না খেললে মিস করবেন।
আসসালামু আলাইকুম।
আজকে আমি আপনাদের যে গেমটির সাথে পরিচিত করিয়ে দেব সেই গেমটি আমার খুব প্রিয় একটি গেম।বাংলাদেশে গেমটি খুবই হিট করেছিল।আমার মনে হয়অনেকেই গেমটি খেলেছেন।যারাই খেলেছেন আমি মনে করি তাদের ফেভারিট গেমগের মধ্যে এটি থাকবেই।২০০১ সালে বের হওয়া প্রজেক্ট আই জি আই গেমটি একটি স্পাই গেম।ইডস বের করেছিল গেমটি।
এখানে আপনাকে খেলতে হবে ব্রিটিশ সিক্রেট সার্ভিসের একজন দক্ষ স্পাই ডেভিড জোন্সের চরিত্রে।গেমটির মুলকাজ শত্রু মেরে মিশন শেষ করা।গেমের পটভুমি রাশিয়ায়।গেমটিতে ১৮টি অধ্যায় আছে।প্রথমদিকে আপনাকে আপনার একজন সহকর্মী কে উদ্ধার করতে হবে।এবং তার বদলা স্বরুপ রাশিয়ান চিফকে অপহরণ করতে হবে।এরপর কাহিণীর বদল ঘটবে।জ়োন্স বুঝতে পারবে সব কিছুর মূলে আছে অদ্ভুত এক মানুষ।যে নিজেকে ইকেকে বলে পরিচয় দেয়।
গেমটিতে কিছুটা বৈচিত্র আনা হয়েছে।যেমনঃকখনও আপনাকে উচু টাওয়ারে দাড়িয়ে স্নাইপিং করতে হবে।আবার কখনো শত্রু এলাকা থেকে পালাতে হবে।আবার কখনো আপনাকে সাহায্য করতে ব্রিটিশ আর্মি আসবে।
এখানে কখনো তুষারে ঢাকা এলাকায় কখনো সাধারণ জায়গায় আবার কখনো পার্বত্য এলাকায় খেলতে হবে।আবার কখনো টানেলের ভেতরে খেলতে হবে।গেমটির আরো একটি মজার ব্যাপার হল গেমটি তার কাছে সজা লাগবে যার সামরিক বুদ্ধি বেশি।তার জন্য প্রতিটা মিশনই বেশ সজা লাগে।
এখানে অস্ত্রের কোন চিন্তা নেই।কোন শত্রুকে মারলে তার অস্ত্র আপনি নিতে পারবেন।এখানে একে ৪৭,উজি,এম১৬,এম্পি ১৫,জিলোক রিভলবার,মিনিমি সাবমেশিনগান,ড্রাগনভ স্নাইপার রাইফেল আছে।এছাড়া কয়েক প্রকারের গ্রেনেড,মাইন,সি৪পাওয়া যাবে।
গেমটির আরো একটি মজার দিক হল এখানে কম্পিউটারের মাধ্যমে শত্রুর নিরাপত্তা ব্যাবস্থা অচল করে দেয়া যায়।আবার স্যাটেলাইট হ্যাক করে শত্রুর অবস্থান নিশ্চিত করা যায়।
গেমটির মিশন গুলোর কাজ বেশ মজার।কখনো শত্রুর ক্যাম্প ধ্বংস করে দিতে হবে।আবার কখনো শত্রুর রাডার জ্যাম করে দিতে হবে।আবার কখনো বা রাডারবেজ ধ্বংস করে দিতে হবে।আবার কখনো শত্রুনেতা প্রিভয় জ্যাককে অপহণ করতে হবে।আবার কখনো শত্রুর ট্রুপ ভ্যান উড়িয়ে দিতে হবে।আবার কখনো উচু টাওয়ার থেকে স্নাইপিং করে আপনার দলকে কাভার দিতে হবে।আবার কখনো শত্রুর নিউক্লিয়ার প্রজেক্ট ধ্বংস করে দিতে হবে।এভাবেই গেমের কাহিণী এগোতে থাকবে।
এখানে আপনি রিলাক্স মুডে খেলতে পারবেন যতক্ষন না এলার্ম বাজে।এলার্ম বাজলে আপনাকে নাথিং টু লুজ থিওরিতে আক্রমণ করতে হবে তা না হলে আপনি ডেড।এখানে সহজে হেলথ কিট পাওয়া যায় না।
গেমটির গ্রাফিক্স এক কথায় অসাধারণ।এখানে গুলি লাগ্লে রক্ত পড়ার দৃশ্য আর শত্রুর মারা যাবার দৃশ্য একদম রিয়েল।
যা যা প্রয়জনঃ
ও এসঃ উইন্ডোজ় ২০০০, এক্সপি।
প্রসেসরঃ পেন্টিয়াম ৩ ৭৫০ মে,হা।
র্যামঃ ১২৮ মে,বা।
এজিপিঃ ৩২মে,বা।
জায়গাঃ ৪৭৬ মে,বা।
গেমটি সাধারণ সিডি প্যাকে পাওয়া যায়।সেখান থেকে খেলতে পারেন।আইডিবি ভবনে এর মুল্য পড়বে ১৫০ টাকা।ডাউনলোড করতে পারবেন নিচের লিঙ্কের মাধ্যমে।
ডাউনলোডঃপার্ট ১: http://rapidshare.com/files/20746912/ProjectIGI.part1.rar.html
পার্ট ২ : http://rapidshare.com/files/20747010/ProjectIGI.part2.rar.html
পার্ট ৩ : http://rapidshare.com/files/20738499/ProjectIGI.part3.rar.html
আমি Emilton। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি খুব একটা গেমস্ খেলি না বা খেলতে পারি না….
তবে এই গেমস্টার প্রোজেক্ট-১ টা খেলেছিলাম…. খুব ভাল লেগেছিল। কিন্তু স্টেজ ৪ এ গিয়ে দেখা গেল ফাইল মিচিং। বাধ্য হয়ে অন্য একটা সিডি কালেক্ট করি…. কিন্তু সেখানেও একই সমস্যা। যে কারণে পরবর্তিতে আর গেমস্টি খেলা হয় নি…..
আপনি যদি পারেন অন্য কোন ডাউনলোড লিংক দিন, কারণ রেপিড শেয়ার দিয়ে সহজে ডাউনলোড করা যায় না। অবশ্য প্রিমিয়াম ইউজারদের কথা আলাদা…..