একটি অসাধারণ আততায়ী ভিত্তিক গেম – Hit man

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

আসসালামুয়ালাইকুম।আমদের পছদের গেমের অধিকাংশ জায়গা জুড়ে থাকে একশন গেম।একশন গেমের আবার না না রকম ভাগ আছে।যুধ্ব ভিত্তিক,স্পাইং আবার আততায়ী ভিত্তিক।সব চাইতে রেয়ার হল আততায়ি ভিত্তিক।এই গেম খুব বেশি তৈরি হয় না।আবার যা তৈরি হয় তাও অত ভালো হয়না।তাই এই ধরণের গেমের খোজ বেশি পাওয়া যায় না।কিন্তু হিট ম্যান এমন একটি গেম যা আপনাকে দিবে আততায়ী হবার আসল মজা।এই সিরিজের এই পর্যন্ত চারটি গেম বের হয়েছে।বলতে গেলে প্রায় সব গুলোই হিট।তাই আজ আপনাদের সাথে এই সিরিজটির একটি গেম  নিয়ে শেয়ার করতে চাই।

hitman-1-codename-47-sceenshot_1

হিটম্যান ১- এজেন্ট ৪৭=

এই গেমটি ২০০১ সালে বের হয়।তখন এই গেমটি খুব হিট করেছিল।কারন ধরাবাধা নিয়মের বাহিরে তৈরি হয় গেটি।আবার সেই তুলনায় গ্রাফিক্স ও খুব ভালো হয়েছিল।

Hitman

গেমটিতে আপনাকে একজন আততায়ীর চরিত্রে খেলতে হবে।যে নিজেকে এজেন্ট ৪৭ নামে পরিচয় দেয়।আপনাকে প্রথমে একটি পাগলা গারদের থেকে পালাতে হবে।এর পর আপনাকে টাকার বিনিময়ে কিছু কাজ দেয়া হবে যেগুলো কমপ্লিট করার মাধ্যমে গেমের কাহিনি আগাবে।এখানে প্রায় ১৮-২০ টি মিশন আছে।কখনও আপনাকে ছদ্যবেশ নিতে হবে আবার কখনো আপনাকে স্নাইপিং করতে হবে।কখনো হংকং আবার কখনো বলিভিয়ার গহিন জঙ্গলে আবার কখনো পাগলা গারদে আবার কখনো হোটেলের ভেতরে ঢুকে মিশন চালাতে হবে।এই গেমের আরো একটি মজার বিষয় হল অন্যান্য গেমের মত গড়ে সব সৈন্য বা বডিগার্ড মারা যাবেনা।তাহলে মিশন ফেইল্ড হয়ে যাবে।খুব ঠান্ডা মাথায় ভেবে ছিনতে আপনাকে খেলতে হবে।কারণ অতর্কিত হাটাহাটি দেখলে গার্ডরা আপনাকে সন্দেহ করতে শুরু করবে।ফলে তারা টার্গেটকে নিয়ে চলে যেতে পারে।এখানে অস্ত্রের কোন সমস্যা হয় না কারণ এখানে মিশনের পুর্বে আপনাকে দোকান থেকে অস্ত্র কিনতে হবে।আর একটা মিশন কমপ্লিট করলে অনেক টাকা পাওয়া যায়।এখানের মিশনগুলো খুব কঠিন।কারণ এখানের টার্গেটদের গার্ডেরা খুবই সেন্সিটিভ।অল্পতে তারা সন্দেহ শুরু করে এবং অস্ত্র দেখা মার গুলি শুরু করে এবং দ্রুত চলে যায়।আবার রাস্তা খুজে পাওয়াও বেশ কস্টসাধ্য ব্যাপার।তবে এগুলোই আপনার আকর্ষণ বাড়াবে কারণ গেমটি কঠিন তাই যখনি খেলবেন তখনি একটা আলাদা মজা আপনি পাবেন।এখানে অস্ত্রের পাশাপাশি ছুরি তার কিনতে পাওয়া যায় যা দ্বারা আপনি কোন শব্দ না করে মারতে পারবেন।অস্ত্রের বিশাল সম্ভার এখানে আছে।আনলিমিটেড এমো নিতে পারবেন।আবার কাউকে মেরে তার কাপড় পরে ছদ্ববেশ নিতে পারবেন।

hitman

গেমটির গ্রাফিক্স এক কথায় অসাধারণ।জঙ্গলের গাছপালা , বাড়ির কার্পেটে জুতার দাগ,অস্ত্রের মুখ থেকে ধুয়া বের হবের দৃশ্য একদম রিয়েলিস্টিক।

সব মিলিয়ে গেমটি এক কথায় অসাধারন।

গেমটি খেলার জন্য যা যা লাগবে-

র‌্যাম-১২৮ মেবা।

এজিপি-৬৪ মেবা।

প্রসেসর-পি-৩,৭৫০ মে হা।

জায়গা-৪৭৬ মেবা।

ডাউনলোড

Level 0

আমি Emilton। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vai download korbo kivabe.downlaod-a click korla login page ashe.

    Level 0

    sorry link Ta check kori nai.
    ei ta use koren -http://www.29soft.com/pc_game_download/download.asp?fid=159
    Thanks. 😀

Level 0

মাত্র ১২২ কিলোবাইটের HitmanCodename47Setup-dm.exe নামে একটা ফাইল ডাউনলোড হয়েছে। সুঠিক ফাইল কিনা বুঝতে পারছিনা। ধন্যবাদ।

    Level 0

    Don’t worry.Kaj korbe.ei 122kb file ti install korle ta proyojonio file gulo download kore nibe. 😀

৩ নাম্বার ছবিটা এজেন্ট ৪৭ গেমের না। এটা ব্লাড মানির।

    আপনার কাছে Blood Money থাকলে কষ্ট করে আমাদের সাথে share করুন……
    thank you…

গেমটি প্রায় ৫/৬ বৎসর আগে খেলেছিলাম কিন্তু পারিনি কম্পিউটারের ভাল কনফিগারেশন এবং ভালোভাবে। কিছুক্ষন আগে গেমটা ডাউনলোড করলাম, এখন দেখি যে ফ্রি ট্রায়াল। আচ্ছা গেমটির ফুল ভারসন পেলে ভালো হত। ধন্যবাদ।

হিটম্যান সিরিজ আমার প্রিয় সিরিজ।

ভাই কি জিনিস মনে করিয়া দিলেন . . আমি ৩ টাই শেষ করে ছিলাম ..

    Level 0

    vai aro ekTa baki ache..

হিটম্যান ২,৩,৪ যতবার শেষ করছি ততবারই হিটম্যান ১ খেলার ট্রাই করছি কিন্তু কোনবারই ২ টার বেশি মিশন পার করতে পারিনি |
:'(
হিটম্যান ১ মারত্মক কঠিন |