হাই! কেমন আছো তোমরা? নিয়ে এলাম গেমস জোনের আরেকটি নতুন পর্ব। আজকের পর্বে থাকছে জনপ্রিয় গেমস সিরিজ এসাসিনস ক্রিড এর আপকামিং গেম এসাসিনস ক্রিড ৪ ব্ল্যাক ফ্ল্যাগ নিয়ে।
এসাসিনস ক্রিড ৪: ব্ল্যাক ফ্ল্যাক একটি আপকামিং একশন-এডভেনঞ্চার গেম। গেমটি এসাসিনস ক্রিড গেমস সিরিজের ৬ষ্ঠ তম গেম এবং ২০১২ সালের এসাসিনস ক্রিড ৩ গেমটির সিকুয়্যাল। গেমটি এডওর্য়াড ক্যানওয়ে এর গল্প বলবে। গেমটি প্রাথমিক ভাবে গোল্ডেন এজ অফ টাইম কালে (১৮শ শতকের শুরু দিকে) ক্যারাবিয়ান সমুদ্রের আশেপাশের জায়গা নিয়ে পটভূমি হবে। গেমটি মূলত তিনটি সিটিকে ঘিরে হবে - হাভানা, ন্যাসু এবং কিংস্টোন। গেমটি আমেরিকায় ২৯ অক্টোবর ২০১৩ সালে মুক্তি পাবার কথা রয়েছে।
এসাসিনস ক্রিড ৪: ব্ল্যাক ফ্ল্যাগ
নির্মাতা এবং প্রকাশক:
ঊবিসফট
সিরিজ:
এসাসিনস ক্রিড
ধরণ:
ঐতিহাসিক একশন-এডভেনঞ্চার
খেলার ধরণ:
সিঙ্গেল এবং মাল্টিপ্লেয়ার
মুক্তি পাচ্ছে:
অক্টোবর ২৯, ২০১৩
রেটিং:
এম
খেলা যাবে:
মাইক্রোসফট উইন্ডোজ,
এক্সবক্স ৩৬০,
প্লে-স্টেশন ৩,
প্লে-স্টেশন ৪,
ঊই-ইউ গেমস কনসোলে।
ট্রেইলার ভিডিও:
http://www.youtube.com/watch?v=mRTMEabx2Lk
http://www.youtube.com/watch?v=4gGmvWJws5c
http://www.youtube.com/watch?v=KRAn_8baQa4
সিস্টেম রিকোয়ারমেন্টস:
এখনো জানা যায় নি।
এসাসিনস ক্রিড ৪ গেমটির নির্মাণ কাজ শুরু হয় ২০১১ সালে গ্রীষ্মকালে। গেমটি পরিচালক গেমটিকে পাইরেট গেম বানাতে চেয়েছিলেন। গেমটি মূল নির্মাতা হলো ঊবিসফট, সাথে রয়েছে আরো ৭টি স্টুডিও সিঙ্গাপুর, সোফিয়া, এন্নিসি, কিইভ, কুইবি সিটি, বুচারেস্ট এবং মন্টপিলিয়ার। এছাড়াও ফার ক্রাই ৩ গেমটির নির্মাতারাও একসাথে মিলে এসাসিনস ক্রিড ৪ গেমটি নির্মাণ করেছেন।
গেমটির ৬০ ভাগ স্টোরি ল্যান্ড এ হবে। প্লেয়ার আরো ৫০টি লোকেশন এক্সপ্লোর করতে পারবে যেমন জেলেদের গ্রাম, প্ল্যান্টেশন, জঙ্গল, র্ফোটস, আইল্যান্ড, মায়ান রুইনস এবং নারিকেল আইল্যান্ড! এছাড়াও শিকার করা, হারপুনিং এবং জলের ভিতর গমন এগুলো থাকছে এডিশনার গেম-প্লে হিসেবে।
গেমটির কমবাট সিস্টেম ফ্রি এইমিং তে আপগ্রেড করা হয়েছে। সাথে থাকছে আগের গেমটির বিল্ট-ইন অটো এইম সিস্টেম। গেমটিতে অন্যান্য থার্ড-পারসন শুটার গেমগুলোর মতোই প্লেয়ার শুধু এইম করবে এবং ফায়ার করবে।
ডুয়াল-ওয়েল্ডিং অস্ত্রও ফিচার হিসেবে যুক্ত করা হয়েছে। যেখানে প্লেয়ার একই সাথে চারটি অস্ত্র বহন এবং ব্যবহার করতে পারবে। জলের নিচের জগতে বিভিন্ন প্রাণী যুক্ত করা হয়েছে (যেমন শার্ক মাছ)। এছাড়াও আবহাওয়া সিস্টেমে আরো নতুন নতুন ফিচার যুক্ত করা হয়েছে।
প্লেয়ার বিভিন্ন মিশন সফল ভাবে শেষ করার পর, পিলাজিং এবং শত্রু জাহাজ দখলে নেবার পর তার অস্ত্র এবং পাওয়ার আপগ্রেড করতে পারবে। তবে গেমটিতে শত্রুর এবিলিটি অনেক হার্ড হবে।
বেশি কিছু লিখতে পারলাম বলে সরি। আসলে গেমটির ব্যাপারে এখনো তেমন কিছু জানা যায় নি। তবুও যতটুকু পেরেছি ততটুকু লিখেছি। আশা করি আজকের পর্ব টি তোমাদের ভাল লেগেছে। আগামী পর্বে সবাইকে আমন্ত্রণ।
ধন্যবাদ।
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!
ভাল লাগল, আবার অপেক্ষা শুরু হল.. .