যারা রেসিং গেম খেলতে ভাল বাসেন তাদের কাছে নিড ফর স্পিড কে নতুন করে পরিচয় করিয়ে দেবার প্রয়জন বোধ করছি না।এই সিরিজটির এই পর্যন্ত ১৩টি রেসিং গেমস বের হয়েছে।এবং সব গুলোই হিট।আমার লেখার বিষয় হল এই সিরিজের নবম গেম মোস্ট ওয়ান্টেড।২০০৫ সালে বের করে EA SPORTS গেমটি।আন্ডার গ্রাউন্ড হিট করার পর নির্মাতা চেয়েছিলেন পরবর্তি গেমে কিছুটা পরিবর্তন আনতে।তারা সফলও হয়েছেন।তারা তাই কাহিণীও বেশ কঠিন তৈরি করেছেন।
এখানে আপনাকে একজন দক্ষ রেসারের চরিত্রে খেলতে হবে যে একজন রাইডারের সাথে তার বিএমডব্লিউ এম৩ জিটিয়ার নিয়ে রকপর্ট সিটিতে প্রবেশ করে।কিন্তু সেখানে সে শহরের বড় বড় রেসারদের বিরুপ মনভাবের স্বিকার হয়।এবং চক্রান্ত করে তার গাড়িটি তারা নিয়ে নেয়।এখানে আপনার কাজ হবে শহরের সব রেসারদের হারিয়ে শহরের বস হওয়া।এখানে বসদের বলা হয় ব্ল্যাকলিস্ট।এখানে মোট ১৫জন ব্ল্যাকলিস্ট আছেন।তাদের রয়েছে নিজস্ব ট্র্যাক ও সেই ট্র্যাকে রয়েছে দক্ষতা।এই পনেরো জন ব্ল্যাকলিস্টদের মধ্যে ১ নাম্বার হল রেযর ক্যালাহান।
ধীরে ধীরে সকল ব্ল্যাকলিস্টকে হারানোর পর আপনাকে খেলতে হবে রেযরের সাথে।তাকে হারালেই আপনার গাড়িটি আপনি ফেরত পাবেন।তখন আপনাকে প্রায় অর্ধশত পুলিশকে টেক্কা দিয়ে পালাতে হবে শহর থেকে।এই গেমটিতেই প্রথম পুলিশ আনা হয়েছে।এর আগে কোন রেসিং গেমে পুলিশ আনা হয়নি।
গেমটি ওভার করতে আপনাকে ক্যারিয়ার মুডে খেলতে হবে।ফলে ধীরে ধীরে আপনি একজন দক্ষ রেসারে পরিনত হবেন।একেকজন ব্ল্যাকলিস্টকে হারালে নতুন পার্টস,পার্ফরমেন্স আর ভিজুয়াল আনলক হবে।এখানে ৩২ টি গাড়ি আছে যা আপনি পর্যাপ্ত টাকা কামানর পর কিনতে পারবেন।এখানে একজন ব্ল্যাকলিস্টকে হারালে তার কাছ থেকে আপনি তার গাড়ি নিতে পারবেন।এইজন্য আপনাকে পিঙ্ক স্লিপ পেতে হবে।
এখানে ডিফিকাল্টি সিলেকট করা যায় না। কোন কোন ব্ল্যাকলিস্ট খুব সোজা আবার কেউ খুব কঠিন।কখনো আপনি রেস খেলতে গিয়ে পুলিশের তাড়া খেতে পারেন।এখানে পাচ প্রকারের পুলিশ আছে।যারা আপনার দক্ষতা অনুযায়ী আপনাকে ধরতে আসবে।তবে পুলিশ কে আপনার যাচা পড়েও গুতাতে হবে।কারণ প্রতি ব্ল্যাকলিস্ট এর কাছে যেতে আপনাকে নির্দিস্ট পরিমান বাউন্টি আয় করতে হবে।যা পুলিশ গুতালে পাওয়া যায়।
এখানে রজ নামক এক ব্যক্তি আপনাকে সবসময় ফোনে কল করে সাহায্য করবে।
প্রতি ব্ল্যাকলিস্টকে হারানোর পর আপনাকে দোকানে আপনার গাড়িতে পার্টস লাগিয়ে আপগ্রেড করে নিতে হবে।
এখানে ড্র্যাগ,ল্যাপ,ল্যাপ নকাউট,স্প্রিন্ট,টোলবুথ,স্পিডট্রাপ(ছবি তোলা) খেলা যায়।এছাড়া আপনি এখানে কুইক রেস খেলতে পারবেন।
গেমটির গ্রাফিক্স এক কথায় অসাধারণ।ব্ল্যাকলিস্ট মুভির দৃশ এক কথায় একদম রিয়েল।
গেমটি মাল্টি প্লেয়ারে খেলা যায়।এজন্য আপনার নেট স্পীড হতে হবে ৫১২ কে,বি,পি,এস।
যা যা প্রয়জনঃ
প্রসেসরঃ পেন্টিয়াম ৪ ১.৫ গি,হা।
র্যামঃ ২৫৬ মে,বা।
এজিপিঃ৬৪মে,বা।
জায়গাঃ ২.৮৩ জি বি।
ডিরেক্ট এক্স ৯.০সি।
ডাউনলোডঃ http://need-for-speed-most-wanted.en.malavida.com/
http://www.brothersoft.com/games/need-for-speed-most-wanted.html
চীটঃ
এখানে তেমন ছিট ইউজ করা লাগে না।তবে ব্ল্যাকলিস্টদের গাড়ি না পেলে বেশ আক্ষেপ করতে হয়।আবার কোন ব্ল্যাক্লিস্ট কে না হারাতে পারলেও বেশ সমস্যা হয়।তাই নিচের সিস্টেম দুটি লক্ষ করুন।
সব ব্ল্যাকলিস্টদের গাড়ি পেতে নিচের লিঙ্ক থেকে ফাইলটি ডাউনলোড করে ডকুমেন্টে আপনার প্রফাইলে সেভ করুন।(আগে এক্সাক্ট করে নিন)
http://www.mediafire.com/?4jom5e5omo5
ব্ল্যাকলিস্টকে হারাতে নিচের লিঙ্ক থেকে ফাইলটি ডাউনলোড করে ডকুমেন্টে আপনার প্রফাইলে সেভ করুন।(আগে এক্সাক্ট করে নিন)
http://www.mediafire.com/?mykzwqjmhym
আমি Emilton। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Thanks 🙂