হেই কেমন আছো তোমরা ? নিয়ে এলাম গেমস জোনের নতুন পর্ব। আজকের পর্বে থাকছে একটি চমৎকার গ্রাফিক্স এর আপকামিং মিলিটারী শুটার গেম নিয়ে প্রিভিউ। সবচেয়ে ভাল খবর হলো গেমটি ফ্রি তে বাজারে ছাড়বে। আজকের গেম ওয়ারফেইস।
ওয়ারফেইস একটি আপকামিং অনলাইন মাল্টিপ্লেয়ার ভিডিও গেম নির্মাণ করেছে ক্রাইটেক। গেমটি বানানো হয়েছে শুধুমাত্র পিসির জন্য এবং ব্যবহার করা হয়েছে ক্রাই ইঞ্জিণ ৩। গেমটির বেটা ভার্সন জানুয়ারী ১৭, ২০১৩ তে মুক্তি পেয়েছে।
ওয়ারফেইস
নির্মাতা:
ক্রাইটেক কিভ
প্রকাশক:
টেনসেন্ট হোল্ডিংস,
নেক্সন,
মেইল.রো,
ট্রিয়ন সেউল।
ইঞ্জিণ:
ক্রাই ইঞ্জিণ ৩
খেলা যাবে:
মাইক্রোসফট উইন্ডোজে।
মুক্তি পবে:
২০১৩ সালে
ধরণ:
ফাস্ট পারসন শুটার
খেলার ধরণ:
মাল্টিপ্লেয়ার
ট্রেইলার ভিডিও:
http://www.youtube.com/watch?v=AdnDYvjwl4E
http://www.youtube.com/watch?v=fzTgYWjTwGE
http://www.youtube.com/watch?v=ebIXZ_L4mu4
সিস্টেম রিকোয়ারমেন্টস:
কমপক্ষে:
উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক ৩ অপারেটিং সিস্টেম,
ডুয়াল কোর ২.৪ গিগাহার্টস গতির প্রসেসর,
১ গিগাবাইট র্যাম,
২৫৬ মেগাবাইট এনভিডিয়া জিফোর্স ৬৬০০ সিরিজের গ্রাফিক্স কার্ড,
শেডার মডেল ৩.০ সাথে ডাইরেক্ট এক্স ৯.০সি
ভালভাবে খেলতে হলে:
উইন্ডোজ ৭,
কোর ২ ডুয়ো ই৪৪০০ ২.৮ গিগাহার্টস গতির প্রসেসর,
৩ গিগাবাইট র্যাম,
৫১২ মেগাবাইট এনভিডিয়া জিফোর্স ৮৮০০ জিটি অথবা এটিআই রাডিয়ন এইচডি ৩৮৫০ গ্রাফিক্স কার্ড,
ডাইরেক্ট এক্স ১১
ওয়ারফেইস একটি মাল্টিপ্লেয়ার মিলিটারী শুটার ভিডিও গেম। গেম টির পটভূমি নিকট ভবিষ্যৎ কে নিয়ে। গেমটি ফ্রি টু প্লে। এর আগে এত ভাল ফ্রি গেমস মুক্তি পায় নি। গেমটিতে ব্যবহার করা হয়েছে ক্রাই ইঞ্জিণ ৩, যা তোমাকে নেক্স জেনারেশন গ্রাফিক্স দিয়ে ফ্রি গেমস খেলার মজাটাই পাল্টিয়ে দিবে। গেমটির কনট্রোল হবে চমৎকার। ফ্রি গেমস গুলোতে আমরা দেখে থাকি যে গ্রাফিক্স তেমন উন্নত নয়। তবে ওয়ারফেইস গেমটি দিয়ে ফ্রি গেমস দুনিয়ায় যুক্ত হবে উন্নত গ্রাফিক্স। নির্মাতা ক্রাইটেক এর এটিই প্রথম ফ্রি গেম। গেমটি ২০১৩ সালের শেষের দিকে মুক্তি পেতে পারে।
সর্বশেষে বলতে চাই, কাউন্টার স্টাইক গেমস সিরিজের সাথে টেক্কা দিতে ওয়ারফেইস গেমটি বানানো হয়েছে। তবে ১০-৩০ মিলিয়ন মার্কিন ডলার খরচ করে বানানো গেমটিকে ফ্রি বাজারে ছাড়ার পিছনে অবশ্যই কারণ রয়েছে! :p
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!
nice tune….