অসাধারণ গেমস প্রজেক্ট আই জি আই

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

না খেললে মিস করবেন।

আসসালামু আলাইকুম।

আজকে আমি আপনাদের যে গেমটির সাথে পরিচিত করিয়ে দেব সেই গেমটি আমার খুব প্রিয় একটি গেম।বাংলাদেশে গেমটি খুবই হিট করেছিল।আমার মনে হয়অনেকেই গেমটি খেলেছেন।যারাই খেলেছেন আমি মনে করি তাদের ফেভারিট গেমগের মধ্যে এটি থাকবেই।২০০১ সালে বের হওয়া প্রজেক্ট আই জি আই গেমটি একটি স্পাই গেম।ইডস বের করেছিল গেমটি।

mainmenu

এখানে আপনাকে খেলতে হবে ব্রিটিশ সিক্রেট সার্ভিসের একজন দক্ষ স্পাই ডেভিড জোন্সের চরিত্রে।গেমটির মুলকাজ শত্রু মেরে মিশন শেষ করা।গেমের পটভুমি রাশিয়ায়।গেমটিতে ১৮টি অধ্যায় আছে।প্রথমদিকে আপনাকে আপনার একজন সহকর্মী কে উদ্ধার করতে হবে।এবং তার বদলা স্বরুপ রাশিয়ান চিফকে অপহরণ করতে হবে।এরপর কাহিণীর বদল ঘটবে।জ়োন্স বুঝতে পারবে সব কিছুর মূলে আছে অদ্ভুত এক মানুষ।যে নিজেকে ইকেকে বলে পরিচয় দেয়।

devid jonse

গেমটিতে কিছুটা বৈচিত্র আনা হয়েছে।যেমনঃকখনও আপনাকে উচু টাওয়ারে দাড়িয়ে স্নাইপিং করতে হবে।আবার কখনো শত্রু এলাকা থেকে পালাতে হবে।আবার কখনো আপনাকে সাহায্য করতে ব্রিটিশ আর্মি আসবে।

এখানে কখনো তুষারে ঢাকা এলাকায় কখনো সাধারণ জায়গায় আবার কখনো পার্বত্য এলাকায় খেলতে হবে।আবার কখনো টানেলের ভেতরে খেলতে হবে।গেমটির আরো একটি মজার ব্যাপার হল গেমটি তার কাছে সজা লাগবে যার সামরিক বুদ্ধি বেশি।তার জন্য প্রতিটা মিশনই বেশ সজা লাগে।

pic1

এখানে অস্ত্রের কোন চিন্তা নেই।কোন শত্রুকে মারলে তার অস্ত্র আপনি নিতে পারবেন।এখানে একে ৪৭,উজি,এম১৬,এম্পি ১৫,জিলোক রিভলবার,মিনিমি সাবমেশিনগান,ড্রাগনভ স্নাইপার রাইফেল আছে।এছাড়া কয়েক প্রকারের গ্রেনেড,মাইন,সি৪পাওয়া যাবে।

pic2

গেমটির আরো একটি মজার দিক হল এখানে কম্পিউটারের মাধ্যমে শত্রুর নিরাপত্তা ব্যাবস্থা অচল করে দেয়া যায়।আবার স্যাটেলাইট হ্যাক করে শত্রুর অবস্থান নিশ্চিত করা যায়।

গেমটির মিশন গুলোর কাজ বেশ মজার।কখনো শত্রুর ক্যাম্প ধ্বংস করে দিতে হবে।আবার কখনো শত্রুর রাডার জ্যাম করে দিতে হবে।আবার কখনো বা রাডারবেজ ধ্বংস করে দিতে হবে।আবার কখনো শত্রুনেতা প্রিভয় জ্যাককে অপহণ করতে হবে।আবার কখনো শত্রুর ট্রুপ ভ্যান উড়িয়ে দিতে হবে।আবার কখনো উচু টাওয়ার থেকে স্নাইপিং করে আপনার দলকে কাভার দিতে হবে।আবার কখনো শত্রুর নিউক্লিয়ার প্রজেক্ট ধ্বংস করে দিতে হবে।এভাবেই গেমের কাহিণী এগোতে থাকবে।

এখানে আপনি রিলাক্স মুডে খেলতে পারবেন যতক্ষন না এলার্ম বাজে।এলার্ম বাজলে আপনাকে নাথিং টু লুজ থিওরিতে আক্রমণ করতে হবে তা না হলে আপনি ডেড।এখানে সহজে হেলথ কিট পাওয়া যায় না।

pic3

গেমটির গ্রাফিক্স এক কথায় অসাধারণ।এখানে গুলি লাগ্লে রক্ত পড়ার দৃশ্য আর শত্রুর মারা যাবার দৃশ্য একদম রিয়েল।

যা যা প্রয়জনঃ

ও এসঃ উইন্ডোজ় ২০০০, এক্সপি।

প্রসেসরঃ পেন্টিয়াম ৩ ৭৫০ মে,হা।

র‌্যামঃ ১২৮ মে,বা।

এজিপিঃ ৩২মে,বা।

জায়গাঃ ৪৭৬ মে,বা।

গেমটি সাধারণ সিডি প্যাকে পাওয়া যায়।সেখান থেকে খেলতে পারেন।আইডিবি ভবনে এর মুল্য পড়বে ১৫০ টাকা।ডাউনলোড করতে পারবেন নিচের লিঙ্কের মাধ্যমে।

ডাউনলোডঃপার্ট ১:  http://rapidshare.com/files/20746912/ProjectIGI.part1.rar.html

পার্ট ২ :  http://rapidshare.com/files/20747010/ProjectIGI.part2.rar.html

পার্ট ৩ : http://rapidshare.com/files/20738499/ProjectIGI.part3.rar.html

Level 0

আমি Emilton। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি খুব একটা গেমস্‌ খেলি না বা খেলতে পারি না….
তবে এই গেমস্‌টার প্রোজেক্ট-১ টা খেলেছিলাম…. খুব ভাল লেগেছিল। কিন্তু স্টেজ ৪ এ গিয়ে দেখা গেল ফাইল মিচিং। বাধ্য হয়ে অন্য একটা সিডি কালেক্ট করি…. কিন্তু সেখানেও একই সমস্যা। যে কারণে পরবর্তিতে আর গেমস্‌টি খেলা হয় নি…..

আপনি যদি পারেন অন্য কোন ডাউনলোড লিংক দিন, কারণ রেপিড শেয়ার দিয়ে সহজে ডাউনলোড করা যায় না। অবশ্য প্রিমিয়াম ইউজারদের কথা আলাদা…..

Hey, Download link Part 1 and Par 3 does not work. would you please update it?

ছবি তো যা দিয়েছেন সব তো মাল্টি। ১,২ ও ৪ নম্বর ছবিগুলো হচ্ছে প্রজেক্ট ১ এর। ৩ ও ৫ নম্বর হচ্ছে প্রজেক্ট ২ এর। এই সিরিজের প্রথম গেম(প্রজেক্ট ১) এর ১৩ টি লেভেল পার করেছিলাম। তারপর আর খেলা হয়নি। আর প্রজেক্ট ২ এর বোধহয় ৫-৬ টা খেলেছিলাম। বলাই বাহুল্য প্রজেক্ট ১ এবং ২ এর মধ্যে আকাশ-পাতাল পার্থক্য। গ্রাফিক্স এবং অস্ত্রের দিক দিয়ে প্রজেক্ট ২ বেশী উন্নত। তবে এতে ইচ্ছেমত সবগুলো অস্ত্র নেয়া যায় না, যে সুবিধাটা ছিল প্রজেক্ট ১ এ।

আর আপনি যে লিংকগুলো দিয়েছেন সেগুলোর মধ্যে ১ ও ৩ নম্বর লিংকটা অচল। আর যেটা দিয়েছেন সেটা কি প্রজেক্ট ১ ন ২।

vhai project IGI-1 ar moto ar koyta game ar name like den.

because ami ai type ar game khelte like kori.

    Level 0

    DELTA FORCE XTREME 2 TA NAKI EI ROKOM .KHELTE PAREn.ar splinter cell khelte paren.

ami over korci? :d

    কবে করলেন? আগেই?
    আমার বাড়ী মাদারীপুরে। পড়াশোনা করি পটুয়াখালী পলিটেকনিক ইন্সটিটিউটে।

    Level 0

    AMI O SESH KORCI 😉

দুই বার গেম োভার করছি। ফাটাফাটি একটা গেম। সবাই খেলতে পারেন……………

Link tik nai.

আমার কাছেও গেমটা বেশ ভাল লেগেছে। আমি খুব বেশী গেম খেলি না। তারপরও এই গেমটি কিভাবে যেন নজর কেড়েছে।

চিটকোড কারো জানা থাকলে দিবেন। আমি এখন পর্যন্ত চিটকোড ছাড়া খেলেছি।

Level 0

অসাধারন গেম । IGI 3 আসলে খবর জানাবেন কেমন।

ভাই ভালো লাগলো আপনের টিউনস টি পোরে বাট ,জোডি পারেন I.G.I 3 টা শেয়ার কোরলে ভালো লাগটো .

Level 0

can anyone help me to give me trainer ( unlimited ammo & unlimited health ) for PROJECT IGI V1.1 for windows 7 ?

কতবার যে ওভার করছি আমার নিজেরও মন নাই (অবশ্য ট্রেইনার দিয়া) :v