হাই! গেম ভক্তরা কেমন আছো? নিয়ে এলাম বহুল জনপ্রিয় গেমস সিরিজ টম্ব রাইডার এর নতুন আপকামিং গেম। যখন অনেক ছোট ছিলাম তখন গেমটি খেলিছিলাম প্রথম। তবে ১০ মিনিট খেলার পর আর ভাল লাগেনি!!! যাই হোক আজকের গেম টম্ব রাইডার।
টম্ব রাইডার একটি আপকামিং একশন এ্যাডভেঞ্চার প্লাটফর্ম ভিডিও গেম। প্রকাশ করবে স্কোয়ার ইনিক্স। টম্ব রাইডার গেমটি ক্রিসটাল ডাইনামিক দ্বারা নির্মিত টম্ব রাইডার সিরিজের ৫ম গেম। গেমটি মার্চ ৫, ২০১৩ সালে মাইক্রোসফট উইন্ডোজ, প্লে-স্টেশন ৩ এবং এক্সবক্স ৩৬০ গেমস কনসোলের জন্য মুক্তি পাবে। গেমটির মুক্তির মাধ্যমে টম্ব রাইডার গেমস সিরিজটি এক নতুন প্রজন্মের দিকে অগ্রসর হবে। গেমটির কাহিনীতে সিরিজের আগের গেমসগুলো কোনো সম্পর্কই থাকছে না। শুধুমাত্র, একজন ছাড়া . . . . . কে সে!!!!??? লারা ক্রফ্ট!!
টম্ব রাইডার
নির্মাতা:
ক্রিসটাল ডাইনামিকস
প্রকাশ করবে:
স্কোয়ার ইনিক্স
সিরিজ:
টম্ব রাইডার
ইঞ্জিণ:
মডিফাইড ক্রিসটাল ইঞ্জিণ
খেলা যাবে:
মাইক্রোসফট উইন্ডোজ,
প্লে-স্টেশন ৩,
এক্সবক্স ৩৬০ গেমস কনসোলে।
মুক্তি পাবে:
৫ই মার্চ, ২০১৩
ধরণ:
একশন-এ্যাডভেঞ্চার
খেলার ধরণ:
সিঙ্গেল এবং মাল্টিপ্লেয়ার
ট্রেইলার ভিডিও:
http://www.youtube.com/watch?v=1HydNyigJAg
সিস্টেম রিকোয়ারমেন্টস:
কমপক্ষে:
উইন্ডোজ এক্সপি (সার্ভিস প্যাক ৩) অপারেটিং সিস্টেম,
ডুয়াল কোর ৩.০৬ গিগাহার্টস গতির প্রসেসর,
২ গিগাবাইট র্যাম,
৫১২ মেগাবাইট গ্রাফিক্স কার্ড,
১২ গিগাবাইট ফ্রি হার্ডডিক্স স্পেস (নিশ্চিত নয়**)
ডাইরেক্ট এক্স ৯.০সি সাথে শেডার মডেল ৩.০
ভালভাবে খেলতে হলে:
উইন্ডোজ ৭ / ৮ অপারেটিং সিস্টেম,
কোর আই ৩ ২.৬ গিগাহাটর্স গতির প্রসেসর,
৪ গিগাবাইট র্যাম,
১ গিগাবাইট গ্রাফিক্স কার্ড,
১২ গিগাবাইট ফ্রি হার্ডডিক্স স্পেস (নিশ্চিত নয়**)
বরাবরের মতই এবারের গেমটিতেও তোমাকে লারা ক্রফট এর ভূমিকায় খেলতে হবে। গেমটির শুরুতে দেখা যাবে যে লারা একটি জাহাজে করে ট্রাভেল করছে। শক্তিশালী এক সামুদ্রিক ঝড়ে জাহাজটি দু ভাগে ভাগ হয়ে যায়। এর কারণে লারা এবং জাহাজের অনেক যাত্রী এবং কমান্ডারা একটি আইল্যান্ড এ গিয়ে জীবন বাঁচায়। আইল্যান্ডাটির নাম Dragon's Triangle। যেখানো তোমাকে অর্থ্যাৎ লারাকে বেঁচে থাকার জন্য খাদ্য এবং পানীয় খোঁজ করতে হয়। এছাড়া অন্যান্য জীবিত লোকদেরকে ভয়ংকর প্রাণীদের হাত থেকেও বাঁচাতে হবে। তবে লারার জন্য অপেক্ষা করতে এক অন্ধকার শত্রু . . .
টম্ব রাইডার গেমটিতে ওপেন ওয়ার্ল্ড গেমপ্লে সাথে একশন-এ্যাডভেঞ্চার, এক্সপ্লোরেশন, আরপিজি, সুরবাইভাল ও থাকছে। গেমটির ক্যাম্পেইন গেম-প্লে এর দৈর্ঘ্য হবে ১২ থেকে ১৫ ঘন্টা। গেমটিতে সাইড মিশন হিসেবে থাকছে মাল্টিপল সাইড কোয়েস্ট, আইল্যান্ড কে আরো এক্সপ্লোর করা, গোপন জায়গা খোঁজ করা এবং চ্যালেঞ্চ এর খোঁজ করা।
টম্ব রাইডার: আন্ডারওয়ার্ল্ড গেমটির মুক্তির পর নির্মাতা ক্রিসটাল ডাইনামিকস দুটি দলে ভাগ হয়ে টম্ব রাইডার গেমটি নির্মাণ করেছেন। নভেম্বর, ২০১০ সালে গেমটির স্লোগান “ এ সুরভাইভর ইজ বর্ন” প্রকাশের মধ্য দিয়ে গেমটির প্রথম খবর পাওয়া যায়। গেমটির নির্মাণ কাজ শুরু হয় ২০০৮ সালে। এছাড়াও টম্ব রাইডার গেমস সিরিজের এটিই প্রথম গেম যেটি “এম” রেটিং পেয়েছে।
টম্ব রাইডার গেমটিতে ব্যবহার করা হয়েছে ক্রিসটাল ডাইনামিকস এর গেম ইঞ্জিণ “ক্রিসটাল ইঞ্জিণ” দিয়ে। জুন ৩, ২০১১ সালে ইলেকট্রনিক এনটারটেইমেন্ট এক্সপো ২০১১ তে ঘোষণা করা হয়েছিল যে গেমটি ২০১২ সালের শেষের দিকে মুক্তি পাবে। গেমটি প্রথম ট্রেইলার এর উপর ভক্তদের মন-ব্য এর উপর নজর রেখে আরো এডিশনাল আপগ্রেড করার কারণে গেমটির মুক্তির তারিখ ২০১৩ সালের শুরুর দিকে দেওয়া হয়।
গেমটি মুক্তি পাবে কয়েকটি ভার্সনে। টম্ব রাইডার: দ্যা ফাইনাল আওয়ার্স ইডিশন, টম্ব: রাইডার : সুরভাইভাল এডিশন এবং টম্ব রাইডার: কালেক্টর এডিশন এর মাধ্যমে গেমটি মুক্তি পাবে।
http://www.facebook.com/games.zone.bd
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!
Thanks for that….