অনেক কষ্ট করলাম এই সাইট টার পেছনে। ইংলিশ এ সাইট বানানো সহজ কিন্তু বাংলাতে করা টা একটু কষ্টকর। তাও চিন্তা করলাম আর না করলেই নয়। কষ্টের ফসল মিঠা হয়। তাই আপনাদের জন্য পুরো মিঠাই এর হাড়ি নিয়ে আসলাম। বিগত কিছুদিন এর পরিশ্রমে আশা করি কিছুটা হলেও করতে পেরেছি। আর কথা নয় নাহলে মিঠাই মাছি খেয়ে ফেলবে।
নানান ধরনের পিসি গেম সাথে বাংলা রিভিউ। আরও আছে স্ক্রিনশট এবং ইউটিউব ভিডিও যার মাধ্যমে আপনি একটি গেম ডাউনলোড এর পূর্বে গেমটির বেপারে সম্পূর্ণ তথ্য নিতে পারেন। কোন এড এর ঝামেলা নেই। আরও থাকছে টিউমেন্ট এর সুবিধা। যাতে আপনি আমাদের জানাতে পারেন আপনার সকল মতামত। এবং তারপর শুরু করুন ডাউনলোড। ঘাবড়াবেন না এই সাইট থেকে ডাউনলোড করা সম্পূর্ণ ফ্রী। আমাকে কিছু দিতে হবে না। শুধু ভাল লাগলে জানাবেন। এই টুকু তো পাই।
সাইটটির লিঙ্কঃ এখানে ক্লিক করুন
এবার বিডি গেমারস শুরু করেছে কুরিয়ার ডিভিডি সেল। যাতে করে ঘরে বসে পেতে পারেন আপনার পছন্দের গেম।
তার সাথে বিডি গেমারস এবং দি ইন্ট্রোভিশন এর যৌথ উদ্যোগে ইন্ট্রোভিশন এর ব্রডব্র্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীরা সকল গেম ডাউনলোড করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্য তাও আবার ৪০+ এমবিপিএস স্পীডে।
এর জন্য ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
এবার অ্যাড হল চ্যাট বক্স। যাতে আপনাদের মতামত খুব সহজেই পেতে পারি।
কেউ যদি আমাকে সাহায্য করতে ইচ্ছুক হন (গেম রিভিউ,মোডারেটর,টিউন চেকার,ভুল সংশোধন,ইত্যাদি) তবে অবশ্যই যোগাযোগ করবেন।
ধন্যবাদ।
এখানেও টিউমেন্ট করে জানাবেন কেমন হল। এতে আমি আপনাদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ হব।
আমি saif_precio। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 624 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
CEO & Founder of The Introvision Ltd.
এইটা ভেবে ভাল লাগছে, বাংলায় ১টা গেম রিভিউ সাইট হল, শুরু যখন হয়েছে আশা করছি এগিয়ে যাবে। ব্রাউজার কম্প্যাটিবিলিটি ইস্যু ফিক্স করেন। গেমিং টুলস গুলার রিভিউ থাকলেও ভাল হয়। অভিনন্দন ও শুভেচ্ছা থাকল আপনার জন্য।