এই টেকটিউনের প্রথম রিভিউ ও আমার লেখা প্রথম বাংলা রিভিউ ছিল ডেভিল মে ক্রাই ৩ নিয়ে। কয়দিন আগেই বের হল ক্যাপকমের বস গেম ডেভিল মে ক্রাই ২০১৩ এর পিসি ভার্সান। এর এক্সবক্স ভার্সান আরো অনেক আগেই বের হয়েছে। যাই হোক, গেমটা কালকে খেলা শেষ হল আর রিভিউ লিখতে বসলাম আজকে।
ডেভিল মে ক্রাই ২০১৩ একটি হ্যাক এন্ড শ্ল্যাস বিট এম আপ ঘরানার গেম যা ডেভেলপ করেছে নিনজা থিওরী এবং পাবলিশ করেছে ক্যাপকম। গেমটি উইন্ডোজ, এক্সবক্স ও প্লে-স্টেশন ৩ তে রিলিজ পেয়েছে। গেমটিকে জনপ্রিয় ডেভিল মে ক্রাই সিরিজের রিবুট বা প্রিকুয়েল বলা যায়।
যারা ডেভিল মে ক্রাই সিরিজ খেলেছেন তারা জানেন যে এতে দান্তে নামক এক অর্ধ শয়তান কে নিয়ে খেলতে হয়। এ গেমও তার ব্যাতিক্রম নয়। কিন্তু কিন্তু কিন্তু, গেঞ্জাম আছেরে ভাই। এ গেম যেহেতু প্রিকুয়েল, তাই দান্তেকে আগের যত গেমে যেমন দেখা গিয়েছে এখানে সম্পুর্ন আলাদা। তার চুল ছোট করে ছাটা। চুলের রংও কালো। শরীরে মাংশের ঘাটতি আছে, খায় কম বোধহয়। সিগারেটখোর, সেক্স এডিক্ট, উদ্ধত প্রকৃতির এক ছোকড়া হিসেবে দান্তেকে উপস্থাপন করা হয়েছে যা ডেভিল মে ক্রাই সিরিজের ফ্যানদের মধ্যে ক্যান্সারের সৃষ্টি করেছে। তার সিগনেচার লাল রংয়ের লেদার কোট বদলিয়ে কালো হুডিযুক্ত কাপড়ের কোট পড়ানো হয়েছে। দান্তের মধ্যে ভাব ও কমিয়ে দেয়া হয়েছে। আগের গেমগুলোতে যে ভাব মারতোরে ভাই। এখানে তো বরং সেই তুলনায় সিরিয়াস ই মনে হয়েছে। এই দান্তেকে ডেভিল মে ক্রাই ৪ এর নিরো চরিত্রের মতই মনে হয়েছে।
গেমপ্লে অনেকটা আগের মতই রাখা হয়েছে। ধুন্ধুমার তলোয়ার দিয়ে মারামারি আর গুলি করা। স্টাইল পয়েন্ট আছে। প্রতি লেভেলের শেষে পুরো লেভেলের স্টাইল পয়েন্টের গড় করা হয়। তা আপনি নেটে আপলোড করে বন্ধুদের সাথে পার্ট নিতে পারবেন (পাইরেটেভ ভার্সানে সম্ভব নয়)।
ডেভিল মে ক্রাই সিরিজের ট্রেডিশন অনুযায়ী রেবেলিয়ন ও আইভরি-ইবনি ছাড়াও দান্তে অনেকরকমের অস্ত্র পায়। রেবেলিয়ন হল দান্তের বিশ্বস্ত তলোয়ার আর আইভরি-ইবনি দান্তের অতি প্রিয় দুটো পিস্তল। বলা ভালো এই গেমে বাংলা সিনেমার মত গুলির অফুরন্ত বুলেট থাকে। এ গেমে অস্ত্রসস্ত্র শয়তানি অস্ত্র ও ফেরেস্তাদের অস্ত্র এ দু বিভাগে বিভক্ত করা হয়েছে। শয়তানি অস্ত্রগুলো হয় শক্তিশালী। এগুলো দিয়ে মারলে শয়তানদের অবস্থা কেরোসিন হয়। আর ফেরেস্তাদের অস্ত্রগুলো টেকনিকাল। শক্তি কম হলেও বেশি দুরত্ব ও বেশি শয়তানকে মারতে পারে। আইভরি-ইবনি ছাড়াও গুলি আছে দুটো। একটা শটগান ধরনের আরেকটা বোম ধরনের। গোলাগুলি তেমন কাজের না এখানে। অসির শক্তিই বেশি। তাছাড়া দান্তের রয়েছে ডেভিল ট্রিগার পাওয়ার। যার সাহায্যে সে অর্ধ শয়তান থেকে পুর্ন শয়তান হয়ে যেতে পারে। তখন তার চুল সাদা হয়ে যায়।
গেমের কাহিনী ভালোই। খেলে মজা পাওয়া যাবে। যারা নতুন নতুন ডেভিল মে ক্রাই খেলছেন তাদের জন্য খুবই ভালো হবে গেমটা কারন আগের গুলো এটা থেকে কঠিন অনেক। ট্রেডিশন অনুযায়ী গেমের মিউজিকগুলো অসাধারন। মিউজিকের তালে তালে ফাইট করার একটা দারুন মজা আছে। ফাইটিংয়ের সময় মিউজিকগুলো বেজে উঠে। অন্য সময় একটি সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক চলতে থাকে।
গেমের কয়েকটি ফালতু দিক। একটি হল গ্রাফিক্স। গ্রাফিক্স দেখতে অনেক সুন্দর মনে হলেও ২০১৩ এর অনুযায়ী ভালোনা। যারা আগের ডেভিল মে ক্রাই খেলেছেন তাদের জন্য এই গেম ডালভাত। আমি নিজেও এটা হার্ড মুডে শেষ করেছি কারন ইজি বা নরমাল মুডে গেমটা খুবই সোজা। অবস্য যারা নতুন খেলবে তাদের জন্য ইজি মুডে খেলাই ভালো। আর বসগুলো খুবই সোজা। হার্ড মুডেও তাদের মারতে কোনো অসুবিধা হয়নি। এমনকি ডেভিল মে ক্রাই ৩ এ ভার্জিল দান্তেকে যেরকম ঘোল খাইয়ে ছেড়েছিল সেরকম এখানে যেন দান্তে ভার্জিলকে ঘোল খাইয়েছে। গুলিগুলো তো যেন শো। কোনোই কাজের না। পাজল ছিল মাত্র একটা তাও ঘুমিয়ে ঘুমিয়ে সমাধান করা যায়।
গেমটা গেমপ্যাডে খেলতে মজা। গেমের জন্য তেমন ভালো পিসির প্রয়োজন নাই। আমার ফালতু পিসিতে এটাকে আমি সব হাই করে দিয়ে খেলেছি। ডুয়াল কোর সিপিউ, ৫১২ মেগা গ্রাফিক্স, ২ জিবি র্যাম হলেই ভালোমত চলবে গেমটা। হার্ডিস্কে যায়গা লাগবে মাত্র ৮ জিবি।
আরো আলোচনার জন্য ভিজিট করুনঃ
সর্বপ্রথম প্রকাশিত হয়ঃ http://gamereviewsbd.com/ এ
আরো বাংলা রিভিউর জন ভিসিট করুন http://gamereviewsbd.com/
আমি মেরাজ০৭। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 349 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একাধারে গেমার, টেক টিউনার, মেকানিক, গেমার, গেমার, ফোরামার, গ্রাফিক্স ডিজাইনার, গেমার, গেমার, চ্যাটার, মুভি ওয়াচার....................
অসাধারন রিভিউ