্রেস করুন।
মোবাইল থেকে খেলার নিয়মঃ
ওপেন করে ওকে প্রেস করতে থাকুন, কিছুক্ষণ পরে চালু হবে, এরপরে 5 বাটনে ফাইট করে, * বাটনে লাফ দেয়, # বাটনে গুরো মারে, 2 বাটনে উপরে যায়, 8 বাটনে নিচে যায়, 4 বাটনে বাম পাশে যায়, 6 বাটনে ডান পাশে যায়।
তাহলে ডাউনলোড করুন
Rar Password: http://www.pchelpcenterbd.com
পিসির জন্য এখানে Download size: 4.47mb
জাভা মোবাইল এর জন্য Download size: 757kb
ভাই দু:খিত যে আমি লিংক গুলো জিদ্দুতে আপলোড করে ছিলাম, কিন্তু এখানে পোষ্ট করতে গিয়ে দেখি জিদ্ধু এ্যলাউ না, তাই পোষ্ট করতে সমস্যা হচ্ছে, আর নতুন করে আপলোড করাও আমার পক্ষে সম্ভব না, তাই আমি আপনাদের কাছে ক্ষমারসুন্দার দৃষ্টিতে আমার সাইটের লিংক দিলাম, সেখানে গেলেই লিংখ গুলো পাবেন, এবং টেকটিউনস কমিটির কাছে আমি ক্ষমা চাচ্ছি, এই জন্য, যে আমি আমার সাইটের লিংক দিলাম, পরবর্তিতে আর আমি জিদ্ধুতে আপলোড করব না, প্রথম বার জন্য আপলোড করেই ফেলেছি, তাই প্রথম বারে জন্য ক্ষমা চাচ্ছি। দয়া করে আমার পোষ্টটি পেনডিং করে দিবেন না।
তাহলে আজ এই পর্যন্তই আলোচনা রাখলাম, আবার পরবর্তি পোষ্ট নিয়ে খুব তারাতারিই আপনাদের মাঝে হাজির হব, ততক্ষন আমাদের থাকুন।
ভাল লাগলে কমেন্টে জানাতে ভুলবে না…
ভুলে ভরা জীবনে ভুল হওয়াটা অসম্ভব কিছু নয়,যদি আমার লেখার মাঝে কোন ভুলত্রুটি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাই ভাল থাকবেন।
আপনার কম্পিউটার সমস্যা সমাধানে আমরা আছি ফেইজবুকে: পিসি হেল্প সেন্টার
আমি মোঃ আবুল বাশার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 318 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
GOOD