ESRB রেটিং সম্পর্কে জানেন তো ?? না জানলে জেনে নিন এখনই

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

কখনো গেমের সিডি কিনতে গিয়ে একপাশে একটা সাদা স্টিকার দেখেছেন ? জানেন জিনিসটা কী ? হয়তোবা জানেন, অবশ্য না জানলে জেনে নেই এটা কী...
▁▁▁▁▁▁▁▁▁▁▁▁▁▁▁▁▁▁▁▁▁▁▁▁▁
ESRB কী ???
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
ESRB হচ্ছে Entertainment Software Rating Board যা ইউ এস (আমেরিকা), কানাডা আর মেক্সিকোর গেমের বয়স উপযোগীতা নির্নয় করে। অর্থাৎ কোন গেম কোন বয়সের খেলোয়াররা খেলতে পারবে তা নির্নয় করে। এটি বেশ কিছু রেটিং এর মাধ্যমে তা প্রকাশ করে।
▁▁▁▁▁▁▁▁▁▁▁▁▁▁▁▁▁▁▁▁▁▁▁▁▁
ESRB 'র রেটিং গুলো কী কী ???
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
ESRB ৬টি ও অতিরিক্ত ১টি মোট ৭টি রেটিং এর মাধ্যমে তাদের রেটিং কার্য পরিচালনা করে। রেটিং গুলো হচ্ছে ...

১.Early Childhood (EC) - শিশুদের জন্য, যারা মাত্র অক্ষরজ্ঞান বা ভাষাজ্ঞান শিখেছে।
২.Everyone (E) - সবার জন্য
৩.Everyone 10+ (E10+) - ১০ বছরের বেশী বয়স্কদের জন্য
৪.Teen (T) - টিন এজারদের জন্য
৫.Mature (M) - ১৭ বছর বা তার বেশী বয়স্কদের জন্য
৬.Adults Only (AO) - ১৮ বছর বা তার বেশী বয়স্কদের জন্য
৭.Rating Pending (RP) - শুধুমাত্র বিজ্ঞাপনের জন্য, রেটিং এর প্রক্রিয়া চলছে
এছাড়াও আরেকটি রেটিং আছে যা ১৯৯৪ সালে শুরু হয়ে ১৯৯৭ সালে বন্ধ হয়ে যায়, সেটি হচ্ছে Kids to Adults (K-A) ।
http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/ea/ESRB_-_K-Av2.svg/80px-ESRB_-_K-Av2.svg.png
▁▁▁▁▁▁▁▁▁▁▁▁▁▁▁▁▁▁▁▁▁▁▁▁▁
ESRB 'র রেটিং গুলো কীসের ভিত্তিতে দেওয়া হয় ???
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
১.(EC) - শিশুদের জন্য, যারা মাত্র অক্ষরজ্ঞান বা ভাষাজ্ঞান শিখেছে।
২. (E) - কার্টুন ধরনের। একটু কল্পকথা, একটু ভায়োলেন্স থাকতে পারে।
৩. (E10+) -কার্টুন ধরনের। একটু কল্পকথা, একটু ভায়োলেন্স থাকতে পারে, অ্যানিমেটেড রক্ত ও থাকতে পারে। বাজে কথার হালকা ইঙ্গিত দিলেও অসুবিধে নেই।
৪.(T) - প্রচন্ড হিংস্রতা, রক্ত, অশ্লীল হাস্যরস,কৃত্রিম দ্যূ্ত, শক্তিশালী ভাষা। অশ্লীল ইঙ্গিত থাকতে পারে।
৫. (M) - অধিক রক্ত ​​এবং রক্ত ​​ছাড়া টিন নির্ধারণ চিত্তবিনোদন হবে, যৌন থিম অথবা বিষয়বস্তু, যৌন রেফারেন্স ও অভদ্র ভাষা।
৬. (AO) - এই বয়স্ক ভিডিও গেম যে লিঙ্গ ও গ্রাফিক নগ্নতা, চরম সহিংসতা এবং রক্ত ​​এবং রক্ত ​​দেখাতে অন্তর্ভুক্ত হতে পারে। পর্ণো ছবি ও দৃশ্য থাকতে পারে।
৭. (RP) - শুধুমাত্র বিজ্ঞাপনের জন্য, রেটিং এর প্রক্রিয়া চলছে এমন।
৮. Kids to Adults (K-A) - ছোট বড় সবার জন্য।
▁▁▁▁▁▁▁▁▁▁
প্রেক্ষাপট যখন বাংলাদেশঃ
▔▔▔▔▔▔▔▔▔▔

ESRB রেটিং এর প্রেক্ষাপট যখন বাংলাদেশ, তখন আমরা দেখতে পাই যে রেটিং এর কিছুই মানা হচ্ছে না। অ্যাডাল্ট গেম অনায়াসে বিক্রি হচ্ছে সব বয়সী গেমারদের কাছে। তাই আমাদের দেশের শিশু-কিশোরদের মানসিকতা জিটিএ সিরিজ এর নায়কদের মতো সহিংস হবার সম্ভবনাই থাকে। তাই আমাদের উচিৎ বাংলাদেশে শিঘ্রই এমন রেটিং বোর্ড বসানো এবং ভিডিও গেম বিক্রির ব্যাপারে আইন প্রনয়ন।

ESRB'র অফিসিয়াল সাইট

আরো জানতে উইকি

Level New

আমি আবিল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 73 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আবিল। সাইবার জগতে পা দিলাম মাত্র। বড় হয়ে আর কিছু না হতে পারি তবে কম্পিউটারের সাথে আমার যোগাযোগ থাকবেই। কম্পিউটার অপারেটর হই আর। বিল (নাকি আবিল ? ) গেটসের মতো আরেকটা মাইক্রোসফটের মালিক হই, আমার লক্ষ কিন্তু এখনই ঠিক হয়া গেছে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

নতুন কিছু জানানোর জন্য ধন্যবাদ

ভাই টিউনের শেষ দিকে যে কথা বল্লেন(তাই আমাদের উচিৎ বাংলাদেশে শিঘ্রই এমন রেটিং বোর্ড বসানো এবং ভিডিও গেম বিক্রির ব্যাপারে আইন প্রনয়ন।)এটা বাংলাদেশে কোনদিন সম্ভব নয়।

    Level New

    @Iron maiden: ভাই … কিছু করে দেখানোর আগে সবই অসম্ভব লাগে। বাঙালী যদি অসম্ভব বলে বসে থাকতো, তবে ভাষা আন্দোলন, গন অভ্যুথান, মুক্তিযুদ্ধ কিছুই হতোনা… 🙂

      @আবিল:কেন বলেছি জানেন?কারন আমাদের দেশের গন্ডমুর্খ সরকার ESRB কি সেটাই জানে না।কম্পিউটার গেমস সম্পর্কে কতটা জানেন তাও জানি না।আমাদের দেশে সরকার নিজ ক্ষমতা প্রদর্শন ও দুনীর্তিতে ব্যস্ত।তারা এসব জেনে কি বা করবেন?

Level New

Taholey adult rao game pabe na:D

Level New

Bangladesh er 99.99% game Cracked.Hacked,Patched agera bagera, tar upor abar rating board ashbe kavabe?:p

    Level New

    @saif_precio: না, সেইটা একেবারে বলা যায় না। আমি বলবো, বাংলাদেশের ৭০% গেম ক্র্যাকড, হ্যাকড, প্যাচড ২০% গেম মড ১০% গেম ইউনিক। গেম নিয়ে সারাদিন না পড়ে থাকলেও এ কথা সহজেই বলে দেওয়া যায়।

    আর যেসব গেম ক্র্যাকড, হ্যাকড, প্যাচড সেগুলোতে আগে থেকেই ESRB র রেটিং দেওয়া আছে দেখবেন নিশ্চয়ই। যেসব গেম মড সেগুলো বেস গেম এর রেটিং এ চলতে পারে, আর দেশের টেকনোলজিকে তুলে ধরতে আমরা তো গেমিং এর ভবিয্যতের জন্য একটা রেটিং বোর্ড করতেই পারি, তাই নয় কী ??

      Level New

      @আবিল: Unic 10% mane 20-100 USD diye ke kine?:p ESRB rating prai shob game ei thake + aro ekta ase Pegi etao age nirdharon kore. Amader deshe toe programmer ra ghumay:p kobe je ekta game crate korbe? game rating board korle ghush khaoar ekta jayga barbe ar kisui na.

ধন্যবাদ ।

valo

Vai amader desha sob pairacy game sale hoi tahola kivaba……