😀 😛
যা বলতে যাচ্ছিলাম,আমার আন্দাজ টেকটিউন্সে প্রায় সবারই পিসি আছে,তাই না?কিন্তু সবারই কিন্তু ভাল কনফিগারেশনের পিসি নেই।তাই বলে কি ভাল গেম খেলা যাবে না!
আজ আপনাদের সেই ক্ষোভ,আক্ষেপ মেটাতে এই পোষ্ট।
তার আগে জানুন কাদের সুবিধার্থে এই পোষ্টঃ
আপনিও যদি এদের মধ্যে কেও হল ও আপনিও যদি এই টাইপের গেম খেলায় আগ্রহী হয়ে থাকেন,সেই জন্য কিছু লিন্ক শেয়ার করলাম,আশা করছি আপনাদের ভালো লাগবে 😀
১.আমি একটা গেম রিভিউ সাইটের সন্ধান দিচ্ছি যেখান থেকে বিভিন্ন প্লাটফর্ম এর জন্য পেইড গেমের(যেমনঃ The Elder Scrolls V: Skyrim,Assassin's Creed III,Dead Space 3,Far Cry 3 etc.)রিভিউ,রেটিং ইত্যাদি জানতে পারবেন।
২.আমি আমার পছন্দের কিছু এই টাইপের গেমের রিভিউ ও ডাউনলোড লিন্ক শেয়ার করলাম।আশা করছি আপনাদের ও ভাল লাগবে।তো শুরু করি,ওকে?
এটা আমার একটা খুবই পছন্দের গেম।এটা মূলত একটা ফ্লাইং সুটার গেম।এখানে আপনার সামনে আসবে অসংখ্য শত্রু।এরা আপনাকে গুলি করবে,বোম নিক্ষেপ করবে।আপনার কাজ ওদের উপর গুলি করে ধ্বংস করা।সাইজ মাত্র ২৬এমবি হলেও এর গ্রাফিক্স ও সাউন্ড কোয়ালিটি অসাধারণ!
কিছুটা আগের গেমটার মত।কিন্তু এতে প্রতি গেমের শেষে খাটাশ মার্কা বস আছে যেটাকে মারতে কষ্ট হবে অনেক,কিন্তু এটাই তো গেমের মজা।
গ্রাফিক্স ও সাউন্ড কোয়ালিটি মোটামুটি।সাইজ মাত্র ১৭.৫এমবি।
আমার অত্যাধিক পছন্দের এবং অত্যন্ত ভাল গ্রাফিক্স এর গেম।এটা মূলত একটা মটো রেসিং গেম[রেসিং গেম আমি খুব ভাল পাই]।আপনিও খেলতে খেলতে কখন যে সময় ফুরিয়ে যাবে টের ও পাবেন না।পাচ্ছেন একটা অত্যধিক সুন্দর বাইক ডিফল্টলি।বেশি বেশি রেস জিতে বাকি বাইক গুলো আনলক করতে পারবেন।আরো পাচ্ছেন ইন্সট্যান্ড হেল্প।চলুন হারিয়ে যাই রেসের দুনিয়ায়!এটার সাইজ মাত্র ৪৬এমবি!
সবাই ভাল ও সুস্থ থাকবেন এই স্নিগ্ধ রাতে,এই কামনা করি।আর পারলে কমেন্ট করতে পারেন।তাতে টিউনারদের টিউন করার আগ্রহ আরো বাড়ে।
নমস্কার।
আমি রন্জন বিশ্বাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 1509 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
togel online situs toto slot4d slot gacor kikototo bandar Togel Online bandar toto macau kikototo toto togel slot4d
আর আমাকে পারলে প্লিজ হেল্প করুন,আর্জেন্ট দরকারঃ
https://www.techtunes.io/help-ask/tune-id/185272
https://www.techtunes.io/help-ask/tune-id/182871